software ছাড়া-ই বন্ধ করে দিন আপনার কম্পিউটার থেকে যেকুনো website-এ এক্সেস

আমরা ইচ্ছা করলে-ই  আমাদের কম্পিউটার থেকে যেকুনো website এ access block করে দিতে পারি. এতে করে হাজার চেষ্টা করলেও যেসব website e access আপনি block করে দিয়েছেন সেগুলো তে আপনার কম্পিউটার থেকে ঢুকা সম্ভব না. আর এই কাজটি করতে কুন software এর প্রয়োজন নেই. আর এর জন্য প্রথমে C:\WINDOWS\system32\drivers\etc তে যেতে হবে. এখানে HOSTS নামের একটা ফাইল আছে. এটি notepad দিয়ে খুলতে হবে. এটি খোলার পর যেখানে 127.0.0.1 l লেখা আছে তার ঠিক নিচে 127.0.0.2 localhost  লিখে স্পস দিয়ে যে site টি ব্লক করতে চান তার নামে লিখতে হবে. যেমন:

127.0.0.1 localhost

127.0.0.2 http://www.google.com

127.0.0.3 http://www.facebook.com

127.0.0.4 http://www.yahoo.com

এখানে আপনি যত site দিবেন 127.0.0. এর পর 1, 2, 3, 4, 5...... দিয়ে তার সিরিয়াল ঠিক রাখতে হবে.

techtunes এ এটা আমার প্রথম পোস্ট. জানিনা কেমন হয়েছে. যদি খারাপ হয়ে থাকে বা কথাও কুন ভুল থেকে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি.

Level 0

আমি সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম শিমুল ভাইয়া। সুন্দর টিউন।


আমরা ইচ্ছা করলে-ই আমাদের কম্পিউটার থেকে যেকুনো website এ access block করে দিতে পারি. এতে করে হাজার চেষ্টা করলেও যেসব website e access আপনি block করে দিয়েছেন সেগুলো তে আপনার কম্পিউটার থেকে ঢুকা সম্ভব না ……………

ভাইয়া, আপনি কোনো সময় Proxy Server use করছেন? আপনি web access block করে রাখলেও proxy server use করে ওই গুলো দেখা যায়।

    thank you jitu bhaia.
    bhaia, apnader tulonay ami oti shadharon. bolte gele temon kichu e janina. ami er shomporke jototuko jantam shetuko e apnader shathe share korechi.

কিন্তু এভাবে তো আর সাবডোমেইন বন্ধ করা যায় না! আর ওয়াইল্ডকার্ডও দেয়া যায় না।

Level 3

ধন্যবাদ।