ফোল্ডার অপশন ফিরিয়ে আনুন একদম সহজে।না দেখেলে মিস করবেন..

সবাইকে ছালাম ও শুভেচ্ছা। এটা আমার ১ম পোষ্ট।হয়ত বা অনেকেই জানেন।আর যারা জানেন না তাদের জন্য আমার এই লেখা। ভাল লাগলে আরও লিখব।তবে অবশ্যই মন্তব্য করেতে হবে। তো দেরি না করে আমরা দেখে নেই

এই গুরুত্বপূর্ণ পোষ্টটি। অবশ্যই কাজের একটা জিনিস।

আপনি আপনার কম্পিউটার থেকে সরাসরি এই ফোল্ডার অপশন খুজে বের করতে পারেন বা এ্যাকটিভ করতে পারেন।

নিচের কাজগুলো ধারাবাহিকভাবে করুন।

*উইনডোজের ডেস্কটপে অবস্থান করুন।সব উইনডোজ বন্ধ করে দিন।

*টাস্কাবারের Star মেনুতে ক্লিক করুন।

*পরবর্তী প্রদর্শিত উইনডো থেকে Ran সিলেক্ট করুন।

*Ran উইনডো প্রদর্শিত হলে সেখানে টাইপ করুন regedit । তারপর এন্টার কী প্রেস করে নিচের চিত্র দেখুন।

নিচের চিত্রের মতRegistry Editor এর উইনডো প্রদর্শিত হবে।

* এবার Registry Editor এর উইনডো থেকে HKEY_LOCAL_MACHIN অপশনটি সিলেক্ট করুন। নিচের চিত্রের দেখুন, সেখানে উক্ত অপশনটি এক্সপান্ড করা হয়েছে বামদিকের (+) এ ক্লিক করে।

*এবার এক্সপান্ডকৃত অংশ থেকে SOFTWARE এর বামদিকের (+) এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন, সেখানে কাজটি করা হয়েছে।

*পরবর্তীতে SOFTWARE  এক্সপান্ড হলে সেখান থেকে ড্রাগ করে নিচের দিকে নামুন। তারপর Microsoft এর বামদিকের(+)এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচে চিত্র দেখুন, সেখানে কাজটি করা হয়েছে।


*এবার এই এক্সপান্ডেড হলে Microsoft এর মধ্যে নিচের দিকে ড্রাগ করে নামুন।তারপর সেখান থেকে Windows

এর বামদিকের(+)এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*প্রদর্শিত Windows এর মধ্যে নিচের দিকে ড্রাগ করে নামুন । তারপর সেখান থেকে Current Version  এর বামদিকের (+) এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*এবার এই Current Version  এর মধ্যে নিচের দিকে ড্রাগ করে নামুন। তার পর সেখান থেকে Explorer  এর বামেদিকের (+) এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*প্রদর্শিত Explorer  এর মধ্যে থেকে Advanced এর বামদিকের (+)এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*এইবার Advanced এর মধ্যে থেকে Folder এর বামদিকের (+)এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*প্রদর্শিত Folder এর মধ্যে থেকে Hidden এর বামদিকের (+)এ ক্লিক করে সেটা এক্সপান্ড করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*এইবার Hidden এর মধ্যে থেকে NOHIDDEN নামক ফোল্ডারটি সিলেক্ট করুন। নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে। ফলে উক্ত ফোল্ডারের ভেতরে বিভিন্ন অপশনগুলো প্রদর্শিত হয়েছে ডানদিকের অংশে।

*এবার এই NOHIDDEN ফোল্ডারের ডানদিকের এক্সপান্ডেড অংশ থেকে Check Value  অপশটির উপর ডাবল ক্লিক করুন।

নিচের চিত্রের মত সেটা এক্সপান্ড হবে।

*প্রদর্শিত Edit DWORD Value উইনডোর value data অংশের Hexadecimal এর ভ্যালু হিসাবে ১ টাইপ করুন।

নিচের চিত্র দেখুন সেখানে কাজটি করা হয়েছে।

*এর পর এই উইনডো থেকে ok বাটন প্রেস করুন। ফিরে আসবেন আগের উইনডোতে ।

*এবার উক্ত Registry Editor উইনডোর উপরের ডানদিকের কোণের Close বাটন ক্লিক করে উইনডো বন্ধ করে দিন। নিচে দেখুন , সেখানে এই কাজটি করা হয়েছে।

*এবার ফিরে আসুন ডেস্কটপে।

*টাস্কবারের STAR মেনুতে ক্লিক করে Turn of Computer সিলেক্ট করুন।

পরবর্তীতে প্রদর্শিত উইনডো থেকে Restaer বাটন প্রেস করুন।

কম্পিউটার নতুন করে অন হলে এবার My Computer ওপেন করুন।

তারপর মেনুবার এর Tools মেনুতে ক্লিক করে দেখুন, হারিয়ে যাওয়া সেই ফোল্ডার অপশন ফিরে পেয়েছেন কিনা।

আশা করি নিচের চিত্রের মত পেয়ে যাবেন।

সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে হয়ত বা অন্যকিছু নিয়ে।

Level 0

আমি ruhul6। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটাইতো খুজতেছিলাম।ভেরি ভেরি ধন্যবাদ ফর দা টিউন।

আপনি আপনার টিউন এর একদম উপরে লিখেছেন, “আপনি আপনার কম্পিউটার থেকে সরাসরি এই ফোল্ডার অপশন খুজে বের করতে পারেন বা এ্যাকটিভ করতে পারেন।” কোন ফোল্ডার অপশন? এটা একটু পরিষ্কার করে জানান, তাহলে টিউনটি বুঝতে আরও সুবিধা হবে, ধন্যবাদ