অনেক দিন কোন টিউন করা হয় নি, তাই আজ একটা নতুন বিষয় নিয়ে টিউন করছি। আমার প্রথাগত কোন কম্পিউটার এর উপর কোর্স করা নেই। যা কিছু শিখেছি সম্পূর্ণটাই নেট ঘেঁটে, তাই আজকের এই বিষয় নিয়ে অনেকে আগে জানতেও পারেন। যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।
আমি টোরেন্ট থেকে অনেক সফ্টওয়্যার ডাউনলোড করেছি । কিভাবে সেটাই জানাব। এই খান থেকে যদি সফ্টওয়্যার গুলো পান দেখবেন সেগুলোর অরিজিনাল ভার্সন কিভাবে হবে সব থাকে, এর জন্য একটা ডাউনলোড ম্যানেজার দরকার , যেটা আমি ইউস করি সেটা হল free download manager । এখান থেকে fdmএর latest version টা ডাউনলোড করে ইন্সটল করে নিন। fdm এর বৈশিষ্ট্য হল এটা torrent support করে। এবার আপনার browser এর address box এ টাইপ করুন http://torrentz.eu/ দেখবেন এরকম একটা পেজ আসবে
এখানে আপনি যেকোনো জিনিসের সার্চ করতে পারেন (গান, সফ্টওয়্যার, মুভি আরও অনেক কিছু)।
আমি মাঝে মাঝে সার্চ করি, যেমন ধরুন একদিন সার্চ বক্স এ লিখলাম microsoft office , দেখুন এর সার্চ রেজাল্ট কি হোল।
আমি এখান থেকেই office 07 ও office 10 ডাউনলোড করেছি এবং আমার pcতে এখন office10 ওরিজিনাল ভার্সন আছে তাই এখন office13 ডাউনলোড করছি, যেহেতু আমার নেট স্পীড খুবই কম তাই দিন ১০-১৫ লাগবে
আমি কি ভাবে office13 ডাউনলোড শুরু করেছি সেটাই দেখাচ্ছি
এখানে দেখুন file size কতো দেখাচ্ছে এবং verified এও দেখতে পারেন। ধরুন office13 তে ক্লিক করলাম
এরকম পেজ আসবে
এখনে সবগুলই টরেন্ট সাইট। torrenthound এই সাইট টা আমার খুব পছন্দের।
এখানে ক্লিক করলে নতুন একটা পেজ খুলবে। আপনি যেকোনো সাইটে ক্লিক করতে পারেন তবে যেখানেই করুন না কেন । সেই পেজে টরেন্ট এ ক্লিক করতে হবে। সেটা সব এক রকম হবে না, যেমন এখানে আমি দু একটা পেজে দেখাচ্ছি next কোথায় ক্লিক করতে হবে
অর্থাৎ যে সাইটেই যান না কেন টরেন্ট লেখাটা খুজে দেখতে হবে।যেখান থেকে ডাউনলোড হবে।
এবার টরেন্ট এ ক্লিক করে একটু অপেক্ষা করুন fdm এর pop-up আসলে ওকে করুন , কিছুক্ষণ এর মধ্য ডাউনলোড শুরু হবে
এখানে peer যদি থাকে তবে দেখতে হবেনা, আবার এরকম ও হবে, আমি দেখেছি অনেক গুলো সফ্টওয়্যার ডাউনলোড করার সময় peer না পাওয়ার দরুন সব কিছু ঠিক থাকলেও ডাউনলোড হবে না। যতো peer থাকবে ততো ডাউনলোড স্পীড বেশি হবে। নিচের ছবিতে দেখুন, ms office13 ডাউনলোড করার সময় অনেক peer আছে ওর নিচেই দেখুন portable Adobe Flash CS3 এর peer খুব ভালো না তাই ডাউনলোড বন্ধ রেখেছি।
কতগুলো কথা মনে রাখবেন –
করতে করতে সব বুঝে যাবেন, আমি যখন পেরেছি আপনারাও নিশ্চয়ই পারবেন। ব্যাপারটা শিখে রাখুন, windows 8 with activated রিলিজ হলে এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।
আপনারা যারা নতুন শিখলেন বা জানলেন- কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ
আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে ।আমার অনেক উপকার হল।