ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং হতে সাবধান!পোস্টটি পরে অভিজ্ঞতা নিন।

সকল পাঠকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার জিবনে ঘটে যাওয়া একটি চরম অভিজ্ঞতার কাহিনী বলবো।কাহিনীটির প্রথমে অনেক কষ্টের থাকলেও পরে সব কিছু বুঝতে পেরে,আমি উপলগ্ধি করলাম এ আমার জিবনের এক চরম অভিজ্ঞতা।অবশ্য আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে।আসলে মানব জীবনে কোন দিন বিপদে না পরলে,সঠিক জিনিসটা সম্পুর্ন বুঝা যায় না ।মুল কাহিনীতে আসি,ঘটনাটা ঘটে গত জুলাই মাসে,সামনের মাসে ঈদ, তাই মাস শেষ হবার আগে সবার কাছে বাড়ি ভাড়া চাওয়া হল।তো আমার ম্যাসের এক ছোট ভাই সে আমাকে বললো ,ভাই আপনার তো ডাচবাংলা মোবাইল ব্যাংক এ অ্যাকাউন্ট আছে। তো আমার বাড়ি থেকে ২২০০ টাকা পাঠাবে,আপনার অ্যাকাউন্ট টা কি ব্যবহার করা যাবে ।আমি একটু মনে মনে ভাবলাম (আমি তো এই অ্যাকাউন্ট কোনদিন ব্যবহার করি নাই) যাক তাহলে এবার টাকা উঠানোর অভিজ্ঞটা হোক ।আমি ওকে ঠিক আছে বললাম । সজিব (ছোট ভাই) ওর বাড়িতে ফোন করে সব ব্যবস্থা করল ।পরের দিন সকাল ১০ টায় আমাকে বললো ভাই চলেন আমার বড় বোন ব্যাংকে আসছে ।আমি বললাম ok চল।আমরা মালীবাগ মোড়ের  ফাস্ট-ট্রাকটিতে গেলাম,এর মাঝে ওর বোনের ফোন আসলো,সে বললো যে আমার দেওয়া অ্যাকাউন্ট নাম্বার এ সে টাকা পাঠিয়েছে । আমারা দেরি না করে বুথ এ গিয়ে অ্যাকাউন্ট নাম্বার ও পাশওয়ার্ড দিয়ে ,আমার অ্যাকাউন্ট এ প্রবেশ করলাম ।তার পর,টাকার ঘরে, যেহেতু ২২০০ টাকা পাঠাইছে সো আমি ২২০০ টাকাই চাপলাম তার পর এন্টার দিতে আমার মোবাইল একটা কল আসলো এবং আমাকে পিন দেওয়ার জন্য অনুরোদ করা হল,আমি দিলাম ,তারপর মিষ্টি সুরে আমাকে ওয়েলকাম জানিয়ে লাইন টি কেটে গেলো ,আমরা তো বুথের মুখের দিকে তাকিয়ে আছি ,টাকা কেন বের হচ্ছে না । এটাকি ৫ মিনিট হয়ে গেলো কিন্তু টাকা কৈ । আবার অ্যাকাউন্ট এ ডুকলাম দেখি পযাপ্ত পরিমানে টাকা নাই,এইতো মাথায় গ্যালো আগুন ধরে ।এখন কি করবো ,দারওয়ানকে বললাম, সে বলল হায়রে ভাই আপনার টাকা তো কাইটা নিয়া গ্যাছে।এবার বুঝেন তো মাথায় কি পরলো ।আর ছোট ভাইয়ের কাছে তো আমি ১ ফুট হয়ে গেলাম।তার পর শুরু হল আমাকে নিয়ে গেম । দারওয়ান কে বললাম ভাই এখন কি করবো,সে বলল আপনারা শান্তি নগর ব্রাঞ্চে জান । দেরি না করে চলে গেলাম ,অফিসার কে বললাম but কেন জানি সে আমাকে মূলায়ন করলো না । তার পর ঐ অফিস এর দারওয়ান আমাকে পরামর্শ দিল যেখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে জান। আমি আবার অফিসার কে বললাম এবার সে অ্যাকাউন্ট টা চেক করে বললো যে আমার অ্যাকাউন্টটে ৯৯ টাকা আছে । আমি তাকে সব বললাম সে তেমন কিছু না বলে বললো কালকে এসে একটা অভিযোগ লিখে যায়েন ।এবার দারওয়ানের কাছে গেলাম সে ঐ আগের কথায়ই বললো,আর দেরী না করে আমি শান্তিনগর থেকে মালিবাগ রেলগেট অফিস এ গেলাম ।গিয়ে সব কিছু বললাম ,তারা আমাকে সান্তনা দিয়ে বললো সমস্যা নেই ।আপনি অভিযোগ ফরম টা পূরুন করে রেখে জান ১৫_২০ দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে। মনে মনে বললাম যাক বাঁচা গেলো ।ফরম পূরন করতে গিয়া আবার দৌড়াতে হল ।অফিসার বললো যেই atm both এ টাকা উঠাতে গিয়েছিলাম তার নাম্বার লাগবে ।আবার গেলাম মালিবাগ মোরে ,নাম্বার লিখে ফরমটা জমা দিয়ে,বাসায় গেলাম ,ছোট ভাইয়ের তো মন খারাপ ।আমি তাকে বুঝালাম , সে আমাকে বললো যে ভাই আমি এখন বাড়ি ভাড়া কিভাবে দিব,আমার দেশে যাওয়ার টাকাও তো নেই । আমি বললাম আচ্ছা,আমি দেখতাসি ।আসলে আমার কাছেও টাকা ছিল না । কি আর করবো বন্ধুর কাছে হাত পাততে হল।কিন্তু মাসের শেষ তাই ওড় কাছেও টাকা নেই। এখন কি করবো,পরে বাসায় গেলাম,সজিব আমাকে বলল যে,আপনার কষ্ট করার দরকার নেই,আমি আমার এক কাকার কাছ থেকে টাকা ধার করে আনব। ওড় কথা শুনে আমি যেন ১ ফুট থেকে ৬ ইঞ্চি হয়ে গেলাম,তখন নিজেকে একটা অপদার্থ মনে হয়েছিলো। যাক তবুও জামেলা তো গ্যাছে ।এর পর ১০ দিন পর আমার নাম্বার এ এসএমএস আসলো যে,আপনার অ্যাকাউন্ট এ ২২০০ টাকা জমা হইসে । এসএমএস টা দেখে খুব ভালো লাগলো ।

