আসলে ইন্টারনেট হল এমন একটা প্লাটফর্ম যেখানে সবকিছুই আমরা একে অপরের সাথে খুব সহজে শেয়ার করতে পারি, আমরা যখনই কোনো কিছু আপডেট/আপলোড করি তা ইন্টারনেটের উন্মুক্ত সম্পদে পরিনত হচ্ছে, তা যে যেমন খুশি ব্যবহার করছে…এমনকি আপনার অজান্তে আপনার শখের সাইটটির পোষ্ট/ইমেজ চুরি হয়ে যাচ্ছে হরমহামেশাই!!!...
অথচ একটু সচেতন হলে আর নিম্মোক্তো বিষয় মাথায় রাখলে ব্লগ/সাইটের ইমেজ চুরি অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব…
১। জলছাপ ব্যবহার করুনঃ ফটোশপ বা
অন্য কোনো সফটওয়ার এর মাধ্যমে ছবিতে আপনার সাইটের নাম/ পরিচিতি সম্পর্কিত watermark বা জলছাপ দিন, যথাসম্ভব ছবির মাঝখানে জলছাপ দিন।
২। কম রেজুলেশনের ছবি পোষ্ট করুনঃ ইমেজ/ছবির রেজুলেশন যতটা সম্ভব কম রাখুন। ৭২ ডিপিআই ইমেজ ব্যবহার করুন।
৩।ওয়েবপেজে রাইট-ক্লিক অপশন বন্ধ রাখুনঃ বেশিরভাগ ইমেজই মাউসের রাইট ক্লিক এ save as অপশন এর মাধ্যমে চুরি হয়।ওয়েবপেজে ইমেজ আপলোডিং এর সময় ইমেজগুলোকে Background Table হিসেবে আপলোড করুন(CSS ব্যবহার করে)। দেখবেন রাইট ক্লিক save as অপশন আর কাজ করবেনা!!... এখন ছোটো ছোটো কিছু javascript কোড ব্যবহার করেও খুব সহজে এটি করা যায়।
৪।ইনডেক্সিং বন্ধ রাখুনঃ প্রয়োজন না থাকলে সার্চ ইঞ্জিনের ইমেজ ইনডেক্স না করাই ভাল।তাতে আপনার ইমেজের আপব্যবহার হবার সম্ভাবনাই বেশি থাকে ।পেইজে <noindex>/<nofollow> ট্যাগ ব্যবহার করতে পারেন।
টেকটিউনস -এ এটি আমার প্রথম টিউন...ভাল লাগলে আমি কৃতার্থ । ছোটোখাটো ভুলের জন্য ক্ষমাপ্রার্থী...
আমি codehunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাদেরকেও ধন্যবাদ…