উইন্ডোজ XP – তে Hibernate দেওয়া (অভিজ্ঞদের প্রবেশ নিষেধ)

আমরা অনেকেই Hibernate সম্পর্কে জানি না। Hibernate হল কম্পিউটার Turn Off করার আগে যে অবস্থায় ছিল কম্পিউটার On করার পর আবার সে অবস্থাতেই থাকবে। অর্থাৎ,মনে করেন আপনার কম্পিউটার Off করার আগে একটি ডকুমেন্ট ওপেন আছে, কম্পিউটার Turn Off করার পর আবার কম্পিউটার On করলে সেই ডকুমেন্টটি ওপেন করতে হবে। কিন্তু আপনার কম্পিউটার Turn Off না করে Hibernate দিয়ে কম্পিউটার Off করার পর আবার অনেকক্ষণ পর কম্পিউটার On করলে আবার সেই ডকুমেন্টটি ওপেন থাকবে। *কীভাবে Hibernate চালু করবেনঃ ১. প্রথমে My Computer থেকে Control Panel এ যান। ২. এরপর Power Option নির্বাচন করুন। ৩. এরপর 'Power Option Properties' শিরনামে একটি বক্স দেখতে পাবেন। ৪. এবার এই বক্সের উপরের Hibernate নামক ট্যাবে ক্লিক করুন। ৫. এরপর Enable Hibernate এ যদি টিকমার্ক না দেয়া থাকে তাহলে টিকমার্ক দিন। ৬. এবার OK বাটনে ক্লিক করুন। *কীভাবে Hibernate দ্বারা কম্পিউটার Off করবেনঃ ১. Start এ গিয়ে Turn Off সিলেক্ট করুন। ২. এবার কী-বোর্ডের Shift চেপে রাখুন। ৩. এখন Stand by এর স্থানে Hibernate লেখা দেখতে পাবেন। ৪. এখন Hibernate এ ক্লিক করুন। ৫. এবার কম্পিউটার Off হয়ে যাবে। বিঃদ্রঃ- Turn Off সিলেক্ট করার পর কিন্তু Hibernate বাটনে ক্লিক করার সময় পর্যন্ত কী-বোর্ডের Shift বাটন চেপে ধরে রাখতে হবে।

Level 0

আমি আলু ভর্তা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর হইছে তো৷

Level 0

আলু ভাই ভালু হইছে…:D 😀 😀