উইন্ডোজ এক্সপি সেটআপ দেয়া শিখে নিন

টেকটিউনস এর সকলের প্রতি ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম টিউনটি করলাম। আর একজনকে একান্ত শুভেচ্ছা এবং ধন্যবাদ দিতে চাই, তিনি হলেন এমদাদ ভাই্। তিনি আমাকে যে কি সাহায্য করেছেন তা আমি এবং এমদাদ ভাই জানি। যা হোক আর কথা বাড়াবো না। চলুন আলোচনায় চলে যাই .........

আমরা যখন কম্পিউটার এর উইন্ডোজ এর বিভিন্ন সমস্যায় পরি, তখন তা বাজারের টেকনিশিয়ানের কাছে নিয়ে আসা ছাড়া আর বিকল্প কোন পথ খোলা থাকে না। আর যখন টেকনিশিয়ানদের কছে নিয়ে আসা হয়, তখন তারা অবস্থা ভেদে ২০০-৫০০ টাকার বিনিময়ে তা ঠিক করে দেয়। ঠিক করে দেয় ভাল কথা্ কিন্তু শখের জিনিসটি আবার সমস্যায় পড়বে না এমন কোন নিশ্চয়তা তো আর তারা দিতে পারে না বা দেয় না। একবার চিন্তা করে দেখেন যদি কোন মাসে আপনার কম্পিউটারটি একাধিক বার সমস্যা করে, তাহলে কি উপায় ভাবছেন কি কখনো,  এভাবে আপনাকে গুনতে হবে ১০০০ বা তার বেশি টাকা। তারপর তো আবার সই অনিশ্চয়তা আছেই। তাই যে ভাই-বোনেরা উইন্ডোজ এক্সপি সেট আপ দিতে পারেন না বা কখনো সেটআপ সেটআপ দেয়া চেস্ঠাটুকু করেন নাই, তাদের জন্যই আমার এই টিউনটি করা। আশা করি আপনাদের উপকারে লাগবে। আর আপনাদের উপকারে লাগলেই আমার টিউনটি সার্থক .... আর একটি কথা - টিউনটি অবশ্যই অভিজ্ঞদের জন্য নয়।

উইন্ডেজ এক্সপি সেটআপ করতে কম্পিউটার এর পারফরমেন্স ভেদে সময়ের তারতম্য হয়ে থাকে। চলুন শুরু করা যাক -

উইন্ডোজ এক্সপি সেটআপ দিতে তিনটি ধাপ অনুসরন করতে হয়। নিচে ধারাবাহিক ভাবে ধাপগুলো অনুসরন করুন--

ধাপ - ১ : Installation শুরু .....

  • প্রথমে উইন্ডোজ এক্সপি এর বুটাবল সিডিটি আপনার কম্পিউটারের রমে প্রবেশ করান এবং কম্পিউটারটি পুণরায় চালু করান।
  • কম্পিউটারটি পুনরায় চালুন সময় যখন মনিটরের নিচের দিকে Press any key to boot from CD .. লিখা দেখাবে তখন কি-বোর্ড থেকে যেকোন একটি key চাপুন। Press any key to boot from CD .. লিখাটি কয়েক সেকেন্ডের জন্য থাকে। যদি তা কখোনো মিসটেক করেন, তাহলে আবার পুনরায় কম্পিটার চালু করে চেষ্ঠা করতে হবে। নিচের চিত্রটি লক্ষ করুন.....

2

  • Windows XP Professional Setup Screen বা page আসবে। এই সময় আপনার মাউস কাজ করবে না। সুতরাং আপনাকে অবশ্যই বি-বোর্ড ব্যবহার করে কাজ করতে হবে। Welcome page এ Enter চাপুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....
  • 3
  • Windows XP Licensing Agreement page আসলে Licensing Agreement টি পড়তে পারেন। পরের পেজ পড়ার জন্য PAGE DOWN key চাপুন। তারপর F8 key চাপুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....4
  • এই পেজ এ যা করতে হবে, তা হল - আপনাকে হার্ডডিক্স ড্রাইভকে ফরমেট করার জন্য ফাইল সিস্টেম পছন্দ করতে হবে। এখানে by default NTFS file system সিলেক্ট করাই থাকে। আপনার পছন্দমত  ফাইল সিস্টেম পছন্দ করুন এবং ENTER চাপুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....7
  • এরপর উইন্ডেজ এক্সপি অটোমেটিক আপনার C: ড্রাইভের সকল তথ্য মুছে ফেলবে। এবঙ নতুন তথ্য কপি করবে। এরপর আপনি আপনার কম্পিউটারকে ১৫-২০ মিনিটের জন্য ছেড়ে দিতে পারেন। কারন নতুন ফাইল কপি করতে Windows XP ১৫-২০ মিনিট সময় নিবে। নিচের চিত্রটি লক্ষ করুন.....8
  • এখানেই প্রথম ধাপ শেষ। কিছুক্ষন পর Windows XP নতুন ফাইল কপি করার পর, কম্পিউটার পুনরায় চালু করবে।

