Torrent File কে IDM দিয়ে ডাউনলোড করেন কোনো Registration বা ঝামেলা ছাড়াই…

Alternative (1)

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার ২য় টিউন। কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে....
আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Torrent File কে IDM(Internet Download Manager) দিয়ে
সরাসরি ডাউনলোড করা যায়!!!
বুঝার সুবিধার্থে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি....

১.প্রথমে চলে যান Zbigz.com এ;

২.এবার চলে যান মূল Torrent(Extratorrent.com/Torrentz.eu/Kat.ph/thepiratebay.se) পেইজে। Right button ক্লিক করে Torrent বা Megnet লিংকটি copy করেন। এবার Search বক্সে Torrent লিংকটি পেস্ট করে Go তে ক্লিক করুন।

"অথবা" Download করা Torrent File টিকে Upload করুন।

৩.File টি catch করতে ১ বা ২ মিনিট সময় লাগতে পারে। Catch হওয়ার পর Zip File টিতে ক্লিক করুন। আর download করুন দ্রুততম সময়ে।

বিঃদ্রঃ যে সব Torrent এর একাধিক Seeders থাকবে শুধু সেসব ফাইল সহজে ডাউনলোড করা যাবে।।।
আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/mahabubrajj লিংকে চলে যান।।।
সবাইকে ধন্যবাদ....

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি torrent file ডাউনলোড করার জন্য Zbigz-ই ব্যাবহার করি। এটা খুব ভালো সার্ভিস দেয়। ফাইল খুব দ্রুত Catch করে। Resume সাপোর্ট করে বলে আরও বেশি ভালো লাগে। আমি এটা নিয়ে একটা টিউন করতে চেয়েছিলাম। কিন্তু এক এক জন এক এক কথা বলে দেখে আর করিনি।
টিউনটি করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ…..:)

এর একটা সমস্যা আছে। ডাউনলোড স্পীড খুব কম। মাত্র ৫০-৬০ পাওয়া যায়।

THANKS A LOT.

Level New

vai atodi apni koi silen apnakeito ami khojsi.onek dhonnobad share korar jonno.

Level 0

দারুণ একটি টিউন করার জন্য ধন্যবাদ। সাইটটি ও দারুণ। কিন্তু সমস্যা একটা ধরা পড়েছে। গতকিছু দিনে আমি প্রায় ১.৬ গিগার মতো ধরা খাইসি। রিজিউম করে ঠিক আসে, কিন্তু মাঝে মাঝে ইমিডিয়েট ১৫/২০ মিনিট পর রিজিউম দিলে ওদের সাইটে রিডিরেক্ট করে এবং বলে একসাথে একটার বেশী ডাইনলোড করা যাবে না। কিন্তু আসরে তো তা আমি করছি না, একটাই তো শেষ করতে পারলাম না!
এ পরিস্থিতিতে কোনো সমাধান জানা থাকলে প্লিজ বাতলে দেন। ধণ্যবাদ।

    @1285sh:
    ইন্টারনেট ডিসকানেক্ট করে আবার কানেক্ট দিয়ে রিজিউম দিলেই রিজিউম নিবে । 🙂
    zbigz দিয়ে আমি ৪ জিবি পর্যন্ত ফাইল নামিয়েছি কোন সমস্যা ছাড়া ।

Level 5

file cache korte onek shomoy lage…shomadhan ase?

    @Tanvir: সীড আর লিচের পরিমাণ প্রায় কাছাকাছি এমন টরেন্ট দেখে নামান(জদি সেটা সীড ১ আর লিচ ১ হয় তাহলেও সমস্যা নেই) পুরনো টরেন্ট হলে এই সমস্যা দেখা দেয়।

That’s nice tune …..
thank you very much…..

@MD. Akter Hossain
apnake o donnobad….

