আপনি কি বাংলা টাইপ করতে পারেন না তাহলে এবার টাইপ করুন গুগল বাংলা ট্রান্সলেটের দিয়ে খুব সহজ, দ্রুত এবং ইউনি কোডে!!!

(হাই আমি নিবিড় সিকদার আমার পোস্টে আপনাকে স্বাগতম )

আপনিতো অবশ্যই গুগল বাংলা ট্রান্সলেটের কথা জানেন Google Translate অনেক আগেই বাংলা কে যোগ করেছে। আপনি এর মাধ্যমে প্রায় ৫০টিরও বেশী ভাষাকে বাংলায় অথবা বাংলাকে ৫০টিরও বেশী ভাষায় রূপান্তর করতে পারবেন।শুধু বাংলা অনুবাদ না আপনি ইংলিশ শব্দের উচ্চারণ ও শুনতে পারবেন (শব্দের উচ্চারণ শোনার জন্য বক্সের নিচে ডান পাশে audio icon ক্লিক করুন ) এক্ষুণি ট্রান্সলেট করতে চলে যান Google Translate যাওয়ার জন্য এখনে ক্লিক করুন।

এবার  কাজের কথা বলি কি ভাবে আপনি Google Translate দিয়ে বাংলা লিখবেন
প্রথমে Google Translate যান তারপর ভাষা সিলেক্টে from-এ সিলেক্ট করুন bengali, আর to - তে সিলেক্ট করুন English কাজ শেষ।আবার লেখা শুরু করুন।

যে ভাবে আমরা english alphabet দিয়ে বাংলা লিখি সেই ভাবে
লিখবেন আর স্পেস চাপুন, দেখবেন একের পর এক বাংলা হয়ে যাচ্ছে
যেমন আপনি লিখবেন " আমার সোনার বাংলা " এই ভাবে amar sonar bangla লিখবেন আর স্পেস চাপুন।
আবার "বিজ্ঞান"=biggan , স্বপ্ন= shopno এই ভাবে হবে।

আপনি যদি না জেনে থাকেন তাহলে আরো জানতে পারবেন

আ-কার =a
এ-কার =e
ও-কার=o
উ-কার=u
ঔ=কার=ou (যেমন:তৌহিদ = Touhid )
য-ফালা = যেমন অন্য = onno
উ=u ,w
ও=o
খ=kh
গ=g
ঘ=gh
চ=ch
ছ=ch
জ=j
ঝ=jh
ট=t
ঠ=th
ড=d
ঢ=dh
দ=d
ধ=dh
ফ=ফ,f
য়=y যেমন যায়= jay , বিয়ে= biye
শ=sh
স=s

যদি কখনো আপনার পছন্দ মত শব্দ না আসে তাহলে ঐ শব্দে backspace চেপে আপনার পছন্দ মত শব্দ সিলেক্ট করুন।আর এই সব লেখা সব ইউনি কোডে হয়  আপনি এখানে লিখে অন্য জায়গায় কপি পেস্ট করতে পারবেন।আমি বাংলা ভালো ভাবে লিখতে পারি না বানান ভুল হয় , ভুলের জন্য আমাকে মাফ করবেন।আমার পরীক্ষা চলছে তাই বিস্তারিত করতে পারলাম না।

আমার এর আগের পোস্ট টি ছিল কিভাবে আপনি মাত্র ১ মাসে অনর্গল ইংরেজিতে কথা বলবেন। ইংরেজি ভাষা না শিখলেও পদ্ধতিটা একবার দেখুন ভালো লাগবে কথা দিলাম।এখানে ক্লিক করে যান

(আমার ঐ পোস্টের কিছু কথা নিচে আলোচনা করলাম)

ইংরেজি ভাষা শেখার জন্য সম্পূর্ণ একটা সাইট আপনাকে দিচ্ছি মাত্র 6.41 MB টে (Zip file).এটি হচ্ছে ইংরেজিতে কথা বলা শিখতে একটি মুক্ত ও পুরস্কারপ্রাপ্ত নূতন পদ্ধতি।এ কর্মসূচির পাঠগুলো ইংরেজি উচ্চারণ ও প্রাত্যহিক ভাষার প্রতি বিশেষ যত্নশীল। ১০০ ওর বেশি পাঠসহ এই সাইটে অনেক অডিও বা শ্রবণের উপকরণ রয়েছে। প্রতি বিষয়র জন্য ব্যবহারকারী দু’টি ভিন্ন গতিসম্পন্ন প্লে- ব্যাক ব্যবহার করতে পারবেন।শুধু download করুন, Extract করুন আর ইন্টারনেট ছাড়া অর্থাৎ offline browsing করে ইংরেজি ভাষা শিখুন খুব সহজে।এ খানে ক্লিক করে যান