ধাপ - ২ : Continue the installation শুরু .....

  • Windows XP নতুন ফাইল কপি করে পুনরায় চালু হবে। এবং installation process চলতে থাকবে। এই অবস্থান থেকে আপনি আপনার মাউস পয়েন্টার কে ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ পর Regional and Language Options page প্রদর্শন করবে। default settings রেখে Next Click করুন। আপনি Regional and Language Options গুলো উইন্ডোজ এক্সপি সেটআপ শেষে Control Panel থেকে পরিবর্তন করতে পারবেন। নিচের চিত্রটি লক্ষ করুন.....9
  • আবারো Next Click করুন।
  • এবার Your Product Key page আসবে। আপনার ক্রয়কৃত Windows XP CD এর মোড়কে যেই সিরিয়াল নম্বরটি দেয়া থাকবে সেটি ক্রমান্বয়ে রিখে দিন। চাইরে নিচের চিত্রে দৃশ্যমান সিরিয়ার নম্বরটি লিখে দিতে পারেন। প্রতি Windows XP installation এ এই সিরিয়াল নম্বর টি দিতে হবে। তারপর Next click  করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....11
  • Computer Name and Administrator Password page আসবে। আপনার পছন্দমত একটি নাম বসিয়ে দিন। নিচের যে ঘর দুটিতে পাসোয়ার্ড এর জন্য খালি আছে সে ঘর দুটি খালি রেখেই Next click করুন। এই পাসোয়ার্ড আপনি সেটআপ শেষে Control Panel থেকে দিতে পারবেন। নিচের চিত্রটি লক্ষ করুন.....12
  • এরপর Date and Time Settings page আসবে। Date and Time অটোমেটিকই সেট হয়ে থাকে। আপনাকে শুধু Time Zone টি  down arrow দিয়ে সঠিক টি নির্বাচন করে দিতে হবে। [আপনাদের সুবিধার্থে Time Zone টি লিখে দিচ্ছি - (GMT -06:00) Astana Dhaka.] তারপর Next click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....13
  • এখন Windows XP আপনার কম্পিউটারকে configuring করার জন্য দু-এক মিনিট সময় নিবে।
  • এরপর Networking Settings page আসবে। এখানে default setting  রেখে  Next click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....14
  • এরপর Workgroup or Computer Domain page আসলে Next click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....15
  • এখানেই দ্বিতীয় ধাপ শেষ। কিছুক্ষন Windows XP কনফিগারেশন কপি করবে। তারপর কম্পিউটার পুনরায় চালু করবে।

ধাপ - ৩ : Complete the installation শুরু .....

  • ১৫-২০ মিনিট Windows XP কনফিগারেশন কপি করার পর কম্পিউটার পুনরায় চালু করবে।
  • এখানে Display Settings dialog box প্রদর্শন করবে। এখানে ok click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....16
  • তারপর Monitor Settings dialog box প্রদর্শন করবে। এখানে ok click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....17
  • উইন্ডোজ এক্সপি সেটআপ এর চূড়ান্ত stage প্রদর্শন করবে। Welcome to Microsoft  Windows page প্রদর্শন করলে  Next click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....18
  • Help protect your PC page আসলে Help protect my PC by turning on Automatic Updates now radio button select করে Next click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....19
  • Ready to register with Microsoft? page আসবে  No, not at this time click করেন,  Next click করেন। নিচের চিত্রটি লক্ষ করুন.....22
  • Who will use this computer? page আসবে, Your Name লিখার পাশে আপনার নাম দিন। যদি আপনার কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকে তবে 2nd User, 3rd User ......... এভাবে নাম বসিয়ে দিন। তারপর Next click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....24
  • Thank you! Page আসবে, Finish click করুন। নিচের চিত্রটি লক্ষ করুন.....25
  • Congratulations! Windows XP setup is complete.
  • এরপর আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুরো ক্রমান্বয়ে ইন্সটাল করতে পারবেন।

