IDM এর Download সমস্যার সমাধান

সকল টিউনার বন্ধুদের কে সালাম জানিয়ে । আমার প্রথম টিউন শুরু করছি । অনেক দিন ধরে ভাবছিলাম লিখবো কিন্তু বিভিন্ন কারনে লেখা হয়ে ওঠেনি । শেষ পর্যন্ত একটা টিউন লিখেই ফেললাম আশা করছি সকলের ভাল লাগবে । তবে এ লেখাতে যদি কোন ভূল ত্রুটি থেকে থাকে একজন নতুন টিউনার হিসাবে ক্ষমা সুন্দর চোখে দেখবেন বলে আশা রইল ।

IDM এর Download এর চলার সময়ে হটাত IDM / System বন্ধ হয়ে গেলে অনেক সময় পুনঃরায় আর Download করা যায় না ।অনেক সময় খুব অল্প পরিমান বাকী থাকতেই IDM টা বন্ধ হয়ে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। সাথে সাথে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান Data ও সময় দুই ই অপচয় হয়ে থাকে । কিন্তু খুব সহজেই তা আবার Download করে নেয়া যায় । সেজন্য আপনাকে যা করতে হবে তা হলঃ

  • ১। যে লিংকটা বন্ধ হয়ে গেছে তাতে Right baton ক্লিক করে Refresh Download Address এ ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন ।

  • ২। এবার লক্ষ্য করুন আপনার Browser এ ঐ লিংকটা খুলে গেছে ।
  • ৩। আপনার Browser থেকে আবার নতুন করে Download দিন ।
  • ৪। এবার এই মাত্র যেটা Download দিলেন সেটা কে Pause করে দিন ।
  • ৫। এখন IDM এর মূল মেন্যু থেকে Pause করে রাখা Download Link এর Properties এ যান ।
  • ৬।Download Link এর Properties থেকে Address টা কপি করুন ।

  • ৭। এবার বন্ধ হয়ে যাওয়া Download Link এর যান এবং properties এ গিয়ে Address এ পূর্বে কপি করে রাখা Address টা পেস্ট দিয়ে দিন।
  • ৮। নতুন করে Resume Download চালু করুন । দেখবেন আপনার IDM আবার পূর্বের জায়গা থেকেই চালু হয়ে গেছে।
  • ৯। যদ কোন কারনে না হয় তবে পূর্বের মত করে Referer লিংকটাও কপি পেস্ট করুন এবং নতুন করে Resume Download দিন ।

আশা করি এবার হয়ে যাবে।

কারো কোন জিজ্ঞাসা থাকলে অবস্যই করবেন...সাহায্য করার চেষ্টা করব যদি পারি। সবাইকে ধন্যবাদ।

Amar facebook address: http://www.facebook.com/rihan.lion

Level 2

আমি Md.Rihan Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eta niyeto tune ache.

thanks apnake valo laglo

Level 0

শ্যাম সুন্দর ভাই tune আছে তো কি problem আপনার কাছে এই tune তা পড়ার টাকা চাছে না কি tuner ? একটা tune করেই দেখেন না কত তা কষ্ট………।।

Level 0

Nauroj ভাই আপনি ঠিক বলেছেন নতুন tunarke যে খানে উৎসাহ দিবেন সেখানে তাদের মনে কষ্ট দেওয়া উচিৎ নয় । thanks ……………good tune………আশা করি আরও tune করবেন…………।

Level 0

ভাই এত পেচানোর দরকার কি? যে লিংকটা বন্ধ হয়ে গেছে তাতে Right baton ক্লিক করে Refresh Download Address এ ক্লিক করার পর dialogue box এর ok তে ক্লিক করুন। নতুন dialogue box এর stop waiting লেখাটাতে ক্লিক করবেন না। Browser এ খুলে যাওয়া ঐ লিংকটা আবার Download দিন। দেখবেন যে new link address for this file was received successfully লেখা আসবে। তারপর IDM এর মূল মেন্যু থেকে ঐটা Resume Download দিন। দেখুন হয়ে যাবে। এতে করে link address কপি পেস্ট করার ঝামেলা পোহাতে হবে না।

Level 2

শ্যাম সুন্দর ভাই eai tune ta ami kono tunes thakea nai ni.

Level 2

“Harry” vai comments er jonno dhonnobad.

অনেক ধন্যবাদ। কাজে লাগবে।

Level 2

মোহাম্মদ খালিদ হোসাইন, Thanks

Level 2

Nauroj ভাই আপনি থিক বলেছেন

    Level 0

    @matrivumi: ভাইয়া একটা কথা কিছু মনে করবেন না। reply করার আগে reply তে ক্লিক করে তারপর কমেন্ট লিখে পোস্ট করবেন। এতে করে যাকে কমেন্ট বা reply করছেন সে email এর মাধ্যমে জানতে পারে।

Level 0

vai ami eta jani………….but amar problem eta na……..amar problem holo 75 kimba 80 percent hobar por jodi current chole jay ….tahole amar idm a 75 kimba 80 percent show kore na…..abar punoray download dite hoi/………idm er list ey thake na……

Level 0

ভাই আসল সমস্যাটা Resume-এ নয় আসল সমস্যাটা হল প্রায় ৮০-৯০% এমনকি ৯৯.৯৯% ডাউনলোড হওয়ার পর Download Error আবার কখনোবা Transfer Rate কমতে কমতে 0.00 Kbps হয়ে Download Time Out দেখায় ???