সবাইকে আসসালামুয়ালাইকুম,
আজ আমি আপনাদের দেখাব কিভাবে registry add করে Browser এর স্পীড বাড়ানো যায়। খুব সহজ একটি পদ্ধতি। তাহলে চলুন কাজে নেমে পড়ি।
start menu> all programs> accessories এ গিয়ে notepad open করুন। আমার দেয়া নিচের লেখাগুলি হুবাহু copy করে notepad এ paste করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Dnscache\Parameters]
"CacheHashTableBucketSize"=dword:00000001
"CacheHashTableSize"=dword:00000180
"MaxCacheEntryTtlLimit"=dword:0000fa00
"MaxSOACacheEntryTtlLimit"=dword:0000012d
এরপর save as এ গিয়ে নাম দিন dnscache.reg
ব্যাস কাজ প্রায় শেষ। এবার আপনার save করা file টিতে double click করুন।
কাজ শেষ হলে আপনার কম্পিউটার restart দিন।
এবার দেখুন কোন change দেখতে পান কি না।
post টি প্রথম প্রকাশিত হয়েছে
আমি sobujmd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখি কাজ করে কিনা। কাজ করলে নিশ্চয়ই ভালো 🙂