অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভগুলো ওপেন হয় না । ওপেন করতে গেলেই দেখায় open with । এটা আসলেই একটা বিরক্তিকর অবস্থা । এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য । তাই আমাদের পিসির c,d,f বা এই জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি । তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন ।
নিচে সহজ সমাধানগুলো দেয়া হল :
ক ) Run এ গিয়ে টাইপ করুন cmd ( দেখবেন কমান্ড প্রমোট ওপেন হয়েছে ) ।
খ ) এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন । ( কোটেশন দিবেন না ) ।
গ ) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন ।
ঘ ) এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf.
ঙ ) এবার টাইপ করুন del autorun.inf.
ব্যস আপনার কাজ শেষ । আপনি এখন নিচিন্তে আপনার সব ড্রাইভগুলো ওপেন করুন ।
প্রথম প্রকাশিত - টিউনারপ্রেসে
সবাইকে ধন্যবাদ ।
আমি বিস্ময় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Welcome to TechTunes
good tune! But aage publish hoisilo.