(হাই আমি নিবিড় সিকদার আমার পোস্টে আপনাকে স্বাগতম )
আপনিতো অবশ্যই গুগল বাংলা ট্রান্সলেটের কথা জানেন Google Translate অনেক আগেই বাংলা কে যোগ করেছে। আপনি এর মাধ্যমে প্রায় ৫০টিরও বেশী ভাষাকে বাংলায় অথবা বাংলাকে ৫০টিরও বেশী ভাষায় রূপান্তর করতে পারবেন।শুধু বাংলা অনুবাদ না আপনি ইংলিশ শব্দের উচ্চারণ ও শুনতে পারবেন (শব্দের উচ্চারণ শোনার জন্য বক্সের নিচে ডান পাশে audio icon ক্লিক করুন ) এক্ষুণি ট্রান্সলেট করতে চলে যান Google Translate যাওয়ার জন্য এখনে ক্লিক করুন।
এবার কাজের কথা বলি কি ভাবে আপনি Google Translate দিয়ে বাংলা লিখবেন
প্রথমে Google Translate যান তারপর ভাষা সিলেক্টে from-এ সিলেক্ট করুন bengali, আর to - তে সিলেক্ট করুন English কাজ শেষ।আবার লেখা শুরু করুন।
যে ভাবে আমরা english alphabet দিয়ে বাংলা লিখি সেই ভাবে
লিখবেন আর স্পেস চাপুন, দেখবেন একের পর এক বাংলা হয়ে যাচ্ছে
যেমন আপনি লিখবেন " আমার সোনার বাংলা " এই ভাবে amar sonar bangla লিখবেন আর স্পেস চাপুন।
আবার "বিজ্ঞান"=biggan , স্বপ্ন= shopno এই ভাবে হবে।
আ-কার =a
এ-কার =e
ও-কার=o
উ-কার=u
ঔ=কার=ou (যেমন:তৌহিদ = Touhid )
য-ফালা = যেমন অন্য = onno
উ=u ,w
ও=o
খ=kh
গ=g
ঘ=gh
চ=ch
ছ=ch
জ=j
ঝ=jh
ট=t
ঠ=th
ড=d
ঢ=dh
দ=d
ধ=dh
ফ=ফ,f
য়=y যেমন যায়= jay , বিয়ে= biye
শ=sh
স=s
যদি কখনো আপনার পছন্দ মত শব্দ না আসে তাহলে ঐ শব্দে backspace চেপে আপনার পছন্দ মত শব্দ সিলেক্ট করুন।আর এই সব লেখা সব ইউনি কোডে হয় আপনি এখানে লিখে অন্য জায়গায় কপি পেস্ট করতে পারবেন।আমি বাংলা ভালো ভাবে লিখতে পারি না বানান ভুল হয় , ভুলের জন্য আমাকে মাফ করবেন।আমার পরীক্ষা চলছে তাই বিস্তারিত করতে পারলাম না।
ইংরেজি ভাষা শেখার জন্য সম্পূর্ণ একটা সাইট আপনাকে দিচ্ছি মাত্র 6.41 MB টে (Zip file).এটি হচ্ছে ইংরেজিতে কথা বলা শিখতে একটি মুক্ত ও পুরস্কারপ্রাপ্ত নূতন পদ্ধতি।এ কর্মসূচির পাঠগুলো ইংরেজি উচ্চারণ ও প্রাত্যহিক ভাষার প্রতি বিশেষ যত্নশীল। ১০০ ওর বেশি পাঠসহ এই সাইটে অনেক অডিও বা শ্রবণের উপকরণ রয়েছে। প্রতি বিষয়র জন্য ব্যবহারকারী দু’টি ভিন্ন গতিসম্পন্ন প্লে- ব্যাক ব্যবহার করতে পারবেন।শুধু download করুন, Extract করুন আর ইন্টারনেট ছাড়া অর্থাৎ offline browsing করে ইংরেজি ভাষা শিখুন খুব সহজে।এ খানে ক্লিক করে যান
আমি নিবিড় সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আপনার এই টিউনের ফিচার্ড ইমেজটা আমার ভাল লাগেনি!! অভ্রর লোগোকে আপনি ক্রস দিয়েছেন!! প্রথম দেখায় মনে হয় আপনি অভ্রর বিরুদ্ধে কিছু লিখেছেন, যা অভ্র ব্যবহারকারীরা ভালভাবে নিবেনা।। আমার জানা মতে টিটির ৯৫% এরও বেশি মেম্বার অভ্র ব্যবহার করে!!