Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব-০৩] :: সাথে একটি মেগা টিউন

Slow কম্পিউটার করে নিন Fast

আসসালামু  আলাইকুম ।  সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই  ।  ভালো থাকেন এটাই আশা করি সবসময় ।  আজ আমি গুরুত্বপূর্ণ  আরেকটি  টিউন করব এবং পর্যায়ক্রমে চলতে  থাকা  টিউন এর  এটি  তৃতীয় পর্ব  ।

আমরা  কম্পিউটার এ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি, আর কাজ করতে গিয়ে নানা সমস্সায় পড়ি   ।  যার  মধ্যে  অন্যতম   ভাইরাস  এর সমসসা,  ভাইরাস এর আক্রমনে   বারংবার   অপারেটিং সিস্টেম ও সেটাপ দিতে  হয় আমাদের  । পেন ড্রাইভ কিংবা ইন্টারনেট  থেকে ভাইরাস ঢুকে কম্পিউটার স্লো করে দিচ্ছে প্রতিনিয়ত ।   এজন্য  ভালো পরামর্শ হচ্ছে  এফেক্টিভ  লাইসেন্স কৃত এন্টিভাইরাস  বেবহার করা ।  এজন্য  হাজার খানেক টাকা খরচ হলেও আপনার কম্পিউটার থাকবে  অনেকটাই নিরাপদ  ।  ধরুন, আপনি এমন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হযেছেন যার কারণে আপনার পেন ড্রাইভ এর কোনো ফাইল শো  করছেনা  ।  আর ফোল্ডার  অপশন এ গিয়ে শো হিডেন ফাইল  দিয়েও কাজ  হচ্ছেনা কিংবা   শো করলেও ফাইল গুলো হিডেন ফাইল এর  মতই  হয়ে আছে, ফলে অন্য কোনো কম্পিউটার এ পেন ড্রাইভ লাগালে কোনো ফাইল শো করেনা বা হিডেন দেখায় ।

 

ফাইল কিংবা ফোল্ডার ভাইরাস দ্বারা আক্রান্ত হবার কারণে এমনটি হচ্ছে।  ফাইল বা ফোল্ডার এর   এট্রিবিউট  চেঞ্জ হয়ে গেছে । এ ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনি চেষ্টা করেও ফোল্ডার এর  এট্রিবিউট বা প্রপার্টিস চেঞ্জ করতে পারছেননা । রিড অনলি এবং হিডেন দুটি অপশন-ই  ডিজেবল অবস্থায় আছে । হিডেন ফাইল গুলোকে সাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত এমনটাই হতে থাকবে ।  এমন  সমস্সায় পড়লে   নিচের  নির্দেশ গুলো  অনুসরণ   করুন   ।

নিচের লিঙ্ক এ ক্লিক করে i -Reset  সফটওয়ারটি  ডাউনলোড করে নিন  ।

iReset v1.3 - Files & Folders Reset Tool

মাত্র ৬৮ কিলো বাইট এর একটি সফটওয়ার  ।  ডাউনলোড করতেও মাত্র কয়েক সেকেন্ড লাগবে।  সফটওয়ারটি ছোট হলেও ভালো কাজ করে,  সফটওয়ারটি  ডাউনলোড  হয়ে গেলে রান করে ওপেন করুন  ।  এবার আপনার পেন ড্রাইভ এ যান হিডেন ফোল্ডার  গুলো একটি একটি করে  ওপেন হওয়া সফটওয়ার  এর মাঝখানের  + চিন্ন সম্বলিত আইকন এ ড্রাগ করে ছেড়ে দিন আর  Reset অপশন এ ক্লিক করুন  । রিসেট হওয়ার পর সয়ংক্রিয়ভাবে i-Reset এর  সাইট ওপেন হলে অফ করে দিন ।   এভাবে আপনার ফোল্ডার এর পাশাপাশি ফাইল গুলোও সব রিসেট হয়ে যাবে । এরপর দেখতে পাবেন আপনার সকল ফাইল এবং ফোল্ডার সাভাবিক হয়ে গেছে, হিডেন অবস্থায় আর নেই । আপনি ফোল্ডার অপশন এ গিয়ে ডোন্ট শো হিডেন ফাইল অপশন সিলেক্ট করে ওকে করলেও আপনার ফাইলগুলো সাভাবিক অবস্থায়ই থাকবে, আর হটাত করে গায়েব হয়ে যাবেনা । আপনি চাইলে এখন ফোল্ডার এর প্রপার্টিস এ গিয়ে রিড অনলি,  হিডেন  এসব অপশন অনায়াসেই চেঞ্জ করতে পারবেন  ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পিসি অন করার কিছুক্ষন পর মাই কম্পিউটার এ গেলে খালে Loading দেখাই Hard Disk drive গুলো দেখায় না আমি কিভাবে এ সমস্যা থেকে পরিত্রান পেতে পারি বলবেন কি?

