আপনার ব্লগ/সাইটের ইমেজ চুরি হয়ে যাচ্ছে?

আসলে ইন্টারনেট হল এমন একটা প্লাটফর্ম যেখানে সবকিছুই আমরা একে অপরের সাথে খুব সহজে শেয়ার করতে পারি, আমরা যখনই কোনো কিছু আপডেট/আপলোড করি তা ইন্টারনেটের উন্মুক্ত সম্পদে পরিনত হচ্ছে, তা যে যেমন খুশি ব্যবহার করছে…এমনকি আপনার অজান্তে আপনার শখের সাইটটির পোষ্ট/ইমেজ চুরি হয়ে যাচ্ছে হরমহামেশাই!!!...

অথচ একটু সচেতন হলে আর নিম্মোক্তো বিষয় মাথায় রাখলে ব্লগ/সাইটের ইমেজ চুরি অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব…

১। জলছাপ ব্যবহার করুনঃ ফটোশপ বা
অন্য কোনো সফটওয়ার এর মাধ্যমে ছবিতে আপনার সাইটের নাম/ পরিচিতি সম্পর্কিত watermark বা জলছাপ দিন, যথাসম্ভব ছবির মাঝখানে জলছাপ দিন।

২। কম রেজুলেশনের ছবি পোষ্ট করুনঃ ইমেজ/ছবির রেজুলেশন যতটা সম্ভব কম রাখুন। ৭২ ডিপিআই ইমেজ ব্যবহার করুন।

৩।ওয়েবপেজে রাইট-ক্লিক অপশন বন্ধ রাখুনঃ বেশিরভাগ ইমেজই মাউসের রাইট ক্লিক এ save as অপশন এর মাধ্যমে চুরি হয়।ওয়েবপেজে ইমেজ আপলোডিং এর সময় ইমেজগুলোকে Background Table হিসেবে আপলোড করুন(CSS ব্যবহার করে)। দেখবেন রাইট ক্লিক save as অপশন আর কাজ করবেনা!!... এখন ছোটো ছোটো কিছু javascript কোড ব্যবহার করেও খুব সহজে এটি করা যায়।

৪।ইনডেক্সিং বন্ধ রাখুনঃ প্রয়োজন না থাকলে সার্চ ইঞ্জিনের ইমেজ ইনডেক্স না করাই ভাল।তাতে আপনার ইমেজের আপব্যবহার হবার সম্ভাবনাই বেশি থাকে ।পেইজে <noindex>/<nofollow> ট্যাগ ব্যবহার করতে পারেন।

টেকটিউনস -এ এটি আমার প্রথম টিউন...ভাল লাগলে আমি কৃতার্থ । ছোটোখাটো ভুলের জন্য ক্ষমাপ্রার্থী...

Level 0

আমি codehunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাদেরকেও ধন্যবাদ…

খুবই ভাল টিউন।

কিন্তু “জলছাপ ব্যবহার করুন” এই অপশন ছাড়া বাকি গুলার সাথে এক মত হতে পারলাম না।
SEO এর জন্য ভালো রেজুলেশনের ছবি গুরুত্বপূর্ন।
আর রাইট ক্লিক কুনু ঘটনা না। ছবি পছন্দ হলে স্ক্রিন কেপচার করেও ছবি সংগ্রহ করা যায়।
ইনডেক্সিং বন্ধ রাখার কুনু মানেই হয় না। যেখানে আমাদের ভিসিটর দরকার, আমরা যদি ডিইন্ডেক্স করে দেই তাহলে ইমেজ সার্চ থেকে ভিসিটর পাব না।

জলছাপে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিন। কেউ যদি আপনার ছবি ব্যবহার করে তাতে আপনারই লাভ হবে। যদি ব্যান্ডিউডথ নিয়ে চিন্তিত থাকেন তাহলে পিকাসা, ফ্লিকার সহ অনেক ফ্রি ইমেজ হোস্টিং সাইট আছে। এমনকি ফেসবুকেও ছবি হোস্ট করতে পারবেন।

ধন্যবাদ ভাই যথাসময়ে এই টিউনটি করার জন্য। আপনার কথার সাথে একমত । আজকেই দেখুণ আমার একটি টিউন কিভাবে চুরি হলো। আমার নিজের তৈরী একটি ফ্লাস সফটওযার free style browser যেটি ইতিপূর্বে টেকটিউনসএ প্রকাশিত।https://www.techtunes.io/download/tune-id/125667 সেটি আজ কিভাবে অনুমতি ছাড়া (আর নেই বুকমার্ক,বা পেজ সেভ করার ঝামেলা। এই একটা জিনিষেই পাবেন প্রয়জনিয় সব কিছুর লিংক (All in One)।এই শিরোনামে টিউন হলো। এত কিছু বলার পরেও কি শিক্ষা হয় না ?

জলছাপ ব্যবহার যথাযথ তবে অন্য গুলো করলে seo তে সমস্যা আছে

ধন্যবাদ আপনাকে এই ব্যাপারটা শেয়ার করের জন্য
ভাই ৩ নাম্বার তা ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে করব একটা টীওটরিয়াল দেখানো যাবে।

Level 0

ওয়েবপেজে রাইট-ক্লিক অপশন বন্ধ করেও কোন লাভ নাই কারন Enable Javascript tick টা তুলে দিলেই রাইট-ক্লিক অপশন আবার কাজ করবে…..

Level 0

আর ইনডেক্সিং বন্ধ রাখলে আপনারই ক্ষতি কারন অনেকে আছে সার্চ এর মাধ্যমে আপনার সাইটে প্রবেশ করে এবং এভাবে ভিজিটর বাড়ে….

hmm valo kew ki amake jolchap dew ar totorial er vedio link dite pare

Level 0

doya kore janaben ki ?? kivabe facebook album photo theke download/save option ta shorabo??? mane amar album er pic amar friend ra open kore dekhte parbe but download/save korte parbe ta.. ami koyek ta profile-e ei rokom dekhechhi..