যদি আমার পোস্ট টি আপনার ভালোলাগে তাহলে আমাকে আপনার বন্ধু করুন। আমার Facebook ID এখানে ক্লিক করুন।

Level 0

আমি নিবিড় সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এই টিউনের ফিচার্ড ইমেজটা আমার ভাল লাগেনি!! অভ্রর লোগোকে আপনি ক্রস দিয়েছেন!! প্রথম দেখায় মনে হয় আপনি অভ্রর বিরুদ্ধে কিছু লিখেছেন, যা অভ্র ব্যবহারকারীরা ভালভাবে নিবেনা।। আমার জানা মতে টিটির ৯৫% এরও বেশি মেম্বার অভ্র ব্যবহার করে!!

এখানের অভ্রর ফোনেটিকের সাথে তেমন পার্থক্য দেখলাম না !!! অযথা এত ঝামেলার কী দরকার !!!!

আমি বাংলা লিখি ব্লগস্পট দিয়ে । অভ্রর সাথে এর পার্থক্য আকাশ পাতাল । অভ্র দিয়ে লিখতে সময় বেশি লাগে ।

লিখা একটু ভুল হলে তা সঠিক করতে সময় লাগত কিন্তু এখানে ইংলিশ word ভুল লিখলেও তা নিজে নিজে সঠিক

হয়ে যাই ।

    @tarshidahmodkhan: ji vai ami apnar sathe ekmot amio blogspot er post box diye lekhi kintu blogger e id koto joner ace ? tai Google Translate er ko
    tha boleci r blogspoter post-e lekha r akhane lekha akdom ak-e…..ami blogspot er post box diye aro onek kicu kori jeemon HTML codding……………..

অভ্র চিরকালই ইউনিভার্সাল। ফিচার্ড ইমেজটা আমারও ভাল লাগেনি।

টিউন নিয়ে কোন মন্তব্য করবো না !
তবে featured image টা আপত্তিকর !!

Level 0

অভ্রর লোগোতে ক্রস দেয়া আপনার ঠিক হয়নি । অভ্র না থাকতে এতদিন বাংলা লেখতে সাধারন মানুষের বারোটা বেজে যেত । তাছাড়া যখন তখন তো আর Google Translate ব্যাবহার করা যাবে না ।
ভালো একটা বিষয় জানানোর জন্য ধন্যবাদ । তাই বলে আরেকটাকে অপমান করা ঠিক নয় ।

আপনার সাথে একমত, যে Google এর এই সার্ভিস অসাধারন…কিন্তু এধরনের ফিচারড ইমেজ ব্যবহার করা অনুচিত। ভুলে কেন যাচ্ছেন, অভ্র একমাত্র এই বাংলা লেখার যুগে যুগান্তকারী ভূমিকা রেখেছে। আমার মত যারা পূরানো বিজয় ইউজার ছিলেন তারা বুঝবেন অভ্র র মর্ম…শুভ কামনা…

Level 0

Avro -er logo modde cross dilen . eta ochit na.

আমি এই নিয়ে আপনার দুটি টিউন দেখেছি (যতটুকু মনে পরে) ! আমি একটি বারও বুঝতে পারিনি যে টিউনের সাথে আপনার পোস্টে দেয়া ৯ টি ছবির সংযোগটা কী ? এই পোষ্টের সাথে তো আমি মনে করি গুগলের ট্র্যান্সালেটরের ইমেইজই ভালো মানাত, তাই নয় কি ?

Level 0

lol……

আমি নিজেও অভ্র ব্যাবহার করি।তবে অভ্র তে cross দেয়া টা আমার কাছেও খারাপ লেগেছে।

Level 2

অনেকদিন থেকেই google এর এই সার্ভিসটা ব্যবহার করছি , চমত্কার ! কিন্তু কোন key চাপলে বাক্যের শেষে দাড়ি দেয়া যায় এখনো জানিনা ! জানাবেন কি ?

Joto kichui asuk avro thakbe sobar hridoye.banglake valobashi,avroke valobashi apnarta 3number e.onurodh avror upor theke cross tule nin karon avro ache sokoler cetonay.

ধন্যবাদ ভাইয়া। একটা নতুন জিনিস শিখলাম এবং আপনার লেখা দেখে বাংলায় এই লেখা লিখলাম।

টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ।খুব সুন্দর এবং উপকারি একটা টিউন।