আমরা চ্যাটিং-এর জন্য বিভিন্ন ধরনের মেসেঞ্জার ব্যবহার করি। যেসকল মেসেঞ্জারের সাথে আমরা পরিচিত বা ব্যবহার করি তা হলো- Yahoo Messenger, Pidgin Messenger, Digsby Messenger, Nimbuzz Messenger প্রভৃতি। এদের মধ্যে Pidgin Messenger সকলের কাছে অধিক প্রিয় যার কারণসমূহ নিম্নরূপ-
1. এটি দিয়ে বিভিন্ন আইডিতে চ্যাট করা যায় ।
2. একই গ্রুপের একাধিক আইডি দিয়ে চ্যাট করা যায়।
3. মেসেঞ্জিং অনেক দ্রুত হয়, প্রভৃতি।
আরোও অনেক কারণেই এই মেসেঞ্জারটি আমাদের কাছে অনেক জনপ্রিয়। যেহেতু এটি নিয়ে আগেও টিউন করা হয়েছিলো তাই এটির বৈশিষ্ট্য নিয়ে বেশী কিছু লিখলাম না। Pidgin Messengerটি এতো জনপ্রিয় হলেও এটি দিয়ে Facebook-এ চ্যাট করা যায় না। আজ আমি আপনাদেরকে এই ব্যাপারে ইনফর্ম করবো ।
হ্যাঁ, Pidgin Messengerটি দিয়ে Facebook-এ চ্যাট করতে হলে আপনাকে ইহার সাথে একটি প্লাগইন সংযুক্ত করতে হবে।
এবার ডাউনলোডকৃত প্লাগইনটি ইনস্টল করলেই এড একাউন্টে Facebook Chat দেখতে পাবেন। এখানে আপনার আইডি এড করে Facebookএ Chat করুন। আর হ্যাঁ, প্লাগইনটি ইনস্টল করার আগে আপনার পিসিতে অবশ্যই Pidgin Messengerটি ইনস্টল থাকতে হবে।
সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রযু্ক্তির সাথে থাকুন।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
ভাল। আমি mig33 messenger ও চায়। এটার plug in কই পাব??