এই ছিল আমার ঘটনা । পরে আমি জানতে পারলাম atm both  থেকে টাকা উঠাতে গেলে somehow  কিছু টাকা ভ্যাট কাটে ।আমার ভুল হইছিল ২২০০ টাকাই ২২০০ টাকা চাপা । অবশ্যই এত কিছু পড়ার পর সব বুঝতে পারছেন । আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনার মাথায় কখনো বাঁশ না পরে ।আসলে আমি ভালো করে কথা গুলা গুছিয়ে লিখতে পারি না কিন্তু চেষ্টা করেছি । সকলে ভালো থাকেন,সাবধানে থাকেন । আমার জন্য দোয়া করবেন জানি সবসময় সুখে থাকি। এতখন ধরে কষ্ট করে ঘটনাটা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

Level 0

আমি ব্ল্যাক বয়য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা খুবই স্বাভাবিক ঘটনা ! আমি বুঝলাম না এটাকে কেন আপনি এত ভয়ঙ্করভাবে উপস্থাপনের চেষ্টা করলেন ! আপনি টাকা উইথড্র দিলেন অথচ তার আগে একটু ব্যালান্সটাও চেক করতে পারলেন না ! এটাতে তো আর টাকা লাগেনা । আর আপনি ব্যাঙ্কে গিয়ে কথা বলবেন হেল্প ডেস্কে, তা না করে দারোয়ানের সাথে কি??? আপনি যদি স্মার্টলি আপনার সমস্যা উত্থাপন করতে না পারেন তাহলে ব্যাঙ্ক কেন কোথাও কেউ আপনাকে মূল্যায়ন করবেনা !
যাই হোক আগে নিজে সচেতন হোন ! নিজেকে রক্ষা করতে শিখুন । ধন্যবাদ…

    @নাজমুল হাসান রূপক: ।আমি আসলে,আমার mistake গুলো শেয়ার করলাম ।যাতে অন্য কেউ এই ভুল না করে ।আর আপনি বললেন স্মার্টলি ,হাসি পেল ,আপনি হয় তো জানেন না আমি গ্রামীনফন কল সেন্টারে দীর্ঘ ২ বছর চাকরি করেছি ।আমার মনে হয় না আপনি আমার চেয়ে স্মার্টলি কথা বলতে পারেন । যা হোক comment এর জন্য ধন্যবাদ।

Level 0

duch bangla mobile bank 100% safe.ami nije use kori kono problem face kori nai. Ami najmul vai er comment er sathe akmot.

Level 0

আমার জানা মতে ও 100% save. শুধু শুধু এত দোষ ত্রুটি ভাবে উপস্হাপন করা কোন প্রোয়জন ছিল না।

    @zashid: ভাইয়া আমি তো কোন দোষ দেই নি ।only আমার ভূলের share করেছি ।comment এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

গ্রামীনফন কল সেন্টারে চাকরি করেন ভালো কথা, আপনার চাকরি কি দারোয়ানের সাথে কথা বলা?

