আজকে লম্বা লেখা লেখবো না আমি... খুব ছোট্ট একটা Tips দেই আপনাদের... যারা নিজেরা নিজের PC তে Windows 7 Install করেননি, আপনারা অনেকেই নিশ্চই অন্য কারো PC তে Windows 7 এর নতুন Ribbon user interface সহ Paint আর Calculator দেখেছেন, দেখেছেনই তো কি বদলানো বদলেছে এই দুটি!!! অনেক কিছু বদলে গেছে এদের মধ্যে, যারা দেখেননি তাদেরকে বলছি কি কি বদলেছে এদের মধ্যে-
Paint new features :
#1. Ribbon Interface.
#2. PNG and TIFF file support
#3. Inclusion of Autoshapes
#4. New Brushes feature
#5. Grid lines/rulers
#6. Send in E-mail
Calculator new features :
#1. Four modes (Standard, Scientific, Programmer & Statistics)
#2. History Feature
#3. Digit Grouping
#4. Unit Conversion Features ( Angle, Area, Energy, Length & a lot more)
#5. Date Difference Calculation
#6. Worksheets
আমার কথা শুনে নিশ্চই এখন মনে করেছেন ইস যদি এইদুটো Windows Vista বা XP তে ব্যবহার করা যেত... যাবে! যাবে! খুবই সহজে... এইজন্য আপনাদের লাগবে .Net Framework 3.5.1 আর কিছু File আপনাদের Windows 7 থেকে ধার নিতে হবে। Just follow these steps :
1. Download and install .Net Framework 3.5.1 in Windows Vista\XP from Microsoft Website.
2. Copy <appname>.exe from Windows 7 (path: C:\Windows\System32\) to Windows Vista\XP (path: C:\Windows\System32\)
3. Copy <appname>.exe.mui (in en-US folder) from Windows 7 (path: C:\Windows\System32\en-US) to Windows Vista\XP (path: C:\Windows\System32\en-US\)
Make sure you are logged in as an administrator account and have given your account full permissions for the files you are replacing.
আপনাদের সুবিধার জন্য আমি নতুন Paint আর Calculator এর .exe আর .exe.mui file গুলি Mediafire এ তুলে দিয়েছি, এগুলো পাবেন এই Link এ. এই Tips টি আমি পেয়েছি Yahoo! Answers এ Search করে। এটি Vista তে পরিক্ষিত... XP তে কাজ করে কিনা তা দেখিনি, কেউ কাজ করাতে পারলে জানাবেন। আশাকরি এই Tips টি আপনাদের কাজে লাগবে।
আমি ToufiqKM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I just completed my Ms in MIS from Daffodil International University. উড়াল দেয়ার ধান্দাসহ ভাল কিছু করার ইছা আছে... a camera shy person.. n have only a limited number of friends coz. I have little or no enemy.. ;) I love technology and I love good tunes.. mostly English songs,...