আপনার সমস্সাটি ভাইরাস জনিত সমস্সা বলে মনে হচ্ছে, অনেক সময় ডাটা কেবল লুজ হওয়ার কারনেও এমনটি হয়ে থাকে । আপনি এখন এন্টিভাইরাস দিয়েও খুব একটা কাজ হবেনা । এমন পরিস্থিতিতে সাধারণত সফটওয়ার ইনস্টল হতে ঝামেলা করে । আপনার হার্ড ড্রাইভ এর ডাটা কেবল খুলে ভালো করে লাগান আর বায়োস সেটিং রিসেট করে দেখুন কাজ না হলে হার্ড ডিস্ক ফরমেট দিয়ে নতুন করে উইন্ডোজ দিন, আশা করি সমাধান হয়ে যাবে ।

Level 0

হার্ড ডিস্ক ফরমেট করে নতুন করে উইন্ডোজ দিয়ে কম্পিউটার ঠিক করা হল এক ধরনের” short cut” আমরা সঠিক এবং কার্যকরি সমাধান চাই আপনাদের কাছে।

আপনার সাথে আমি একমত । কিন্তু উইন্ডোজ সেটাপ দেয়াকে শেষ চিকিত্সা হিসেবে ধরে নিতে পারেন। তার আগে বিভিন্নভাবে ট্রাই করে দেখা উচিত, কাজ না হলে তখন সর্টকাট এর পথ বেছে নেয়াটা বাঞ্চনীয় । পর্যায়ক্রমে সেরকম টিপসও দেয়ার চেষ্টা করব, ধন্যবাদ ।

    @Obaid Ullah Aiman: না হল না ফুল Scan করার পর ৩৪ টা ভাইরাস পেল এবং সেগুলো মুছে ফেললাম তাও একি অবস্থা হচ্ছে এখন কি করা যায়

আপনি এন্টিভাইরাস কোনটি বেবহার করছেন তা বলেননি, লাইসেন্স কৃত এন্টিভাইরাস হলে সবচেয়ে ভালো হয় । অন্য এন্টিভাইরাস গুলো স্কান করলেও সব ভাইরাস ক্লিন করতে পারেনা, তাছাড়া উইন্ডোজ কিংবা সফওটয়ার এর গুরুত্বপূর্ণ ফাইলও করাপ্ট করে ফেলে । আপনার ডেস্কটপ এ মাই কম্পিউটার এর প্রপার্টিস এ গিয়ে মেনেজ এ ক্লিক করুন, ডিস্ক মেনেজমেন্ট সিলেক্ট করে দেখুন আপনার হার্ড ড্রাইভ এর ড্রাইভ শো করে কিনা । না করলে ধরে নিতে হবে আপনার হার্ড ড্রাইভ আন পার্টিশনড হয়ে গেছে । এটি নিশিত হয়ে নিন । তারপর বাকি কাজ করুন ।

@S.M Tanvir Ahmed আপনাকে অভিনন্দন ।

thnax

আমার পিসি অন করার কিছুক্ষন পর মাই কম্পিউটার এ গেলে খালে Loading দেখাই Hard Disk drive গুলো দেখায় না আমি কিভাবে এ সমস্যা থেকে পরিত্রান পেতে পারি বলবেন কি?

@Obaid Ullah Aiman ভাই ধন্যবাদ টিউনের জন্য ………………….. ভাই ধন্যবাদ টিউনের জন্য………………ভাই ধন্যবাদ টিউনের জন্য

Level 0

valo tune upokara asba .