উইন্ডোজ এক্সপি সেটআপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে Microsoft এর এই লিঙ্কটাতে একটু ঢূ মেরে আসুন। http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/install.mspx

ইতিকথা, সম্মানিত টেকটিউনসের সদস্যবৃন্দ এটা আমার টেকটিউনসে করা প্রথম টিউন। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তবে তা সরাসরি বলবেন। ভাল লাগলে কমেন্ট করবেন, না লাগলে কমেন্ট করবেন। আপনাদের ভাল লাগা বা মন্দ লাগা আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

স্বাগতম শাওন ভাই টেকটিউন-এ
এমদাদ

    ভাই যা করছি বা আগামীতে করবো তা সবই আপনার কল্যানে……….. আবারো ধন্যকাদ আপনাকে ………………..

    Level 0

    অভ্যাস টা change করলেন না এখনও।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

ভাই কিভাবে উইন্ডোজ ভিসতা সেটআপ করতে হয় তা কি তুলে ধরা যায় ??? আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ ভিসতা আর আমি প্রায়ই নানা রকম সমস্যা ফেইস করে থাকি গত ১ বছরে আমার কম্পিউটার এ ৪ – ৫ বার উইন্ডোজ সেটআপ দিতে হয়েছে । তাই প্লিজ যদি সম্ভব হয় ভিসতা কিভাবে সেটআপ করতে হয় তা তুলে ধরলে খুব ভালো হত …………… ধন্যবাদ ।

নাবিল, মালোএশিয়া ।

    অবশ্যই সম্ভব। তবে একটু সময় লাগবে এই আর কি। দয়া করে সবুর করবেন…………………… মন্তব্য করার জন্য ধন্যবাদ !!!!!!!!!!!!!!

    ঠিক আছে … আমি অপেক্ষা করছি । প্লিজ একটু জলদি দেখবেন …. আবারো ধন্যবাদ 🙂

    আপনি সরাসরি হেল্প নাম্বারে যোগাযোগ অরতে পারেন………..+88-01670319719

ভাইজান এরকম কপি পেষ্ট করে বিখ্যাত হওয়ার চেয়ে। নতুন কিছু করার চেষ্টা করোন তাহলে আরও উন্নতি করতে পারবেন। ধন্যবাদ

    ভাই কপি-পেষ্ট করেছি এটা বলতে পারেন না আপনি। কারন আমি এর আসল লিংক তো দিয়েই দিছি। আর টিকটিউনে যারা টিউন করে বা করছে তারা তো সবাই নিজের থেকে সব কিছু তৈরী করে না। নির্দিষ্ট কোন উতস থেকে প্রাপ্ত তথ্যটিই সবার নিকট বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হয়। আশা করি আমার কথা আপনার বুঝতে অসুবিধা হবে না। আর হ্যা বাজে মন্তব্য করে কারো মন নষ্ট না করে নিজেই ভাল কোন টিউন করুন। ধন্যবাদ আপনাকে …………………………

    dekhun ami বলব MTA খারাপ কিছু বলেননি কিন্তু তার মানে এই না আমি আপনার টিউন্টাকে খারাপ বলছি…
    after every single person should hv a own opinion

Level 0

Welcome.

Dear Sawon Bhai Your Tune is Good. But I Hope, The Visitor Of Web Site Or all of Our great tuner khow how windows have to install. Because They are all expert. So Please Give Some Uncommon Things which is not in the Techtunes. And Remember We have right to give comment in your tune That’s not বাজে মন্তব্য.

