“Firefox Add-ons – দেখুন আপনার কাজে দেবে নিশ্চয়”

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন। জানি সবাই ভালো আছেন এবং সবাই ভালোর দলে। আশাকরি সবাই ভালো থাকেন।

কাজের কথায় আসি। আমরা যখন কোন সুন্দর ওয়েব সাইট দেখি তখন প্রায় সবারই জানতে ইচ্ছে করে এত সুন্দর সাইটি কী দ্বিয়ে  তৈরী, এই সাইট এ কী কী ব্যবহার করা হয়েছে এবং আরো অনেক কিছু। কিন্তু তা সহজে জানা সম্ভব হয়ে উঠে না। তাই আপনাদরে সাথে আজকে একটি Firefox Add-ons শেয়ার করবো যেটির মাধ্যেমে আপনি খুব ষহজেই জেনে যাবেন সাইটি তৈরী করার জন্য কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্যবহার করা হয়েছে, কোন সারভারে সাইটটি আপলোড করা হযেছে এবং আরো এনক কিছু। তাহলে চলুন Add-ons টি নেওয়া যাক।

Add-ons টি নিতে এখানে ক্লিক করুন। তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে। এখানে +Add to Firefox এ ক্লিক করুন।

তারপর ইন্সটল দিন। ইন্সটল হযেগেলে Firefox রির্স্টাট দিন। ব্যাস কাজ শেষ একন যে কোন সাইট ব্রাউস করুন আর দেখুন 🙂 🙂 🙂 :P। নিচের স্ক্রিন শর্টটা দেখুন। আশা করি বুঝতে পারবেন।

আর যদি কোন প্রবলেম হয় তাহলে কমেন্টস করবেন আমি সমাধান দিব।আর কোন প্রয়োজনে ইমেইল করতে পারেন।

Email: [email protected]

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি মো: জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অত্যন্ত অমূল্যবান ! জীবনে কাউকে কখোনো সাহায্য করতে পারিনি ! আমি একট অপধার্থ ! শুধু এই ব্লগ থেকে অন্য ব্লগে দৈাড়াতে শিখেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Valo.

জাকির কেমন আছ ? খুব ভাল টিউন

Level 0

Thanks apnake.