আমরা ইচ্ছা করলে-ই আমাদের কম্পিউটার থেকে যেকুনো website এ access block করে দিতে পারি. এতে করে হাজার চেষ্টা করলেও যেসব website e access আপনি block করে দিয়েছেন সেগুলো তে আপনার কম্পিউটার থেকে ঢুকা সম্ভব না. আর এই কাজটি করতে কুন software এর প্রয়োজন নেই. আর এর জন্য প্রথমে C:\WINDOWS\system32\drivers\etc তে যেতে হবে. এখানে HOSTS নামের একটা ফাইল আছে. এটি notepad দিয়ে খুলতে হবে. এটি খোলার পর যেখানে 127.0.0.1 l লেখা আছে তার ঠিক নিচে 127.0.0.2 localhost লিখে স্পস দিয়ে যে site টি ব্লক করতে চান তার নামে লিখতে হবে. যেমন:
127.0.0.1 localhost
127.0.0.2 http://www.google.com
127.0.0.3 http://www.facebook.com
127.0.0.4 http://www.yahoo.com
এখানে আপনি যত site দিবেন 127.0.0. এর পর 1, 2, 3, 4, 5...... দিয়ে তার সিরিয়াল ঠিক রাখতে হবে.
techtunes এ এটা আমার প্রথম পোস্ট. জানিনা কেমন হয়েছে. যদি খারাপ হয়ে থাকে বা কথাও কুন ভুল থেকে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি.
আমি সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বাগতম শিমুল ভাইয়া। সুন্দর টিউন।
”
আমরা ইচ্ছা করলে-ই আমাদের কম্পিউটার থেকে যেকুনো website এ access block করে দিতে পারি. এতে করে হাজার চেষ্টা করলেও যেসব website e access আপনি block করে দিয়েছেন সেগুলো তে আপনার কম্পিউটার থেকে ঢুকা সম্ভব না ……………
”
ভাইয়া, আপনি কোনো সময় Proxy Server use করছেন? আপনি web access block করে রাখলেও proxy server use করে ওই গুলো দেখা যায়।