আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। তবে এটা সম্পর্কে আগে থেকে হয়ত অনেকে জানেন। এই সফটওয়্যারটি নিয়ে
এর আগে টিউন হয়েছে কিনা আমি জানি না। আমি এটা টেকটিউনস এ সার্চ করে পাই নি। এই সফটওয়্যারটির নাম Password Safe 3.20। এর মাধ্যমে
আপনি বিভিন্ন জায়গায় ব্যবহৃত পাসওয়ার্ড, ইউজার নেম, ই-মেইল আইডি, URL Address ইত্যাদি সংরক্ষন করতে পারেন খুব সহজেই।
চলুন দেখি সফটওয়্যারটি কিভাবে কাজ করে।
০১। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
০২। তারপর সফটওয়ারটি অপেন করুন।
যেহেতু আপনি ১ম বারের মত সফটওয়্যারটি ইউজ করছেন সেক্ষেক্রে আপনাকে একটি ডাটাবিজ তৈরী করতে হবে।
এজন্য New Database বাটনটিতে ক্লীক করুন।
০৩। একটি নাম দিয়ে Databaseটি সেভ করুন।
০৪। এবার Database টির জন্য পাসওয়ার্ড দিন। পরে Verify তে আবার লিখুন।
০৫। Add New Entry তে ক্লীক করুন।
০৬। ধরুন আপনি বিভিন্ন Blog এ রেজিস্ট্রেশন করেছেন। এক্ষেত্রে আপনি
Group= Blog লিখতে পারেন।
Title= কোন Blog—তার নাম। যেমনঃ Techtunes।
User Name= ঐ Blog এ ব্যবহৃত user name।
password= ঐ blog এ ব্যবহৃত password।
URL= ঐ Blog এর URL Address
Email=ঐ blog এ ব্যবহৃত Email ID
Note= আপনার প্রয়োজনীয় কোন Note।
সবশেষে OK বাটনে ক্লীক করুন।
০৭। ব্যাস শেষ। এবার দেখুন blog গ্রুপ তৈরী হয়েছে।
এতে ডাবল ক্লীক করলে Techtunes দেখা যাবে।
Techtunes এ রাইট ক্লীক করে Copy User Name to Clipboard সিলেক্ট করুন। অতঃপর তা
techtunes.io এর Log In পেজের User বক্সে Paste করুন। আবার Techtunes এ রাইট ক্লীক করে
Copy Password to Clipboard সিলেক্ট করুন। অতঃপর তা techtunes.io এর Log In পেজের Password বক্সে Paste করুন।
সবর্শেষে File> Exit করে কের হয়ে আসুন।
০৮। আবার Password Safe অপেন করুন। এতে Open Password Database এ আপনার Databaseটি সিলেক্ট করুন।
Safe Combination এ Password টাইপ করে OK বাটনে Database টি Access করতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
আপনাদের সবাইকে ধন্যবাদ।।
সমস্যা হলে বা ভাল লাগলে জানাবেন।
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
আমারত মাথহাডা পুরা খারাপ হইয়া গেছিল ভাই আপনি টিউন কইরেন কিন্তে কেওরে মাইরা টিউন কইরেননা ।