ইন্টারনেট ব্যবহার করুন পিসি স্যুইট ছাড়া একদম নিশ্চিন্তে+Nokia usb driver

সবাইকে আমার সালাম জানিয়ে আমার পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনারা কিভাবে পিসি স্যুইট ছাড়া মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তা লিখব।শুরুতেই বলে রাখছি আমার কোন ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। এটা করার জন্য আপনাদের লাগবে :ডাটা ক্যাবল ও মোবাইল।আাপনার মোবাইল ফোনটি পিসি স্যুইট মোডে আপনার পিসি তে কানেক্ট করুন।

যাদের Driver লাগবে তারা এখানে আসুন।

Network and Sharing Center ওপেন করুন। Set up a new connection or network এ ক্লিক।Connect to the internet এ ক্লিক। No create a new connection এ ক্লিক। Dial Up এ ক্লিক ডায়াল ফোন নাম্বার এ *৯৯# লিখুন। User name এবং Password সেট করে Allow other people to use this connection এ ক্লিক।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

Level 0

আমি নাঈমুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing special to write!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kaj hoise vai ………….. onek dhonnobad

Apnakew thanks.

আচ্ছা ভাই আমি উইন্ডোজ7 থেকে এবং রবি সীমের মাধ্যমে Nokia X3.00 সেটে ব্যবহার করতে পারব? যদি পারা যায় তাহলে কিভাবে হবে। একটু বিস্তারিত বললে উপকার হবে।

    Post er rule follow koren. Problem hole kothay pblm hoyese comment e janaben.

আমার সমস্যা হল বার বার নিচের দেওয়া মেসেজ আসে কানেকশান হয় না।
connection failed with error 680
There was no dial tone
Try again

    @ওহাব: Be sure that:1)You have internet data
    2)Nokia Support Software installed or not(Important)
    3)You followed the above rule

    For installing support software——Windows update-check for update-optional update-Nokia driver package

    @ওহাব: রবির ক্ষেত্রে আপনি ISP Name : ROBIINTERNET এবং PHONE NUMBER : *99*1# ব্যবহার করুন।

puran jinish……….

Level 0

user name And password পাব কোথায় ?

    Level 0

    @papon: আপনার ইচ্ছা মত একটা user name And password দিলেই হবে। তাছাড়া user name And password না দিলেও হবে। শুধু নাম্বার এ *৯৯# লিখলেই হবে।

Ar cheya apni bluetooth use korun. Valo speed paban. Abr bluetooth dia onno kajo korta parben. Akhan a dakhun http://www.e-blog24.blogspot.com/2011/12/use-internet-by-mobile-modem-without.html?

Level 0

কিন্তু পিসি স্যুইট ছাড়া phone driver কিভাবে setup হবে? phone driver setup দেয়ার জন্য তো গুরে ফিরে ঐ পিসি স্যুইট এর কাছেই যেতে হবে। phone driver setup দেয়ার অন্য কোন উপায় জানা থাকলে দয়া করে জানাবেন।
আর একটা কথা, টিউন-এ screenshot দেয়ার চেষ্টা করবেন। আপনার এই টিউনটি আপনার, আমার বা অনেকের কাছে সহজ মনে হলেও কারো কাছে তা কঠিন হতে পারে। বিশেষ করে যারা নতুন এবং এই সম্পর্কে যাদের ধারনা নেই।

jader driver lagbe tara ekhane ashun:nokia-connectivity-usb-driver.en.lo4d.com/download

Level 0

আরে ভাই, আপনি উপরের কমেন্ট এ বলেছেন যে For installing support software——Windows update-check for update-optional update-Nokia driver package । কিন্তু এর জন্য তো আগে নেট এ কানেক্ট হতে হবে। phone driver setup না দিয়ে কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটার এ নেট কানেক্ট হবে (যদি অন্য কোন নেট কানেক্টশন না থাকে) ??? তারপর তো update। তাই নয় কি? তাছাড়া update দিলেও তো সব মোবাইল এর driver খুজে পায় না।

    @Harry: Ekhane download korun:nokia-connectivity-usb- driver.en.lo4d.com/download

Level 0

ধন্যবাদ। 🙂
আসলে আমি অফলাইনে অর্থাৎ নেট ছাড়া কিভাবে phone driver setup দিব তা জানতে চাচ্ছিলাম। যেমনঃ পিসি স্যুইট বা এখন আপনি যে সফটওয়্যারটা দিলেন ।
যার বাসায় নেট নেই তাকে কিন্তু অফলাইনে phone driver setup দিয়ে নিতে হবে। মোবাইল ও data cable দুটোই আসে কিন্তু phone driver setup হচ্ছে না, তখন কিন্তু পিসি স্যুইট অথবা আপনি এখন যে সফটওয়্যারটা দিলেন সেটাই ভরসা। ভাই আমি এই বিপদে পরেছিলাম দেখে কথাগুলো বললাম। আমি তখন dial up মানে আপনার এই পদ্ধতিতে চেষ্টা করেছিলাম কিন্তু phone driver setup হয়নি বলে কোন কূল কিনারা করতে পারিনাই। তখন পিসি স্যুইট এর কথাও জানতাম না। ( তখন মাত্র nokia mobile টি নিয়েছিলাম তো তাই )। এখন পিসি স্যুইট দিয়েই phone driver setup এর কাজটা সারি। এবং সব সময় dial up মানে আপনার এই পদ্ধতিতেই নেট কানেক্ট করি।
এখন যদি আপনার দেয়া সফটওয়্যারটা দিয়ে phone driver setup হয়ে যায় তাহলে তো কাজ হয়েই গেল। (পিসি স্যুইট setup দেয়া আছে তো তাই আপনার দেয়া সফটওয়্যারটা টেস্ট করতে পারছি না। ভবিষ্যতের জন্য রেখে দিলাম।)

glaxy SIII দিয়ে কি ব্যবহার করা যাবে??

Level 0

vai amake amon akta software din jeita diye computer er internet mobile a use korte parbo.plz vai plz

Level 0

pd proxy 23 October, 2012 on 1:49 এর টউনে পাসওয়ার্ড দেবার কথা আসতেছে । আমার কোন পাসওয়ার্ড দেতে হবে । জানাবেন কাইনডলি ।