Level 0

ডাউনলোড স্পিড কম । আমার ৮০-৯০ আসে। আমার অরজিনাল ডাউনলোড স্পিড ৮০০ কেবি সেকেন্ড। আমি প্রথমে ৭০০ পেতাম কিন্তু এখন পায় না। কারণ জানি না। সমাধান থাকলে জানাবেন ।

Level 0

আমি তো বহুবার রিজিউম করার চেষ্টা করছি, কিন্তু যেই লাউ সেই কদু!
আমি ওয়াই-ফাই ব্যবহার করি, আই পি এড্রেস শেয়ারিং ব্যাপার কি এখানে আছে?

    Level 0

    @1285sh: আমার তো রিজিউম নিয়ে কোন সমস্যা হয় না। যখন-ই রিজিউম দিচ্ছি তখন-ই রিজিউম হচ্ছে। এমন কি ৫ দিন পরও আমি রিজিউম ঠিক মত পেয়েছি। আপনি ওয়াই-ফাই ব্যবহার করেন বলে সমস্যা হতে পারে। আই পি পরিবর্তন হয়ে গেলে zbigz এর রিজিউম কাজ করে না। কারণ এরা ফাইলের লিংক শেয়ারিং সাপোর্ট করে না। আপনি zbigz এ sign up করে তারপর ফাইল ডাউনলোড করুন। এতে করে আই পি পরিবর্তন হলেও কোন সমস্যা হবে না। তখন ঠিকই রিজিউম হবে। তারপরও যদি রিজিউম না হয় তাহলে IDM এ ডাউনলোড ফাইল টিতে রাইট ক্লিক করে refresh download address এ ক্লিক করুন। একটু পর দেখবেন আপনার internet browsing software এ zbigz এর একটি পেজ ওপেন হবে। এরপর আপনি আপনার zbigz account এ sign in বা log in করুন। তারপর যে ফাইল টি ডাউনলোড করছিলেন সেটার ডাউনলোড এ ক্লিক করুন। একটু পর দেখবেন যে new link add successfully লেখা আসবে। তারপর রিজিউম করুন। এবার রিজিউম হবেই। এরপরও যদি না হয় তাহলে আমার আর কিছু বলার নেই।

ei site er moto faltu site r nao. ei site er boyos 7-8 mash hobe…. prothome valoi service ditesilo. ekhon din din kharap theke aro kharap hoitese!!!

    @SHAKIL QURAISHI:
    apni thik achento….?
    age nijer chorkay tel din. nije thik to duniya thik.

      @Mahabub Rajj: ami apnar sathe jhogra korar jonne comment korini. ami site take shuru thekei chini… tai ami site tar fault bollam. r er bodole amar fault khoja shuru korlen!! valo valo… apnader moto manushrai desher vobissot!!!

Level 0

vai ip jodi constant na thake , orthat prottekbar connect howar somoy jodi change hoy, tobei ei resume er problem hobe. ajonny kono ip hide softwre diye apnar ip ke nirdishto kore din otoba kono nirdisto proxy address diye connet din, proxy ta idm teo apply korte hobe

Level 0

2 mash free banglalion use korsilam besh mojay mojay, but 3-4 din age theke tara off kore thise

Level 0

Thanks bro

যাদের IDM দিয়ে ডাউনলোড করতে সমস্যা হয়, আপনারা IDM uninstall করে নতুন ভার্সন ব্যবহার করেন…
https://www.techtunes.io/internet/tune-id/154396

ভাই Zbigz.com -এর কোন বিকর্প থাকলে দেন । ধন্যবাদ ।

ভাই Zbigz.com -এর কোন বিকল্প থাকলে দেন । ধন্যবাদ ।

http://www.zbigz.com/ এর সাথে IDM-এর কী সম্পর্ক? জানাবেন প্লিজ।

যাদের zbigz এর বিকল্প দরকার, তারা zzlbox.com গিয়ে Facebook এর মাধ্যমে registration করে বা সরাসরি registration করে torrent download করতে পারেন।।

Level 0

thanks a lot