আস-সালামুয়ালাইকুম । টেকটিউন এর সাথে আছি অনেক দিন । কিন্তু কখনো টিউন করিনি । আজ হঠাৎ করতে ইচ্ছা হল তাই করছি । আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা জানি যে HD গেম এর ক্ষেত্রে SD DATA FILE কতটা গুরুত্বপূর্ণ । বেশীরভাগ HD গেমস ই খেলতে হলে প্রথমে ডাটা ফাইল ডাউনলোড করতে হয় । যদিও ডাটা ফাইল বিভিন্ন সাইটে আলাদা ভাবে ডাউনলোড করা যায় । কিন্তু ডাউনলোডের পর কখনো দেখা যায় যে ডাটা ফাইল কাজ করছেনা অথবা ফাইলটি করাপ্টেড । তাই আমরা যদি ফাইলটি গেমের সার্ভার বা গেমের ইন্টারফেস থেকে ডাউনলোড করি তাহলে আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে না এবং গেমটি ও আমরা সফল ভাবে চালাতে পারব । কিন্তু তাতেও ১টি সমস্যা আছে টা হল এইসব ডাটা ফাইল ডাউনলোড করতে হলে আমাদের ১ টি মাত্র অপশন দেয়া থাকে আর তা হল WIFI অর্থাৎ আমরা আমাদের CAREER NETWORK দিয়ে ডাউনলোড করার কোন অপশন পাওয়া যায় না ।
ফলে আমরা যারা আমাদের ফোনে সিম দ্বারা ইন্টারনেট ইউজ করি অর্থাৎ ক্যারিয়ার নেটওয়ার্ক ইউজ করি বা যাদের WIFI নেই তাদের জন্য এটি একটি বড় সমস্যা । এর জন্য আমরা ১টা ট্রিক্স ইউজ করতে পারি তা হল ............
১। প্রথমে ১ টি টেক্সট ফাইল ওপেন করি ।
২। টেক্সট ফাইলটিতে FALSE শব্দটি লিখি ( লিখাটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে ) ।
৩। এখন টেক্সট ফাইলটির নাম qaWifiOnlyMode দিয়ে সেভ করি ।
৪। যাদের কাছে প্রক্রিয়াটি কঠিন লাগছে তারা এই ফাইলটি ( PASSWORD :- KNM ) ডাউনলোড করে নিতে পারেন ।
৫। এখন ফাইলটিকে SD কার্ডের রুটে সেভ করুন অর্থাৎ সেভ হবে এই ভাবে SDCard/qaWifiOnlyMode ।
ব্যাস হয়ে গেল । এখন আপনি দেখুন আপনার HD গেমের ডাটা ডাউনলোডের জন্য আপনি আপনার CAREER NETWORK ও সিলেক্ট করতে পারবেন ।
অর্থাৎ এখন আপনি যে কোন গেমের ডাটা ফাইল WIFI ছাড়া আপনার CAREER NETWORK দিয়েও ডাউনলোড করতে পারবেন ।
কষ্ট করে ধৈর্য ধরে আমার লিখাটা পরার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ । আল্লাহ হাফে্য ।
আমি করিমমাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই চরম!!!