তৈরি করে নিন ফোল্ডার লকার সফটওয়্যার

আজকে চলুন তৈরি করা যাক একটা লকার সফটওয়্যার ।।

আমরা অনেকেই এটা নিয়া চিন্তিত থাকি কোনটা ব্যবহার করব = কোনটা না !!  😕

এবার নিজেই তৈরি করে নিন একটা সফটওয়্যার “প্রোগ্রামিং জ্ঞান’ এর কোনই দরকার নাই ৳৳৳ 😉

তো, বরাবরের মতই সুরু করি কাজ । 

  • যা যা প্রয়োজন =  🙄
  1. নোটপ্যাড < সব সিস্টেম এই পাবেন >
  2. একটু ব্রেইন  😛


<একে একে ধাপে ধাপে দিলাম ৫ বছরের  বাচ্চাও বুঝতে পারবে>


  • প্রথমে নিচের কোড টি কপি করে নোটপ্যাড ওপেন করে পেস্ট করুনঃ


cls

@ECHO OFF

title Folder Private

if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK

if NOT EXIST Private goto MDENTER PASSWORD TO OPEN

:CONFIRM

echo ———————————————————–

echo ================== MRN-HAcker = Hacking24-bd.blogspot.com ==================

echo ———————————————————–

echo Are you sure you want to lock the folder(Y/N)

echo Press (Y) for Yes and Press (N) for No.

echo ———————————————————–

set/p “cho=>”

if %cho%==Y goto LOCK

if %cho%==y goto LOCK

if %cho%==n goto END

if %cho%==N goto END

echo Invalid choice.

goto CONFIRM

:LOCK

ren Private “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

echo Folder locked

goto End

:UNLOCK

echo ———————————————————–

echo ================== MRN-HAcker = Hacking24-bd.blogspot.com ==================

echo ———————————————————–

echo Enter password to unlock folder

set/p “pass=>”

if NOT %pass%== mrnhacker goto FAIL

attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Private

echo Folder Unlocked successfully

goto End

:FAIL

echo Invalid password

goto end

:MDENTER PASSWORD TO OPEN

md Private

echo Private created successfully

goto End

:End

  • এবার  নিচের ইমেজ এর মত ” mrnhacker ” স্থান টা পাস এখানে আপনার পাস দিন । < ডিফল্ট পাস mrnhacker >




  • এবার নোটপ্যাড এ FILE এ গিয়ে SAVE AS এ ক্লিক করে ALL FILES সিলেক্ট করে ” locker.bat ” নামে সেভ করুন ।

   

files –> save as –> ”save as type” = all files –>”File name” = locker.bat —> save

  • এবার যেখানে সেভ করেসেন সেখানে গিয়ে ফাইল টা ওপেন করুন 



  • ”private” নামে একটা ফাইল আসবে ।। 





এর ভিতর আপনি আপনার গোপন ফাইল বা যা লক করতে চান টা কপি করে পেস্ট করুন বা কাট করুন 



  • এবার লক করতে চাইলে নিচের মত  LOCER টায় ক্লিক করুন । লক করতে চাইলে “Y” চাপুন অথবা “N” .



 

  • ব্যাস গায়েব হয়ে যাবে private ফোল্ডার টা ।। লক হয়ে গেল আপনার রাখা সমস্ত ডাটা ।। 
  • এখন আনলক করতে ওই locker প্রোগ্রাম টায় আবার ক্লিক করে ওপেন করুন , এবার পাস দিতে বলবে সঠিক পাস টা দিয়ে ENTER চাপুন  এসে পরবে PRIVATE এবং সাথে রাখা সমস্ত ডাটা ।। 



বিঃদ্রঃ এটা হয়তো অনেকেই  জানেন সেই গুলতে আপনার খুশি মত পাস দিতে পারেন নি এইটা সেই সুবিধা রাখে।



টিউন তা আপনার জন্য কিন্তু কমেন্ট তা আমার জন্য >


কোন সমস্যা কমেন্ট ——>

বিদায় ।।

MRN HAcker <always hare >

Level 0

আমি MRN Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai valo laglo

Level 0

Vai moja laglo

amar tay to privet kuno folder ase na.

Level 2

‘Y’ CHAPLE TO HIDDEN HOY NA FOR WINDOWS 7.

Level 2

Haccker bhai apnar bat file to je keo pore falte parve, ota ke block korben ki babe. Ota ta note pad a khule password paye jabe tokon to apnar sader folder ta easily khule falbe.