বিপ ! রহস্যের সমাধান নিয়ে নি এক্ষুনি

প্রায়ই অনেককে বলতে শোনা যায় যে, কম্পিউটার – এ বিপ দিচ্ছে আর কম্পিউটারও চালু হচ্ছেনা। এখন আপনি যদি জেনে থাকেন কোন বিপ দিয়ে কি বোঝায় হয় তাহলে খুব সহজেই নিজেই বুঝতে পারবেন কম্পিউটার কেন চালু হচ্ছেনা। তাহলে চলুন জেনে নেই . . .

    ১ টি সর্ট বিপঃ কম্পিউটার সঠিকভাবে বুট করেছে।
    ২ টি সর্ট বিপঃ CMOS এরর।
    ১ টি লং ১ টি সর্ট বিপঃ DRAM অথবা লজিকবোর্ড এরর।
    ১ টি লং ২ টি সর্ট বিপঃ গ্রাফিক্স বা মনিটর এরর।
    ১ টি লং ৩ টি সর্ট বিপঃ কি-বোর্ড এরর।
    ১ টি লং ৯ টি সর্ট বিপঃ BIOS রম এরর।
    চলমান লং বিপঃ DRAM এরর।
    চলমান সর্ট বিপঃ পাওয়ার এরর।

প্রথম প্রকাশিত - টিউনারপ্রেসে

তো এবার থেকে সমস্যা নিজেই সমাধান করে ফেলুন।

Level 0

আমি বিস্ময় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি আগেই প্রাকাশিত হয়েছিল ।

জানি , এটা যারা যারা জানে না তাদের জন্য ।

Thank you

Level 0

@galib007 Good

Level 0

Amar computer a 2 ta short bip disse . Er somadhan ki ?…

বিপ দিয়ে কোনো সমস্যা করে ।

Level 2

ami koekta jantam. sobgula jantam na. thanks for post.