সুপ্রিয় টেকটিউনারগণ, আমরা অনেকেই স্কাইপ,ইয়াহু ইত্যাদি ম্যাসেঞ্জার সমূহতে বন্ধুদের সাথে টেক্সট চ্যাটিং বা ভয়েস চ্যাটিং করে থাকি।আমরা এও জানি যে স্কাইপ,ইয়াহু ইত্যাদি ম্যাসেঞ্জাসমূহতে ভিডিও চ্যাটিং করার ও সুবিধা রয়েছে।কিন্তু এখন যদি আপনাকে কোন ফ্রেন্ড যদি ভিডিও কল করে তখন কি করবেন???অগত্যা কেটে দিয়ে ভয়েস চ্যাটিং করা ছাড়া উপায় নেই।কারণ আপনার কাছে ওয়েবক্যাম নেই।কিন্তু চিন্তার কোন কারণ নেই,কেননা এখন আপনি আপনার চাইনিজ মোবাইলকেই ওয়েবক্যাম বানিয়ে ব্যবহার করতে পারেন।
যদিও আমরা অনেকেই জানি চাইনিজ মোবাইলের ক্যামেরার মান ততটা ভাল থাকে না।তবুও প্রবাদে আছে না, "নাই মামার চেয়ে কানা মামা ভাল"।
যা যা লাগবেঃ ১. একটা চাইনিজ মোবাইল
২. ডাটা ক্যাবল
বিঃদ্রঃ আমি এখানে সিম্ফোনি S110 মোবাইলটি ব্যবহার করেছি।
কার্যপদ্বতিঃ আপনার চাইনিজ মোবাইলটিকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে "সাইবারলিংক ইউক্যাম" সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে।আমি এখানে সাইবারলিংক ইউক্যামের ভার্সন ৩ ব্যবহার করেছি।
ডাউনলোড লিংকঃ
১. Cyberlink YouCam v3.0.1811.7429-DVT + Serial (4shared Link)
২. Cyberlink YouCam v3.0.1811.7429-DVT + Serial (RapidShare Link)
ডাউনলোড করা শেষ হলে এখন ইন্সটল করুন।মিডিয়াফায়ারের কোন লিংক পাই নি।এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
এ্যাক্টিভেশনঃ YK4694178987463M
১. সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করার পর এই বক্সটি প্রদর্শিত হবে।এখানে নেক্সট দিয়ে সামনে অগ্রসর হোন।
২. এরপর লাইসেন্স এগ্রিমেন্টের বক্স প্রদর্শিত হবে।এখানে "Yes" দিন।
৩. এইখানে আপনার/যে কোন ইউজার নেম দিন।কোম্পানী নেম যা আছে তাই দিন।এরপর কোড দিয়ে নেক্সট দিন।
৪. এখন আপনি এটিকে আপনার হার্ডডিস্কের কোথায় ইন্সটল করতে চান সেটি দেখিয়ে দিন।যদি ডিফল্ট রাখতে চান তাহলে নেক্সট দিয়ে দিন।
৫. প্রোগ্রাম ফোল্ডারের যা নাম আছে তাই রেখে নেক্সট দিন।
৬. অতঃপর ইন্সটলেশন প্রক্রিয়া শুরু হবে।
ইন্সটলেশন সম্পন্ন হতে কিছু সময় অপেক্ষা করা লাগবে।
৭. ইন্সটলেশন প্রক্রিয়া শেষ হলে "View the Readme file" থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে "Finish" এ ক্লিক করুন।
৮. এরপর সাইবারলিংক রেজিঃ এর একটি বক্স অপেন হবে।এখানে আপনার/যে কোন নাম,ইমেল আইডি দিয়ে "Register Now" ক্লিক করুন।
৯. রেজিষ্টার করার পর "CyberLink YouCam" যে সফল ভাবে রেজিষ্ট্রেশন হয়েছে এ সর্ম্পকিত একটি বক্স প্রদর্শিত হবে।OK দিয়ে দিন।
১০. রেজিঃ বক্স ওকে করার পর মূল সফটওয়্যারটি প্রদর্শিত হবে।এখানে তখন কোন ওয়েবক্যাম লাগানো হয় নি বিধায় ঐ বার্তাটি প্রদর্শন করছে।এখানে ওকে দিয়ে দিন।এভাবে সফটওয়্যার টিকে রেখে দিন।ক্লোজ করে দিবেন না।
