আসসালামু আলাইকুম। আপনাদের প্র্যাকটিস ভালই চলছে আশাকরি। বেশি লাভের আশায় বেশি বেশি কিছু করতে যাবেন না। সপ্তাহে ৫ দিনই যথেষ্ঠ। তবে পর পর দু’দিন গ্যাপ রাখবেননা।
যারা খুব উঁচু মানের মার্শাল আর্ট ডিগ্রী চান তাঁদের উচিত হবে কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া। কিন্তুআক্রান্ত হলে যেন বোকার মত দাঁড়িয়ে দাঁড়িয়ে মার না খান সেজন্যেই আমার এই প্রচেষ্টা। সবচেয়ে যেটা আপনার বেশি দরকার তা হচ্ছে সাহস! একজন ভীতু যতই বডি বিল্ডার হোক বা মারামারিতে এক্সপার্ট হোক- সাহস না থাকলে তার কোন দামই নাই। আমি চাই আপনি বুদ্ধিমান ও সাহসী হোন। পেটে পিস্তল বা ছুরি ধরে আছে। এমন অবস্থায় অতি সাহসীদের প্রায় প্রান হারাতে হয়। ছিনতাইকারী যদি মানিব্যাগে সন্তুষ্ট হয়ে চলে যায়- যাক না। নিজের প্রানের চেয়ে টাকার মূল্য কত টুকু? কিন্তু পরিস্থিতি এমন যে মূল উদ্দেশ্য আপনাকে খুন করা বা ধোলাই দেওয়া সেক্ষেত্রে আপনার সাহসী প্রতিবাদ অর্থাৎ লাথি, ঘুষি তাদের অবশ্যই চমকে দেবে। সাধারনত: দেখা যায়, একজনকে সাধারনত: কয়েকজন মিলে মারতে আসে। সেক্ষেত্রে তারা যদি অস্ত্রধারী হয় তাহলে দৌড়ে পালানোর চেষ্টা করা যেতে পারে। যদি না সে সুযোগ না থাকে তাহলে লড়াই এ নেমে পড়ুন। তবে একসাথে বেশ কয়েকজনকে কাবু করতে হলে আপনাকে মার্শাল আর্টে খুব দক্ষ হতে হবে। সেজন্য প্রয়োজন একনিষ্ঠভাবে লেগে থাকা আর অসীম সাহস। যদি বুঝেন মারামারি করতেই হবে তাহলে ওদের আগে আপনিই আঘাত করুন। যারা মাস্তানি করে তাদের বেশির ভাগই গাঁজা ফেন্সিডিল খেয়ে শরীরের বারোটা বাজিয়ে রাখে। কিন্তু গডফাদার, কথার জোর আর খানিকটা গাঁজার নেশায় তারা নিজেদের অনেক কিছু ভাবে। আসলে আপনার একটা প্রচন্ড ঘুষি বা লাথিতেই তারা কুপোকাত হতে পারে।
কিন্তু ঐ যে বললাম শক্তি থাকলেও সাহস থাকেনা। সাহস বৃদ্ধির জন্য মনে মনে সবসময় বলুন, আমি সাহসী, আমি নির্ভীক। নামাজ পড়লে আপনার শারীরিক ও আত্মিক উন্নতি হয়। সেজদারত অবস্থায় আল্লাহ্ সুবহান্নাল্লাহ তায়ালাকে বলুন, হে আল্লাহ্! আপনি আমার সাহস বাড়িয়ে দিন।
ইনশাল্লাহ্ এতে আপনার সাহস বাড়বে। পরীক্ষিত ব্যাপার!!
এখন দেখবো মানুষের কোন অংশগুলোতে আঘাত করলে তার বারোটা বাজানো যাবে। এখানে আপনি কিন্তু বহু বছরের পরীক্ষিত পদ্ধতি শিখছেন। বন্ধু বান্ধবকে হঠাৎ মেরে এর ক্ষমতা পরীক্ষা করতে যাবেননা। বন্ধুকে নিয়ে প্র্যাকটিস করবেন কিন্তু একে অন্যকে প্রচন্ড জোরে মারবেননা।
উপরের ছবিতে দেখছেন পায়ের কোন জায়গা গুলোতে মারতে হয়। পায়ে মারলে মরে যাবার ঝুঁকি নেই অথচ আত্নরক্ষার জন্য এই সব জায়গায় মেরে আপনি পালানোর যথেষ্ঠ সময় পাবেন। প্রচন্ড জোরে মারার ক্ষমতা থাকলেই হবে।
কাল আবার নতুন কিছু শিখব। আল্লাহ্ হাফিজ।
আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সপ্লোরার......
Superb. carry on bossss