সবাই নিশ্চই ভাল আছেন। আজ আমি আপনাদের এমন একটি ট্রিকস দেখাব যেখানে আপনি windows এ যে কোন নামে folder open করতে পারবেন। আমরা সকলেই জানি windows এ AUX, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3, PRN NUL com ইত্যাদি নামে folder নিতে চায় না। কিন্তু এখন নিবে।
নতুন একটি folder নিন। rename ওপশনে যান । তার পর ওপর থেকে যে কোন একটি নাম দিন। না..না..না..ভাই enter দিএননা । এবার ঐ অবস্থায় alt+0160 চাপুন। দেখুন ঐ নাম গুলো আর ইরর দেখাবেনা।
আমি tomal50। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন পোস্ট ভাই। উইন্ডোজে con নামে ফোল্ডার বানানো যায় না। কিন্তু আপনার পোস্ট পড়ে পারলাম। ধন্যবাদ।