এবার দাদার ওপর দাদাগিরি!এবার যেকোন নামে windows এ folder তৈরি করুন।

সবাই নিশ্চই ভাল আছেন। আজ আমি আপনাদের এমন একটি  ট্রিকস দেখাব  যেখানে আপনি windows এ যে কোন নামে folder open করতে পারবেন। আমরা সকলেই জানি windows এ   AUX, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3, PRN   NUL com  ইত্যাদি নামে folder নিতে চায় না। কিন্তু এখন নিবে।

নতুন একটি folder নিন। rename ওপশনে যান । তার পর ওপর থেকে যে কোন একটি নাম দিন। না..না..না..ভাই enter দিএননা । এবার ঐ অবস্থায় alt+0160 চাপুন। দেখুন ঐ নাম গুলো আর ইরর দেখাবেনা।

Level 2

আমি tomal50। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন পোস্ট ভাই। উইন্ডোজে con নামে ফোল্ডার বানানো যায় না। কিন্তু আপনার পোস্ট পড়ে পারলাম। ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর শুধু con দিএ না, যে কোন নামে folder তৈরি করতে পাববেন।

কিছুটা দুধের সাধ ঘোলে মিটানোর মত . . . আপনার ট্রিক্সে একটা স্পেস নামের শেষে যুক্ত হচ্ছে তাই ঐ নামে ফোল্ডার হল কিন্তু সেটা সম্পূর্ণ না 🙁

এই এক লেখা যে আর কত বার পড়বো……………
আসলে Go to “CMD”

Enter the following command:

md\\.\\c:\\con

To remove enter the following command:

rd\\.\\c:\\con

এই ভাবে বানাতে হয়।

    Level 2

    @এম,এইচ সজিব: ভাই আপনার টা এক system আর আমার টিউন টির আর একটি system । আপনর system টাও আমার জানা। আপনিই বলেন কোন টা সোজা?

ভেবেছিলাম আসব না। কিন্তু ফেসবুক থেকে এই অসাধারণ পোস্টের লিঙ্কটি দেখে আর থাকতে পারলাম না 🙁 । ফাটাফাটি একটা টিউন!! পুরাই অস্থির!! এত্ত ভাল টিউন আমি আমার জীবনেও দেখি নাই। আপনার এই টিউনটি স্টিকি ও একইসাথে নির্বাচিত করা হোক! 🙂

    ঠিক কইছেন , টিটিতে আড্ডা মারার পোষ্ট যদি স্টিকি হয় তাইলে এইড্যা কি দোষ করছে , এইডা তো পিত্তর ঢেকি পোষ্ট 🙂
    পোষ্টটি মডুকে স্টিকি মারার জন্যি আবেধন করছি ! lolz

      Level 0

      @স্পষ্টভাষী: lolz দিলেন ক্যা স্পস্টভাসী ভাই? আপনি মন থিকা বলেন পোস্ট কি খারাপ হইসে? আমার কাসে তো পুরাই পাঙ্খা লাগসে। ত্রইটারে স্টিকি+নির্বাচিত+স্পন্সর্ড করার জইন্ন ব্যাফুক আবেদন জানাচ্ছি 😀

        Level 2

        @tech_no: দুঃখিত tech_no ভাই আপ নার এই আবেদন নেওয়া গেল না। আর ও জোরাল আবেদন করতে হবে।দলের সবাই কে নিয়ে।………বুঝেছেন নিশ্চই…….৶৵ৄ৲৲ৢ

      Level 2

      @স্পষ্টভাষী: ভাই ঢেকিঁ বানান ভুল হইছে । ঠিঠিঠিঠিক(ঠিক) করেন ও বুঝিয়া লন । নাইলে পরে সমস্যা হইতে পারে।……..৶৵ৄ৲৲ৢ

    Level 2

    @নিওফাইটের রাজ্যে: ওকে । আবেদন করা চলছে………….।

      Level 0

      @tomal50: ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আপনার ব্যাকাপে আছি 🙂

Level 0

আচ্ছা আমাকে একটা জিনিস বুঝান। এই নামের ফাইল ক্রিয়েট করে লাভ কি ??

    Level 0

    @knightfall: ক্রিয়েট করে লাভ কি মানে? আপনি ত্রইটাত্ত জানেন না? ত্রই নামের ফাইল ক্রিয়েট করলে ত্রই নামের ত্রকটা ফাইল ক্রিয়েট হইবেক।

    আর বাই দ্যা ত্তয়েঃ উনি ফোল্ডার মিন করসেন।

    Level 0

    @knightfall: আপনি যত যাই করেন ফোল্ডার ক্রিয়েট হইবেক, কিন্তু ফাইল ক্রিয়েট হইবেক না। টিউনার ভাই স্পস্ট বলে দিয়েছেন 😀

Level 0

ত্রই নিয়মে কি সত্তি সব নামে ফোল্ডার বানানো যায়? :O

    Level 2

    @tech_no: @tech_no: চেষ্টা করেন…………..।৶৵ৄ৲৲ৢ

      Level 0

      @tomal50: চেস্টা করে দেখলাম। হইল না। কি আজাইরা জিনিস দিসেন? :/
      আর ” ৶৵ৄ৲৲ৢ ” ত্রইটা মানে কি? তাবীজ কবজ করলেন নাকি? :O

        Level 2

        @tech_no: আপনার_____ এর অপারেটিং system চেইন্স করেন। আর ” ৶৵ৄ৲৲ৢ ” তেমন কিছুই না।avro তে এমন কিছু চিহ্ন আছে । মনচাইল তাই ব্যবহার করলাম। ভবিষৎ এ ও করব।

windows 7 এ হয় না কিন্তু xp তে হয় ………।

আপনি করে দেখছেন??? screenshot দেন আমাকে মেইল এ [email protected]

Level 2

ভাই পাইছেন নাকি বইলেন………….

ভাই এই ট্রিক্সটা আপনার নামে কপিরাইট কইরা ফালান,আর মাইক্রসফট কি জানে এইটা?আপনি সাবধানে থাইকেন,এইরকম পিউর বিনুদুন পায়া ওদের কেউ হাসতে হাসতে মারা গেলে আপনারে ধরতে পারে।:P সুবিশাল এই টিউনকে যথাক্রমে হট টিউনস,নির্বাচিত আরও বিভিন্নভাবে লটকানো হোক।টিউনারকে পুরস্কার দেওয়া হোক।ভবিষ্যতে এই ধরনের আরও টিউন চাই।আজকাল বিনুদুনের অভাব চলতাসে