আমরা অনেক সময় নিজের প্রয়োজনে বা বিভিন্ন কারণে ব্লগারের
হোমপেজ থেকে পোস্ট গুলো লুকিয়ে বা (Hide করে) রাখি।কোন
ভিজিটর এলে তারা তখন দেখতে পায় নো পোস্ট ম্যসেজ।
আবার অনেক সময় আমাদের ভিজিটর কোন কিছু সার্চ করল কিন্তু সেই
কন্টেন্ট আমার সাইটে নেই তখন সে ম্যাসেজের মাধ্যমে দেখতে পায় সেই
কন্টেন্ট আমাদের সাইটে নেই।আবার অনেক সময় নিচের ছবিটিও দেখা যায়।
আমরা অনেক সময় নিজের অজান্তেও এমন সমস্যা গুলো থেকে মুক্তি
পেতে চাই। এমন সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ
করতে হবে।
প্রথমে আপনি আপনার ব্লগার একাউন্টে লগ ইন করুন।
এবার Template এ গিয়ে Edit Html এ ক্লিক করুন।এবার Process এ ক্লিক করুন।
এবার Expand Widget Template এ ক্লিক করুন ।
এবার F+Control বাটন চেপে নিচের কোড টুকু সার্চ করুন।
]]></b:skin>
এবার নিচের কোডটুকু ]]></b:skin> এর আগে পেস্ট করুন।
.status-msg-wrap{display:none !important;}
এবার Save এ ক্লিক করুন। এবার আপনি পুরোপরি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।
আপনার সিএসএস শুধু ডেস্কটপ ভার্সনের কাজ করবে। মোবাইল ভার্সন (…?m=1) বা ডিনামিক (…/view) ভিউতে কাজ করবে না বলে আমার ধারনা।