ফায়ারফক্স সহ বিভিন্ন প্রোগ্রামের আইকন পরিবর্তন হয়ে গেছে-চলুন সমাধান করি

মাঝে মধ্যে দেখা যায় Start Menu, Desktop বা pin to taskbar এ কোন প্রোগ্রামের আইকন পরিবর্তন হয়ে গেছে এতে পুরনো আইকনটি পরিবর্তন হয়ে সাদা রঙ এর আইকন দেখা যায়। বিশেষ করে Windows 7 এ সমস্যাটি বেশি হয় অনেক চেষ্টার পরও যখন সমাধান করা যায় না তখন যেকোন ইউজার বিরক্তবোধ করবেন এটা স্বাভাবিকই বটে এটি IconCache সমস্যার জন্য হতে পারে, কেউ ডিফল্ট আইকন পরিবর্তন করে ফেললে হতে পারে, আইকনের লোকেশন পরিবর্তন হয়ে গেলে বা আইকনটি ডিলিট হয়ে গেলে হতে পারে বিশেষ করে IconCache সমস্যার জন্য বেশি হয় তাই IconCache পরিস্কার করলে সমস্যাটি সমাধান হয়ে যায় এটি Manually করা যায় তবে নতুন ইউজার হলে হয়তো কঠিন হতে পারে তাই আমি ছোট্ট একটি টুল তৈরি করেছি যার মাধ্যমে IconCache সমস্যাটি সহজে সমাধান করা যাবে

১। আমার তৈরি টুলঃ
আমার তৈরি টুলটি দিয়ে IconCache সমস্যা সমাধান করে আশাকরি আগের মত আইকন ফিরিয়ে আনা যাবে। টুলটি খুবই ছোট্ট। নিচের লিংক থেকে Fix Icon Problem নামের জিপ ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন [ডেস্কটপে রাখলে রান করতে সুবিধা হয়]। ওখানে Windows 7 আর XP’র জন্য আলাদা ফাইল তৈরি করেছি। প্রয়োজনীয় ফাইলটি রান করতে হবে। রান করার আগে আপনার অন্য সব প্রোগ্রাম বন্ধ করে ফেলুন। কারণ টুলটি সব খোলা প্রোগ্রামকে অটোমেটিক বন্ধ করে ফেলবে। এতে এমএসওয়ার্ড বা এরকম অন্যকোন প্রোগ্রাম খোলা থাকলে আপনি সেভ করার সুযোগ পাবেন না। তারপর আমার টুলটি রান করুন। নিচের মত মেসেজ আসবে। কী -বোর্ড থেকে যেকোন একটি কী চাপুন। তাহলে টুলটি রান হবে।
মেসেজ দেয়ার কারণ হলো আপনি ভুলক্রমে যদি কোন প্রোগ্রাম খোলা রাখেন তাহলে বন্ধ করতে পারবেন। রান করার পর পুরো ডেস্কটপ রিফ্রেশ হবে এবং আপনার হারানো আইকন ফিরে পাবেন। প্রয়োজনে পিসি একবার রিস্টার্ট দিয়ে দেখুন। আপনার সমস্যাটি যদি IconCache এর কারণে হয়ে থাকে তাহলে এ পদ্ধতিতে অবশ্যই কাজ হবে। আর তাতে কাজ না হলে আইকন পরিবর্তন করে দেখুন। এ জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
২। আইকন পরিবর্তন করাঃ
কেউ ডিফল্ট আইকন পরিবর্তন করে ফেললে, আইকনের লোকেশন পরিবর্তন হয়ে গেলে বা আইকনটি ডিলিট হয়ে গেলেও আইকন সমস্যা দেখা দিতে পারে। এ জন্য নিচের কাজগুলো করে পুরনো আইকন সেট করতে পারেন। তাছাড়া নিজের পছন্দমত আইকন দেয়ার জন্যও নিচের কাজগুলো কাজে লাগবে।
১। যে প্রোগ্রামের আইকন পরিবর্তন করতে চান তার উপর রাইট ক্লিক করুন। তাহলে নিচের মত উইন্ডো আসবে।
২। Shortcut Tab এর নিচে Change Icon এ ক্লিক করুন। নিচের মত আসবে। ওখান থেকে পছন্দের আইকনটি দেখিয়ে দিন। তারপর OK>Apply>OK দিন।
যদি আরো আইকন চান তাহলে Brows বাটনে ক্লিক করে আপনার পছন্দের প্রোগ্রাম ফোল্ডারটিতে গিয়ে নির্দিষ্ট আইকনটি দেখিয়ে দিন। অথবা নিজের বানানো আইকন থাকলে তাও দিতে পারেন। আইকন তৈরির জন্য সাধারণত 32 থেকে 256Pixel পর্যন্ত আইকনের সাইজ ব্যবহার করতে পারেন।
৩। Shortcut link পরিবর্তন করার জন্যঃ
যদি কখনো Shortcut link পরিবর্তন হয়ে যায় তাহলে Default_LNK_(Shortcut).reg ফাইলটি ডাউনলোড করে রান করুন। পিসি রিস্টার্ট দিন। রেজি ফাইল কিভাবে রান করে তা দেখার জন্য রেজিস্ট্রি সেভ, রান, এডিট, তৈরিকরে যেভাবেপোষ্টটি দেখতে পারেন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ…অনেকদিন ধরে এর সমাধান খুজতে ছিলাম।

কামরুল ভাই দারুন একটি সমস্যার সমাধান দিলেন, আপনি আসলেই একজন বস

অনেক ধন্যবাদ…অনেকদিন ধরে এর সমাধান খুজতে ছিলাম।

Level 0

vaia onek onek onek dhonnobad..ami ajkei ei problem e porsilam r windows setup deyar kotha vabsilam..thik tokhoni apnar ei post ta dekhlam r problem ta solve kore fellam…many many thanks again 🙁

হুম কাজ হয়েছে। 😀
অনেক ধন্যবাদ।

Level 0

কামরুল ভাই আপনার বুদ্ধিদীপ্ত টিউনের জন্য আপনাকে ধন্যবাদ। এটার সমস্যার সমাধান তো হলো কিন্তু হার্ডডিস্কের বা লোকাল ডিস্কের আইকন চেঞ্জ হয়ে ওয়্যারলেস মডেমের মতো হয়ে গেলে সেটার ব্যবস্থা কি করা যায় বলেন তো?

    Level 2

    @Shafiqul: আপনার হার্ডডিস্কে বা লোকাল ডিস্কে একটি অটোরান ফাইল আছে। ওটা মুছে দিন। ফাইলটি হিডেন থাকতে পারে।