Internet Download Manager (IDM) এর Scheduler ব্যবহার করে কোন ঝামেলা ছাড়াই ফাইল ডাউনলোড করুন

অনেকেই জানেন এটা তারপরেও যারা জানেন না তাদের জন্য দিলাম।

IDM Scheduler এর কাজ হল আপনার তৈরি করা Schedule অনুযায়ী IDM কাজ করবে।  আমরা যখন অনেকগুলো file একসাথে Download করি তখন যদি বিদ্যুৎ চলে যায় বা অন্য  কোন কারনে নেট চলে যায় তাহলে দেখা যাবে কোনটার ১০% আবার কোনটার ২০% complete হয়েছে। এমন অবস্থায় আপনি যদি IDM Scheduler ব্যবহার করে  Download করেন তাহলে একটা একটা করে সব ফাইল Downoad হবে। আর এই কাজটি Autmatically করে IDM Scheduler। আপনার কাজ হলো:

১. যখন অনেক ফাইল ডাউনলোড করবেন তখন ডাউনলোড শুরু হলে তা Cancel করুন।

২. তারপর IDM ওপেন করে queues ক্লিক করেন আর main download queues এ Mouse এর Right  button ক্লিক করে Start Now তে ক্লিক করেন। তাহলে ডাউনলোড শুরূ হয়ে যাবে।

৩. আপনি একসাথে যে কয়টা ইচ্ছা ডাউনলোড করতে পারেন. যদি একটা একটা করে করতে চান তাহলে main download queues এ Mouse এর Right button ক্লিক করে Edit queues এ ক্লিক করেন Files in the queues এ ক্লিক করেন আর ডাউনলোড  এর ঘরে 1 সেলেক্ট করে Apply করে Start Now তে ক্লিক করুন।

ব্যস আপনার কাজ শেষ। এখন IDM একটার পর একটা Automatically Download করে নেবে।

Level 0

আমি Shohel746435। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo tune

ধন্যবাদ Jiko……

Level 0

অনেক কাজে লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। আরও ভাল কিছু দেবার চেষ্টা করব।

Level 0

টিউনটি করার জন্য ধন্যবাদ। 🙂
আমি এটা আগে থেকেই ব্যাবহার করি। কিন্তু অনেকেই বিষয়টি জানেনা, তাদের উপকারে আসবে।

    কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

post pore valo laglo

amr jana silo. eita .but post korar jonno donnobad.