    @আশরাফ: ভাই আমি আস।আমি অনেক সহজ ভাবে জীবন যাপন করতে চাই । দারওয়ান তো আমাকে ভূল বলে নি । তার কথায় আমি সঠিক জায়গায় গিয়েছিলাম । আসলে আমাদের মানুষকে ছোট দেখা উচিৎ না ।মানুষই তো দারওয়ান হয়,আবার সেই মানুষ ই প্রেসিডেন্ট । হয় তো বা তার পড়ালেখা করার সামর্থ ছিল না ,কিন্তু আমাদের হয় তো আছে ।এটাই তো পাথক্য , সে গরিব বলে যে ,আমার সাথে কথা বলতে চাইলে আমি যে কথা বলবো না । আসলে এমন মন মানুষীকতা আমার নেই । আর আমি এখানে আমার তিক্ত অভিজ্ঞতা জানাতে চেয়েছিলাম যাতে ভবিষ্যতে কারো হয়রানি না হয় ।কিন্তু আমি বুঝতে পারছি না ,কেন এত বেশি কথা শুনতে হচ্ছে। ও আমি তো ভুলেই গেছিলাম যে এই টা স্বাধীন দেশ । যে যা কিছু করতে পারে , আচ্ছা আপনি ভাবেন তো এভাবে যদি আমরা একজন টিউনার কে ,উৎসাহ না দিয়ে ,উল্টা পাল্টা কথা বলি ,সে কি সাহস পাবে তার মনের যে কথা গুলো আছে টা জানাতে। হয় তো বা আপনাদের আমি অনেক ছোট ,আমার লেখায় পরে যদি আপনি মনে কিছু করেন । আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন।

Level New

nice post.

এটা একটা দুর্ঘটনা মাত্র। আমি ডাচ্-বাংলা অ্যাকাউন্ট করি 2003 সাল থেকে। এটিএম সুবিধার প্রথম থেকেই এটিএম ব্যবহার করি। আমার একটার টাকা আটকা পরেছিলো ইউপিএসে ব্যাকআপ শেষ হয়ে যাওয়াতে।
পরে নিকটস্থ শাখাতে লিখিত অভিযোগ করার পরে কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেয়।
এতে হতাশ হবার কি আছে!!! আপনার কাছে টাকা ছিলো না তাই হইতো বিপদে পরেছিলেন।

আমি বেশ কিছুদিন যাবত ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করছি। কখনো কোন সমস্যায় পড়িনি। এইটা ১০০% সেইফ। কোন সমস্যা নেই…

ধন্যবাদ। সেয়ার করার জন্য।

Level New

আমি বেশ কিছুদিন যাবত ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করছি। কখনো কোন সমস্যায় পড়িনি। এইটা ১০০% সেইফ।

Level New

বিকাশ (Bkash) এর জমানো টাকা উপর ইন্টারেস্ট লোভনীয় ফাঁদ
by আইটি যোদ্ধা • 06/03/2014 • 0 Comments
Share

বাংলাদেশের মানুষের ঘাম জড়ানো কষ্টের টাকা বিকাশ কৌশলে লুটে নেয়ার অভিযোগ অনেক আগে থেকেই আছে বিস্তারিত জানতে এখানে ঢুঁ মারতে পারেন। এবার জমানো টাকা’র উপর ইন্টারেস্ট দেবার লোভনীয় ফাঁদ পেতেছে বিকাশ ! আপনি বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন।

bkashইন্টারেস্ট শুধুমাত্র বিকাশ কাস্টমারের জন্য প্রযোজ্য।

ইন্টারেস্ট রেটঃ
ব্যালেন্স/স্ল্যাব (টাকা) বাৎসরিকহার
১,০০০ – ৫,০০০.৯৯ ১.৫%
৫,০০১ –১৫,০০০.৯৯ ২%
১৫,০০১ – ৫০,০০০.৯৯ ৩%
৫০,০০১ এবং এর অধিক ৪%

উদাহরণস্বরুপ, আপনার বিকাশ একাউন্টে যদি একটি মাসজুড়ে কমপক্ষে ১,০০০ টাকা থাকে, ঐ মাসে ২ টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১.৫% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন।

ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ

আপনার KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে এবং আপনার একাউন্টটি একটিভ থাকতে হবে
মাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “বাইএয়ারটাইম”) করতে হবে
মাসজূড়ে প্রতি দিনশেষে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে
মাসশেষে প্রতিদিনের গড় ব্যাল্যান্সের উপর আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমান হিসাব করা হবে
সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে

ইন্টারেস্ট সেবা চালু করাঃ

উপরোক্ত শর্ত পালনের মাধ্যমে সকল নতুন এবং পুরাতন বিকাশ কাস্টমারগণ তাদের বিকাশ একাউন্টে ইন্টারেস্ট পাবেন। সেবাটি চালু করার জন্যে কিছুই করতে হবেনা।

ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করাঃ

আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে নীচের ধাপগুলো অনুসরণ করুনঃ

আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এ কল করুন
ভাষা নির্বাচন করুন (বাংলার জন্যে ১ এবং ইংরেজীর জন্যে ২ )
জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন
ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্যে ১ চাপুন
ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন (সেবাটি পূর্বে বন্ধ করা থাকলে পুনরায় চালু করতে চাইলে ২ চাপুন)
আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে