ভিসতার বুট অত্যন্ত দ্রুততর করুন

ভিসতার বুট হতে প্রায় অনেক সময় নেয়, সে কারনে  অনেক বিরক্তি লাগে, এ পর্যন্ত প্রায় অনেক প্রসেস ট্রাই করেছি, একটাতেও আশানরূপ ফল পাইনি আজকে, একটা ট্রিক শিখলাম এবং এপ্লাই করে দেখলাম মোটামুটি কাজ হয়েছে, যারা ভিসতার বুট নিয়ে সমস্যায় আছেন তারা একবার চেষ্টা করে দেখতে পারেন।
এবার আসুন শুরু করি, প্রথমে ষ্টার্ট মেনু থেকে run এ গিয়ে টাইপ করুন msconfig, system configuration উইন্ডো আসার পর boot ট্যাব এ যান এবার advanced options এ ক্লিক করুন এবার number of processors এ ঠিক চিহ্ন দিয়ে 2 সিলেক্ট করুন, debug এ ঠিক চিহ্ন দিয়ে ok করুন, এবার apply এবং ok করুন, সবশেষে pc restart করুন।

btadop

Level 0

আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Brother I xperianced same performance. Is there any other ways???