আমাদের নবীজি কে অবমাননা করায় ইউটিউব বন্ধ হয়েছে।এতি সাধুবাদ যোগ্য কিন্তু ভিডিও রিমুভ করা ছাড়া আসলে এর সমাধান নেয়।আপ্নি কখনই পৃথিবীর সবচে বড় ভিডিও শেয়ারিং সাইট ছাড়া থাকতে পারবেন না।তাই অনেকেই হয়তবা নিযেদের আইপি পরিবর্তন করে বা প্রক্সি সার্ভার দিএ ইউটিউব এ ধুকছেন।কিন্তু আমি যেটা বলব এতে আপনার এরকম কিছুই করা লাগবেনআ।
বাংলাদেশ এ ইউটিউব বন্ধ এবং http://www.youtube.com এ গেলে সার্ভার বন্ধ দাখায়।কিন্তু অত্তান্ত হাস্যকর বিষয় browser pipelining সম্প্রকে সে সকল মানুষের ধারনা নেই যারা ইউটিউব বন্ধ করেছেন
তাই আপনি যদি https://www.youtube.com দিএ ভিসিট করেন আপনি ইউটিউব দেখতে পাবেন।কিন্তু সুব ভিডিও দেখার আগে আপনাকে secured মানে https টাইপ করে নিতে হবে।ব্লক হয়েছে default ইউটিউব সার্ভার কিন্তু এই পাইপ্লাইন সার্ভার সবসময় খলা।তাহলে যান ইউটিউব এ.........আর এক্টা কথা এতা কেউ কপি পেস্ট করবেন না ।
আর বাংলাদেশের hacker দের প্রতি আহবান থাকবে যে ভাবে হোক তারা যেন ইউটিউব থেকে সেই বাজে ভিডিও গুলো রিমুভ করে দেয়।আল্লাহ হাফেয।
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ হয় না