আপনার ব্লগে যুক্ত করুন স্টাইলিশ Facebook Like Box

আসসালামু আলাইকুম। আশা করি টেকটিউন্সের সাথে কোন না কোন ভাবে যুক্ত সকল ব্যক্তিই ভাল আছেন। আজ আপনাদের আমি দেখাব কিভাবে একটি সাধারণ ফেসবুক লাইক বক্স উইডগেটকে অসাধারণ করা যায়। যে উইডগেট টি আপনারা আপনাদের ব্লগে বা ওয়েব সাইটে যুক্ত করতে পারবেন।

Live Demo

প্রথম পর্যায়ঃ

তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাকে আপনার কাংখিত ফেসবুক পেজটির ID যোগার করতে হবে। এজন্য আপনাকে যেতে হবেএই লিঙ্ক

এই লিঙ্কে গেলে আপনি ওয়েব পেজে এই বক্সটি দেখতে পাবেন । এবার এই বাক্সটির Enter Your Facebook Username এর জায়গায় আপনার ফেসবুক পেজের Username লিখুন। এরপর Get Details  এ ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো খুলবে যেখানে আপনি আপনার  ফেসবুক পেজের ID পাবেন।

দ্বিতীয় পর্যায়ঃ

  • আপনার ব্লগার একাউন্টে লগ ইন করুন।
  • এবার Layout Option সিলেক্ট করুন।
  • এবার Add A Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে।
  • এবার Html/JavaScript এ ক্লিক করুন।
  • এবার নিচের কোড টূকু কপি করে Content Box এ পেস্ট করুনঃ
<iframe src="http://www.connect.facebook.com/widgets/fan.php?channel_url=http://probloggingtools.com/?fbc_channel=2&id=285964218143147&name=PBT&width=297&connections=10&stream=0&logobar=0&css=http://probloggingtools.googlecode.com/files/facebook-like-Box-style.css" height="300" frameborder="0"> </iframe>
  • এবার লাল রঙের এই  285964218143147 টা Delete করে
  • আপনার পেজের ID নাম্বার টা এখানে পেস্ট করুন । এবার Save বাটনে ক্লিক করুন ।

ধন্যবাদ।

Level 0

আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @digitallover_1991: ভাই আপনার ব্লগটা দেখলাম, অনেক সুন্দর হইছে, আমিও আপনার ব্লগের মত আমার ব্লগে Share Marker এর Scrolling টা দিতে চাই, প্লিজ আমাকে Html code টা দিবেন, সারা জীবন আপনার অনেক কৃতজ্ঞ থাকব, আশা করি নিরাশ করবেন না, আমি অনেক আশা নিয়ে আছি, দয়া করে হেল্প করবেন, আমার খুব দরকার, ধন্যবাদ

Source code kotha thake palan ataki apnar nijar likha..?

vai ata ki shudho blogspot blog a kora jabe. webnode ar bloge ki kaj korbe?
ami amar bloge korte chacchi. aktu janaben ki?

Amar blog: http://www.volitionsks.webnode.com

I am find an error message like this “There was an error fetching the like box for the specified page.”

Could you please help me in this concern?
I don’t know what is the possible reason.

Oh.. I got my ID in very short form…… you may check my code also if you have time.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Level 0

Blog পেজ এ এড করার জন্য সত্যিই খুব চমৎকার । অনেক ধন্নবাদ ।

ধন্যবাদ ভাই। আমি এড করতে পারছি।

http://www.volitionsks.webnode.com

amio paresi