১১. এখন আপনি আপনার চাইনিজ মোবাইলটিকে ডাটা ক্যাবল দ্বারা সংযুক্ত করে পিসিতে লাগাবেন।মোবাইলটি যখন ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে কানেকশন দিবেন তখন মোবাইল থেকে তিনটি অপশন প্রদর্শন করবে।অপশন গুলোঃ
ক. Mass storage (এটি আপনার মোবাইলের ফোন ও মেমরি কার্ড অপশন)
খ. Webcam (এটি হচ্ছে মোবাইলের ক্যামেরা কে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করার অপশন)
গ. Com Port (মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করতে চাইলে এই অপশন)
এখান থেকে "Webcam" অপশনটি সিলেক্ট করুন।সিলেক্ট করার কিছুক্ষণ পর অটোম্যাটিক্যালি ড্রাইভার ইন্সটল হওয়া শুরু করবে।অতঃপর "CyberLink YouCam" সফটওয়্যারটিতে আপনার মোবাইলের ক্যামেরা যে ওয়েবক্যাম হিসেবে ডিটেক্ট হয়েছে সে সংক্রান্ত একটি বার্তা প্রদর্শন করবে।ঐখানে "Yes" দিন।
১২. কিছুক্ষণ পর আপনার মোবাইলের ক্যামেরা থেকে ধারণকৃত মুভমেন্ট সরাসরি প্রদর্শন করবে।
এভাবে আপনি আপনার মোবাইলের ক্যামেরা কে ওয়েবক্যাম হিসেবে কাজ করানো শুরু করালেন।কিন্তু এখনো শেষ হয় নি।
*স্কাইপে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারঃ প্রথমে আপনি আপনার স্কাইপ আইডি ও পাস দিয়ে লগ-ইন করুন।এরপর স্কাইপের "Tools>Option>General>Video Setting" এ যান।ঐখানে "CyberLinkl Web Camera Filter" এবং আপনার কানেক্টকৃত মোবাইলের ওয়েবক্যামের দুটি অপশন পাবেন।সেখান থেকে আপনার কানেক্টকৃত মোবাইলের ওয়েবক্যামের যে অপশন টি প্রদর্শিত হবে সেটি সিলেক্ট করে "Save" দিয়ে দিন।
*ইয়াহু ম্যাসেঞ্জারে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারঃ আপনার ইয়াহু ম্যাসেঞ্জারে আইডি ও পাস দিয়ে লগ-ইন করুন।অতঃপর "Messenger>Preferences (Ctrl+Shift+P)>Video & Voice" এ যান।এখন Camera থেকে আপনার কানেক্টকৃত মোবাইলের ওয়েবক্যামের অপশনটি সিলেক্ট করুন।"Test Devices" এ ক্লিক করুন।আরেকটি বক্স অপেন হবে।ঐখানেও আপনার কানেক্টকৃত মোবাইলের ওয়েবক্যামের অপশনটি সিলেক্ট করে "Finish" এ ক্লিক করুন।এরপর "Apply" এবং "OK" দিয়ে বের হয়ে আসুন।
এভাবেই আপনি আপনার মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সবার সাথে ভিডিও চ্যাটিং ও করতে পারবেন।উইন্ডোজ এক্সপিতে ওয়েবক্যাম হিসেবে চাইনিজ মোবাইল গুলো সরাসরি ডিটেক্ট করে।কিন্তু উইন্ডোজ ৭ এ ঝামেলা করে।এই সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজ ৭ চাইনিজ মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ডিটেক্ট করেছে।
বিঃদ্রঃ যে সকল চাইনিজ মোবাইলে "Webcam" অপশনটি নেই সে সকল মোবাইল কে "Webcam" হিসেবে ব্যবহার করা যাবে না।আমার দেয়া পোস্ট টি আপনাদের কাজে লাগলে পোস্ট টি পরিপূর্ণতা পাবে।ধন্যবাদ।
😀 হ্যাপি ভিডিও-চ্যাটিং 😀
আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়াও…মজার টিউন !!