ঈদ এ তো বাড়ি যাব, যে আমাকে মেইল করবে তাকে তো জানানো দরকার যে আমি এখন গ্রামের বাড়ি , তাই তার মেইল এর জবাব দিতে পারছিনা। আসুন দেখি কিভাবে এ সমস্যার সমাধান করা যায়।
আপনার জিমেইল এ ইমেল আইডি ব্যবহার করেন, তাহলে আপনার ইমেল আইডি টা একটো সেটআপ করে নিন, যে আপনাকে ই-মেইল করবে সাথে সাথে তার একাউন্ডে ফিরতি মেইল পৌছে যাবে যে আপনি এখন কোথায়, কবে আসবে এবং মেইলটা আপনি পেয়েছেন। চলুন সেটআপ টা করে নেই।
প্রথমে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে জিমেইল একাউন্টা অপেন করুন
ডানপাশে সেটিং অপশনে কিক করুন, তারপর আবার সেটিং এ কিক করুন-----
ডানপাশে সেটিং অপশনে কিক করুন, তারপর আবার সেটিং এ কিক করুন, Settings এর একটা নতুন পেইজ আসবে, পেইজের একেবারে নিচের
অংশে Vacation responder: অপশনটি পাবেন, Vacation responder on অপশনে কিক করুন,
Ends: অপশনটির পাশে কিক করুন, পাশে ঘরে কত তারিখে ফিরবেন তা লিখে দিন
Subject: |
Message:[ Thanks for your mail.I am out of Dhaka. I will back Dhaka
Next 26/8/2012. Eid Mubarak.]
মেসেসটি লিখে দিন,সেভ করে দিন। আপনার কাজ শেষ, এখন থেকে যে আপনকে মেইল করবে এই মেসেসটি অটো পেয়ে যাবে।
সবাইকে ধন্যবাদ
আমি parvej। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Complied Diploma in Computer Science & Engineering Complied BSc in Computer Science & Engineering
Nice!!!
Thanks for your tips.