চলুন ব্রাউজার এর স্পিড বাড়াই registry edit করে

সবাইকে আসসালামুয়ালাইকুম,

আজ আমি আপনাদের দেখাব কিভাবে registry add করে Browser এর স্পীড বাড়ানো যায়। খুব সহজ একটি পদ্ধতি। তাহলে চলুন কাজে নেমে পড়ি।

start menu> all programs> accessories এ গিয়ে notepad open করুন। আমার  দেয়া নিচের  লেখাগুলি হুবাহু copy করে notepad এ paste করুন।

 

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Dnscache\Parameters]
"CacheHashTableBucketSize"=dword:00000001
"CacheHashTableSize"=dword:00000180
"MaxCacheEntryTtlLimit"=dword:0000fa00
"MaxSOACacheEntryTtlLimit"=dword:0000012d

 

এরপর save as এ গিয়ে নাম দিন dnscache.reg

ব্যাস কাজ প্রায় শেষ। এবার আপনার  save করা file টিতে double click করুন।

কাজ শেষ হলে আপনার কম্পিউটার restart দিন।

এবার দেখুন কোন change দেখতে পান কি না।

 

post টি প্রথম প্রকাশিত হয়েছে

http://www.tunebd24.blogspot.com

Level New

আমি sobujmd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কাজ করে কিনা। কাজ করলে নিশ্চয়ই ভালো 🙂

Win 7 a to kajj korcha naa

Level New

win 7 a kaj korbe. ami nijei win 7 use kori. sothik vabe save korun

Level 0

ata ki maja maja double click kora restart korta hobe speed baranor jonno?

Level 0

thanx. vaia ame vodaphoner sathe banglalink add kore net use kore ame kevabe speed barate pare?

jani na ki hobe, korlam to………..

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।

Level 2

আমি C:\Users\Azad লোকেশনে সেইভ করেছি এবং ডাবল ক্লিক করায় রেজিষ্ট্রিতে সাকসেসফুলি এ্যাড হয়েছে। সবকিছু কি ঠিক আছে ? জানালে উপকৃত হব।