Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব-০৪] :: এডমিনিসট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে সমাধান !!!

Slow কম্পিউটার করে নিন Fast

আসসালামু  আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।  ভালো থাকাটাই  সবসময়ের প্রত্যাশা। আমি আইমান। জব এর পাশাপাশি ডেফোডিল এ সিএসই পড়ছি, জব এবং স্টাডি ২টা একসাথে করি বলে নিয়মিত টিউন করার সুযোগ পাইনা। তবু ছুটির দিন কিংবা অবসরে সময় করে চেষ্টা করি টিউন করতে। ইতিপূর্বে আমি কম্পিউটার এর ট্রাবলসুটিং বিষয়ে ৪ পর্বের ধারাবাহিক নিয়ে আলোচনা করেছি।

"কম্পিউটার স্লো মনে হচ্ছে?  এখনি ফাস্ট করে  নিন কয়েকটি উপায়ে" শিরোনামে পর্যায়ক্রমে টিউনটি চলমান থাকবে। এডভান্স এসইও সম্পর্কে আমার প্রচন্ড আগ্রহ, বিজ্ঞ ভাইয়াদের কাছ থেকে এ বিষয়ে সহযোগিতা আশা করছি। মূল কথায় আসি, আপনার কম্পিউটারের এডমিনিসট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন, এখনকি আবার কম্পিউটার এ নতুন করে উইন্ডোজ দিবেন? তাহলে হারাতে হবে জরুরী ডাটা, হয়তোবা আপনার ডেস্কটপেই  রয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ ফাইল। থাকতে পারে সি ড্রাইভ এ মূল্যবান ফাইল, সি ড্রাইভ ফরমেট দিয়ে উইন্ডোজ সেটাপ দিলে আপনার কম্পিউটার ঠিক হবে ঠিকই কিন্তু হারাতে হবে অনেক জরুরী  ডাটা। এখন উচিত এমনভাবে কম্পিউটারটি  তৈরী করা, যেন পাসওয়ার্ড উদ্ধার হয়, জরুরী ফাইল এবং গুরুত্বপূর্ণ ডাটাও রক্ষা করা সম্ভব হয়। কিংবা পাসওয়ার্ড উদ্ধার করতে না পারলেও পাসওয়ার্ড রিমুভ করার পথ খুঁজে বের করা।

চলুন কাজটা শুরু করি। কম্পিউটার অন করে DEL অথবা F2 প্রেস করে বায়োস এ ঢুকুন।  বায়োস সেটিং এ গিয়ে ফার্স্ট বুট ডিভাইস সিডি/ডিভিডি  রম সিলেক্ট করুন। আপনার কম্পিউটার এ অপারেটিং সিস্টেম যেটা দেয়া আছে, সেটার সিডি আপনার সিডি / ডিভিডি রম এ ঢুকান।  সিডি/ডিভিডি  থেকে বুট হওয়ার  পর অপারেটিং সিস্টেম সেটাপ এর কাজ শুরু হবে। আপনাকে নতুন করে অপারেটিং সিস্টেম সেটাপ না দিয়ে R প্রেস করার মাধ্যমে রিপেয়ার দিতে হবে।

এজন্য উইন্ডোজ সেটাপ দেয়ার দ্বিতীয় পর্যায়ে আপনাকে রিপেয়ার অপশনটি সিলেক্ট  করে নিতে হবে। অপারেটিং সিস্টেম সেটাপ এর ধাপ গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। ধাপ গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন To Repair Your Computer Press R আসলেই তখন R চাপতে হবে। মনে রাখবেন আপনার কম্পিউটারের সি ড্রাইভ ফরমেট দিতে যাবেননা তাহলে পুরো উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাবে, পাসওয়ার্ড উদ্ধার কিংবা রিমুভ করার চেষ্টা বিফলে যাবে। অপারেটিং সিস্টেম সেটাপ এর সিস্টেম

অনেকেই জানেন, তাই সকল ধাপগুলো এখানে বিস্তারিত দেখানো হয়নি। শুধু অপারেটিং সিস্টেম সেটাপ শুরু করার প্রথমেই ২য় ধাপ এ R প্রেস করে রিপেয়ার সেটাপ রান করাতে হবে। মনে রাখতে হবে অপারেটিং সিস্টেম সেটাপ শুরু করার ২য় ধাপ, ১ম ধাপেও রিপেয়ার এর অপশন থাকে, তবে সেটি রিকভারি কনসোল, এটিতে এন্টার দিয়ে পরবর্তী ধাপ এ গেলেই রিপেয়ার এর আরেকটি অপশন পাবেন। খেয়াল রাখতে হবে অবশ্যই ১ম ধাপ পার হয়ে ২য় ধাপ এর রিপেয়ার অপশন এর মাধ্যমে রিপেয়ার সেটাপ রান করাতে হবে। R প্রেস  করে রিপেয়ার সেটাপ রান করলে ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন হতে থাকবে। এবার ফাইল কপি হওয়ার সময়  অর্থাত রিপেয়ার সেটাপ রান হওয়ার ঠিক ১০ মিনিট পর আপনার কিবোর্ড থেকে Shift+F10 প্রেস করুন। কমান্ড প্রম্পট ডায়লগ বক্স আসবে।

এখানে একটি কমান্ড লিখতে হবে।  C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন।

আপনার কম্পিউটার এর কন্ট্রোল পানেল এর  ইউজার একাউন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে।

