সবাইকে ঈদ মোবারক। এই ঈদে আপনার ল্যাপটপকে দিন একটু জোরে কথা বলার স্বাধীনতা। মানে দ্বিগুন জোরে। তাও আবার কোন রকম সফটওয়্যার ছাড়াই। তবে শুরুতেই বলে রাখি এটা কেবল যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্যই কার্যকর। অন্যরা অফ যান। আসুন তবে কাজ শুরু করা যাক।
১। প্রথমে আপনার ভলিউম বা স্পিকার আইকন মানে ঐ যে টাস্কবারের নিচে ডান কর্ণারে থাকে যে, ঐটা , ঐটার উপর রাইট বাটনে ক্লিকান।
২। Playback devices- এটার উপর ক্লিক মারেন,
৩। এরপর নিচের ছবিতে দেখানো যায়গার উপর ডাবল ক্লিক করেন, মানে Speakers এর উপর,
৪। এবার Enhancement ট্যাবের উপর ক্লিক করেন
৫। এবার Loudness Equalization এর check করে দিন, যেভাবে ছবিতে দেখালাম।
৬। এবার Apply -> OK । ব্যাস কাজ শেষ। পুরো কাজটি কোন একটি গান ফুল ভলিউমে বাজানো অবস্থায় করলে সাথে সাথেই টের পেয়ে যাবেন। তবে VLC প্লেয়ারে বাজালে নাও হতে পারে। কারণ VLC তে এমনিতেই ২০০% ভলিউম দেয়া থাকে।
আশা করি কাজে লাগাতে পেরেছেন। ও, হ্যা, যারা আগেই থেকেই এটা করেছেন তারা আবার বলবেন না যেন, এ আবার এমন কি, কারণ আমার মতো যারা এখনও এটা জানতেন না এই টিউনটি তাদের উপকারার্থে। ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।
সংবিধিবদ্ধ সতৃর্ককরণঃ কারও কোন পর্দা ফেটে গেলে তার জন্য কোনভাবেই লেখক দায়ী নন।
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
আমিতো কোন পরিবর্তন লক্ষ্য করলাম না 🙁