আসসালামু আলাইকুম ভাইরা আমি একটা সমস্যায় ভুগতেছিলাম। তা হলো আমি Windows-7 Eternity use করতেছি। Local Disk(C)/Local Disk(C)/Local Disk(E)/Local Disk(F) এগুলো রিনেম করে ভিন্ন ভিন্ন নাম দিলে কোন পরিবর্তন হতনা। ঠিক নিচের ছবির ন্যায়।
সমস্যাটা কি বুঝতে না পেরে Techtune এর হেল্প বিভাগের সাহয্য নিই। কিন্তু কোন সমাধান মেলেনি। যাইহোক নিজে চেষ্টা করে এর একটি ফল বের করি। যদিও অনেক সময় ও চিন্তা উভয়ই ব্যয় হয়েছে। আপনার যারা Windows-7 ব্যবহার করেন তারা যদি এ সমস্যায় ভোগেন তা হলে তার জন্য একটু হলেও উপকার হতে পারে। আপনার যা করতে হবে তা হল প্রথমে নিচের ছবিটি ফলো করুন
-
এখন Search বারে গিয়ে AlbumArtSmall লিখে Enter দিয়ে অপেক্ষা করুন এবং AlbumArtSmall নামসহ যে সব ফাইল,পিকচার বের হবে তা ডিলেট করুন। হুবহু Folder.jpg লিখে Search করুন এবং যে পিকচার বের হবে তা ডিলিট করুন। আর autorun.inf যে অপ্রয়োজনীয় ফাইলগুলি আছে তা ডিলেট করুন। ব্যাস কাজ শেষ। এখন C/D/E/F/G Drive এ যে নাম ইচ্ছে লিখুন মনে হয় থাকবে। আমারটা তো এভাবেই হয়েছে।
আমি Emrul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।