Thank you.
Ke ki bollo jani na, tobe amar khuuuuuub valo legechhe,eta. asole ami Vista use korte korte Xp r bapar ta vulei giechhilam.Koyekdin agei amar ek chhoto vai amake tar XP ta setup debar janne bolechhilo.ektu ghabre giechhilam…kintu ekhon thik parbo,.( *** ami age jeta jantam,seta te ekta DOS mode e gie kichhu ekta lekhar bapar chhilo….kintu eta te nei…valo. laglo.)
Thanks again.

    dos a jeta likte hoto ta chilo win-98 e এক্সপি তে লিখা লাগত না

Level 2

আমি আসলে একটু দ্বিধাদ্বন্ধের মধ্যে আছি । জনাব শাওনের এই টিউন সম্বন্ধে কোন মন্তব্য করব কি করব না । কারণ , শাওন তার টিউনে লিখেছেন — ইতিকথা, সম্মানিত টেকটিউনসের সদস্যবৃন্দ এটা আমার টেকটিউনসে করা প্রথম টিউন। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তবে তা সরাসরি বলবেন। ভাল লাগলে কমেন্ট করবেন, না লাগলে কমেন্ট করবেন। আপনাদের ভাল লাগা বা মন্দ লাগা আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। অথচ , পরবর্তীতে – – এমডি তাসলিম আহমেদ এর মন্তব্যের জবাবে এমন ভাষা ব্যবহার করেছেন যে , তাতে করে আমি তার (শাওনের) টিউনের কোন মন্তব্য করতে সাহস পাচ্ছি না । যদিও টিউনটি কপি পেষ্ট তাতে কোন সন্দেহ নেই এবং এই টিউনটিতে জনাব শাওনের ব্যক্তিগত কৃতিত্বও আদৌ নেই । কিন্তু তাই বলে (শাওন) আপনার মনে আত্নঅহমিকার কমতি নেই একটুও । আর এটা একটু অন্য রকম দেখায় তাই নয় কি ? টিউনার এবং সম্মানিত পরিদর্শক সবাইকে নিয়েই টেকটিউনস আমাদের একটি যৌথ পরিবার । এখানে আমরা সবাই একে অপরের সাথে বন্ধুভাবাপন্ন । এখানে কেউ কারো শত্রু নই । আমরা সবাই এখানে ভাল কিছু শিখার উদ্দেশ্য নিয়েই আসি । আশা করি বিষয়টি মনে রাখবেন ।
পরিশেষে জনাব শাওন , আপনাকে টেকটিউনসে স্বাগতম । অনেক অনেক ধন্যবাদ আপনার প্রথম টিউনের জন্য । আগামীতে আরো বেশী তথ্যপূর্ণ টিউন করবেন আশাকরি ।

বিঃদ্রঃ আমার এই মন্তব্য কাউকে ব্যক্তিগত আক্রমনের উদ্দেশ্যে নয় । আশা করি কেউ কোন রকম মনোকষ্ট নিবেন না ।

মোহাম্মাদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আর আমি আবারো বলছি যে, আমি আপমার টিউনটির আসল লিং্ক টাতো দিয়েই দিছি। তাহলে এখানে কি কারোো মনে সন্দেহ থাকার কথা যে আমি টিউনটি কোথায় থেকে পাইছি। ভাই আমি জাষ্ট মাইক্রোসফট্ এর সাইট থেকে লেখা গুলো বাংলায় রুপান্তর করে আপনাদের সামনে তুলে ধরেছি। আর ভাই বন্ধু ভাবাপন্নতা নিয়েই টেকটিউনে টিউন করবো। ……… আর একটি কথা আপনি আপানর ইচ্ছা মত মন্তব্য করবেন, এতে অন্যের অনুমতির কি আছে বলেন………….. ভাই আপনি সুদুর জেদ্দা থেকে আমার টিউনে মন্তব্য করছেন এটাই আমার জন্য অনেক। ভাল থাকবেন দোয়া করি। …………………

এতো কস্ট করে বাংলায় সহজ ভাবে টিউনটি করার জন্য ধন্যবাদ। আমাদের চেনা পরিচিত অনেকেই আছে যারা Windows XP সেটআপ দিতে পারে না। যারা পারে তাদের কাছে সাহা্য্যর জন্য যায়। এমনকি বিক্রেতার কাছে গিয়ে টাকা দিয়েও করে নিয়ে আসে।
এই টিউন টা রেফারেন্স হিসেবে তাদেরকে দেযা যাবে কারণ এটা বাংলায়, তাই তাদের বুঝতেও সমস্যা হবেনা।

হা হা হা শাওন ভাইয়ের বাংলাতে জীবনের প্রথম টিউন!! 😀 ফাটাইয়া দিছেন ভাই।

অসাধারন হইছে ভাই। আমি এখনও xp setup দিতে পারিনা। তাই এরকম একটা টিউন খুজছিলাম। ধন্যবাদ ভাইয়া।

mother board er cd dibo ke???