পিসি থেকেই সেন্ড করুন ঈদ এসএমএস; সাথে উপহার নিন বাছাই করা অর্ধশত ঈদ এসএমএস এর একটি বিউটিফুল কালেকশান:)

সামনে ঈদ।

রোম্যান্টিক ও মজার মজার এসএমএস চালাচালির জন্য ঈদের রয়েছে আলাদা বিশেষত্ব। এই এসএমএস চালাচালি করতে গিয়ে বেশিরভাগ সময়ই আমাদের পড়তে হয় বিপাকে; মোবাইল হ্যাং, চার্জ শুন্য ইত্যাদি আরও কত কি!

কেমন হয় যদি পিসি থেকে মোডেমের সাহায্যে এসএমএস চালাচালির এই গুরুদায়িত্বটি পালন করা যায়? নিশ্চয় মন্দ হয়না?

হ্যা। মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোন সোর্চ থেকে মনের মত করে এডিট করা কোন মেসেজ সরাসরি মোডেমের নির্দিষ্ট স্থানে পেস্ট করে মুহূর্তেই সেন্ড করা যাবে প্রাপকের মোবাইলে। আর এক্ষেত্রে মোবাইলে একটা একটা করে অক্ষর টাইপ করে মেসেজ লিখার বিরক্তিকর কাজ থেকেও মুক্তি পাওয়া যাবে সহজেই।

ঈদ উৎসবের এর প্রায় অর্ধশত বাছাই করা এসএমএস এর একটি বিউটিফুল কালেকশন আমি মাইক্রোসফট ওয়ার্ড এ সেইভ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড (20KB)

এখন আসুন দেখি, কিভাবে পিসির মোডেম থেকে মোবাইলে এসএমএস সেন্ড করা যায় (আমি গ্রামীণফোন মোডেমে ট্রাই করেছি) ঃ

১) প্রথমে যে সিম থেকে এসএমএস পাঠাতে চান সেটি মোডেমে প্রবেশ করান।

২) এবার যেখান থেকে এসএমএস কপি করতে চান (ওয়ার্ড, নোটপ্যাড ইত্যাদি) সেটি রেডি করুন।

৩) মোডেমের Text Message(1) অপশনে গিয়ে New Message(2) এ ক্লিক করুন। (ভিন্ন ভিন্ন মডেলের মোডেমে অপশনগুলো ভিন্ন ভিন্ন স্থানে থাকতে পারে)

undefined

৪) Send to এর যায়গায় প্রাপকের মোবাইল নম্বর দিন। আর ফাকা স্থানে(3) কপি করা পছন্দমত এসএমএস পেস্ট করে নিচের Send(4) বাটনে ক্লিক করুন।

৫) সিমের সবকিছু ঠিক থাকলে মুহূর্তের মধ্যেই প্রাপকের ইনবক্সে পৌঁছে যাবে আপনার সেন্ড করা এসএমএস।

ট্রিকস ও এসএমএসগুলো ভাল লাগলে কমেন্ট করুন। ঈদ মোবারক।

প্রথম প্রকাশঃ বিকন ব্লগ

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

falthuuu….

Level 0

sms গুলো পেয়ে ভাল লাগল । যে ভাবেই হোক send তো করা যাবে ।

ভাই আমার একটা china nokia model M24 এর PHONE LOCK হয়ে গেছে আপনারা যদি কেও জানেন দয়া করে বলবেন ।

ভাই আমার একটা china nokia model M24 এর PHONE LOCK হয়ে গেছে আপনারা যদি কেও PHON খুলার PASSWORD জানেন দয়া করে বলবেন ।

12345 অথবা 0000 টাইপ করুন আশা করি কাজ হবে যেকোনো একটিতে।

অনেক আশা নিয়ে পোষ্টটি ওপেন করলাম। ততটাই হতাশ হলাম।

Level 2

বৃথা প্রচেষ্টা
তবে এসএমএস গুলো ভাল লাগল।

Level 0

আমার জানামতে যারা মোডেম ইউজ করে তারা সবাই জানে কিভাবে মোডেম থেকে SMS করা যায়…. ফালতু একটা পোস্ট….