এখান থেকে কম্পিউটার এডমিনিসট্রেটর এ ক্লিক করে রিমুভ পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই আপনার কাজ শেষ। এখন Exit দিয়ে বের হয়ে আসুন। আর অপারেটিং সিস্টেম সেটাপ এর বাকি কাজ শেষ হলেই দেখবেন আপনার কম্পিউটার অন হয়ে আর পাসওয়ার্ড চাচ্ছেনা। আর আপনার কম্পিউটার এর ডেস্কটপ এবং সি ড্রাইভ এর সকল ফাইল সুরক্ষিত অবস্থায়ই আছে। এভাবে অপারেটিং সিস্টেম রিপেয়ার এর মাধ্যমে পাসওয়ার্ড রিমুভ করে আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলো  রক্ষা করতে পারবেন, নতুন করে সেটাপ দেয়ার প্রয়োজন নেই। তাহলে আমও যাবে ছালাও যাবে।

বলা বাহুল্য, এই সিস্টেমটি উইন্ডোজ এক্সপি এর জন্য, তবে উইন্ডোজ সেভেন  এর জন্যও একই সিস্টেম প্রযোজ্য হবে। কম্পিউটার এর বিভিন্ন সমস্যার গ্রহণযোগ্য সমাধানসহ কার্যকর টিপস দিতেই এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টার কিঞ্চিত। পরবর্তিতে আরো ভালো ভালো টিউন করার চেষ্টা করবো।

ধন্যবাদ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এত ঝামেলার দরকার নাই। সেফ মোড এ ঢুকেই পাসওয়ার্ড রিমভ করা যাই ।

Thanks

ধন্যবাদ।

Welx to all.
সেইফ মোড এ ঢুকলেও এডমিনিসট্রেটর পাসওয়ার্ড চাইবে । যদি গেস্ট একাউন্ট অফ থাকে তাহলে সেফ মুডে ঢুকা সম্ভব নয় । ধন্যবাদ । @nayon paka

Level 0

obaid ullah vi, amr akta question ase, jodi answer dan tahole valo hobe, seta holo—
ami 2003 akta server setup korse, abong setar kisu user creat korse, setar permission o dishi, amr 1no pc diye server a in korar jonno adminisitarator interface ta aase, setar user name & password diye tar por server a dukte pari, R jodi 1 no pc te onno kono user diye dukte hoy tahole abar 1no pc log off kore tarpor abar log in kore tarpor server a click korle tarpor abar administrator interface ta aaaase, tokhon_e abar onno kono user name diye server dukte pari, akhone problem holo 1no pc te akta user tar user name & password remember click kore dishe, akhone log off korle o R ——– blank interface ase na ,shudhu sai user e log in korte pare, onno kono user diye log in korar jonno blank interface ase na, amr darona ai j password ta remember holo seta windows ar kothaw to ase ————— seta ki ber kore sekhan thake remove ki kora jay ———— jodi apni jane taken tahole janaben plz , answer a opekahy thaklam , valo thakben .

প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনি সম্ভবত সমস্যাটি গুছিয়ে বলতে পারছেননা । আপনার সার্ভার পিসির অধীনে কয়টি ক্লায়েন্ট পিসি অথবা ইউজার সেটি পরিস্কার নয় । যাইহোক যত টুকু বুঝলাম তাতে মনে হলো আপনার তৈরী করা ইউজার একাউন্ট এর মধ্যে একটি একাউন্ট পরিবর্তন করতে পারছেননা কিংবা ঐ নির্দিষ্ট ইউজার ছাড়া লগইন করা সম্ভব হচ্ছেনা । আপনি কন্ট্রোল পানেল এর ইউজার একাউন্ট চেক করে দেখুন । এডমিনিসট্রেটর হিসেবে লগইন করে আপনার তৈরী করা ইউজার এডিট করে দেখতে পারেন । কন্ট্রোল পানেল এ ইউজার একাউন্ট এর সকল নাম দেখতে পাবেন, সেখানেও ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন । তাছাড়া ডেস্কটপ এ মাই কম্পিউটার আইকন এর রাইট বাটন এ ক্লিক করে মেনেজ এ গিয়ে ইউজার এর প্রপার্টিজ এ গেলেও সকল ইউজার একাউন্ট দেখা যায় । এছাড়া আর কোথাও ইউজার একাউন্ট সংরক্ষিত থাকে কিনা আমার জানা নেই । ধন্যবাদ । @mithushan

Level 0

যদি বাইওস লক করা থাকে তাহলে কী কোন উপায় আছে ?

যদি বায়োস লক করা থাকে, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের মাদারবোর্ড এর যেখানে সিমস বেটারি আছে তার পাশে জাম্পার গুলো খুলে রিসেট করে দিতে হবে। অথবা সিমস বেটারি খুলে বেটারি লাগানোর দুই প্রান্ত অন্তত ৫ মিনিট সর্ট করে রাখতে হবে । তারপর আবার বেটারি লাগিয়ে দিন । এরপর দেখবেন বায়োস আর লক করা নেই, তাছাড়া বায়োস এ কোনো পাসওয়ার্ড দেয়া থাকলেও সেটিও রিমুভ হয়ে যাবে । টেকনিকেল সমস্যার সমাধান নিয়ে আমার এ ব্লগটিও দেখতে পারেন । http://bd-techsolution.blogspot.com/ ধন্যবাদ । @Anwar

Level 0

চমৎকার আইডিয়া

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । @somoy

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

হিরেনস বুট সিডি দিয়ে সহজেই করা যায়। http://www.shamokaldarpon.com/?p=1966

Level 0

ভাই যদি পারেন ইউসার পাসওয়ার্ড সম্মন্ধে কিছু বলুন।এটই ভুলে গেলে কি করব?উত্তর এর অপেক্ষায় প্রিয় তে তুলে রাখলাম।

Level 0

আমি Windows 8 and 8.1 use করি।