আসসালামু আলাইকুম। আশা করি টেকটিউন্সের সাথে কোন না কোন ভাবে যুক্ত সকল ব্যক্তিই ভাল আছেন। আজ আপনাদের আমি দেখাব কিভাবে একটি সাধারণ ফেসবুক লাইক বক্স উইডগেটকে অসাধারণ করা যায়। যে উইডগেট টি আপনারা আপনাদের ব্লগে বা ওয়েব সাইটে যুক্ত করতে পারবেন।
তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাকে আপনার কাংখিত ফেসবুক পেজটির ID যোগার করতে হবে। এজন্য আপনাকে যেতে হবেএই লিঙ্ক
এই লিঙ্কে গেলে আপনি ওয়েব পেজে এই বক্সটি দেখতে পাবেন । এবার এই বাক্সটির Enter Your Facebook Username এর জায়গায় আপনার ফেসবুক পেজের Username লিখুন। এরপর Get Details এ ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো খুলবে যেখানে আপনি আপনার ফেসবুক পেজের ID পাবেন।
<iframe src="http://www.connect.facebook.com/widgets/fan.php?channel_url=http://probloggingtools.com/?fbc_channel=2&id=285964218143147&name=PBT&width=297&connections=10&stream=0&logobar=0&css=http://probloggingtools.googlecode.com/files/facebook-like-Box-style.css" height="300" frameborder="0"> </iframe>
ধন্যবাদ।
আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।
amar asa Bhai. please check this blog http://tutul6610.blogspot.com/2012/01/tutul6610_18.html