অ্যান্ড্রয়েডের HD গেমের ডাটা ফাইল ডাউনলোড করুন WIFI ছাড়াই CAREER NETWORK দিয়ে ।

আস-সালামুয়ালাইকুম । টেকটিউন এর সাথে আছি অনেক দিন । কিন্তু কখনো টিউন করিনি । আজ হঠাৎ করতে ইচ্ছা হল তাই করছি । আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা জানি যে HD গেম এর ক্ষেত্রে SD DATA FILE কতটা গুরুত্বপূর্ণ । বেশীরভাগ HD গেমস ই খেলতে হলে প্রথমে ডাটা ফাইল ডাউনলোড করতে হয় । যদিও ডাটা ফাইল বিভিন্ন সাইটে আলাদা ভাবে ডাউনলোড করা যায় । কিন্তু ডাউনলোডের পর কখনো দেখা যায় যে ডাটা ফাইল কাজ করছেনা অথবা ফাইলটি করাপ্টেড । তাই আমরা যদি ফাইলটি গেমের সার্ভার বা গেমের ইন্টারফেস থেকে ডাউনলোড করি তাহলে আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে না এবং গেমটি ও আমরা সফল ভাবে চালাতে পারব । কিন্তু তাতেও ১টি সমস্যা আছে টা হল এইসব ডাটা ফাইল ডাউনলোড করতে হলে আমাদের ১ টি মাত্র অপশন দেয়া থাকে আর তা হল WIFI অর্থাৎ আমরা আমাদের CAREER NETWORK দিয়ে ডাউনলোড করার কোন অপশন পাওয়া যায় না ।
                  

ফলে আমরা যারা আমাদের ফোনে সিম দ্বারা ইন্টারনেট ইউজ করি অর্থাৎ ক্যারিয়ার নেটওয়ার্ক ইউজ করি বা যাদের WIFI নেই তাদের জন্য এটি একটি বড় সমস্যা । এর জন্য আমরা ১টা ট্রিক্স ইউজ করতে পারি তা হল ............

১। প্রথমে ১ টি টেক্সট ফাইল ওপেন করি ।

২। টেক্সট ফাইলটিতে FALSE শব্দটি লিখি ( লিখাটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে ) ।

৩। এখন টেক্সট ফাইলটির নাম qaWifiOnlyMode দিয়ে সেভ করি ।

৪। যাদের কাছে প্রক্রিয়াটি কঠিন লাগছে তারা এই ফাইলটি ( PASSWORD :- KNM ) ডাউনলোড করে নিতে পারেন ।

৫। এখন ফাইলটিকে SD কার্ডের রুটে সেভ করুন অর্থাৎ সেভ হবে এই ভাবে SDCard/qaWifiOnlyMode

ব্যাস হয়ে গেল । এখন আপনি দেখুন আপনার HD গেমের ডাটা ডাউনলোডের জন্য আপনি আপনার CAREER NETWORK ও সিলেক্ট করতে পারবেন ।

                                    

অর্থাৎ এখন আপনি যে কোন গেমের ডাটা ফাইল WIFI ছাড়া আপনার CAREER NETWORK দিয়েও ডাউনলোড করতে পারবেন ।

কষ্ট করে ধৈর্য ধরে আমার লিখাটা পরার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ । আল্লাহ হাফে্য ।

Level 0

আমি করিমমাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই চরম!!!

Level 0

ভাই চরম হইছে… লিংকটা কাজ করছেনা অন্ন কনো লিংক দিন

Level 0

প্রথমেই টিউন করার জন্য ধন্যবাদ জানাই। তারপর দুইটি প্রশন করতে চাই ঃ (যদি কিছু মনে না করেন)ঃ

১. এই টিউনে আপনি দেখিয়েছেন, যে কোন গেমের ডাটা ফাইল WIFI ছাড়া আপনার CAREER NETWORK দিয়েও ডাউনলোড করতে পারবেন । কিন্তু আমি জানতে চাই যে WIFI ব্যাবহার করায় সমসসা কোথায় ??

২. আর আপনি কি জানেন আমাদের দেশের রক্তচোষা মোবাইল কম্পানিগুলোর নেটওয়ার্ক ব্যাবহার করে মাত্র ৫০০ MB ডাটা ডাউনলোড করতে কত সময় আর টাকা খরচ হয় ?? আর সেই তুলনায় WIFI কত সাশ্রয়ী এবং দ্রুতগতির ??

পরিশেষে সবার জন্য বলতে চাই “download huge file using Mobile company net service in BD are dreams of the rich people but not for the common people”

ধন্যবাদ।।