সবাইকে আমার সালাম জানিয়ে আমার পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনারা কিভাবে পিসি স্যুইট ছাড়া মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তা লিখব।শুরুতেই বলে রাখছি আমার কোন ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। এটা করার জন্য আপনাদের লাগবে :ডাটা ক্যাবল ও মোবাইল।আাপনার মোবাইল ফোনটি পিসি স্যুইট মোডে আপনার পিসি তে কানেক্ট করুন।
যাদের Driver লাগবে তারা এখানে আসুন।
Network and Sharing Center ওপেন করুন। Set up a new connection or network এ ক্লিক।Connect to the internet এ ক্লিক। No create a new connection এ ক্লিক। Dial Up এ ক্লিক ডায়াল ফোন নাম্বার এ *৯৯# লিখুন। User name এবং Password সেট করে Allow other people to use this connection এ ক্লিক।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
আমি নাঈমুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing special to write!!
Kaj hoise vai ………….. onek dhonnobad