আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি ভাও ভালো আছেন।
পোষ্টা লিখার সময় আমার এখানে তিনবার কারেন্ট চলে গিয়েছিল । তারপরেও অনেক কষ্ট করে পোষ্টা আপনাদের সাথে শেয়ার করলাম । টেকটিউনসের কাছে আমার অনুরোধ দয়া করে পোষ্টা ডিলিট করবেন না ।
আমি প্রথমেই বলছি এই সুযোগটি তারাই কাজে লাগাতে পারবেন যারা এখনো গত মাসে নেওয়া P2,P3 পেকেজটি ডিএক্টিভেট করেননি । তার মানে হচ্ছে আপনি যদি গত মাসে P2,P3 নিয়ে থাকেন এবং সেটা যদি এখনো ডিএক্টিভেট না করে থাকেন তাহলে আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারবেন ।
আমার আগে থেকে P2 প্যাকেজ অ্যাক্টিভ করা আছে তাই আমি সুযোগটি কাজে লাগাতে পারছি । আমি গত 30/07/তারিখে রাত ১১ টার দিকে কাস্টমার কেয়ার এ ফোন দিয়ে P2 ডিএক্টিভেট করে P3 অ্যাক্টিভ করতে চাইলে তারা আমাকে জানায় যে ,পোষ্টপেইডের উক্ত দুটি প্যাকেজে নতুন করে Up-front charging পলিসি শুরু করেছে।এই নতুন পলিসি অনুসারে আপনি আপনার চলমান ডাটার মেয়াদ শেষ না হবার আগ পর্যন্ত এই প্যাকেজ টি বাতিল করতে পারবেন না (WTF :S)।অর্থাৎ ডাটা ভলিউমের মেয়াদ শেষ হবার আগে প্যাকেজ বাতিল করতে চাইলে আপনার পুরো মাসের বিল গুনতে হবে, P3=287.50 টাকা ।
তদের এই নতু পলিসির কথা শুনে আমি তাকে আমার পূর্বের প্যাকেজ মানে P2 প্যাকেজ অ্যাক্টিভ রেখে আমার আমার বিল চেক করতে বললাম । বিল চেক করে সে আমাকে জানায় , আমার বকেয়া বিল ২৮৫ টাকা । আমি তারপর রাত ১২.০৫ মানে পহেলা অগাষ্ট ঐ অবস্থায় নেট চালাই তারপর সকাল ৯.০৭ আমাকে মেসেজের মাধ্যমে জানায় যে আমার বকেয়া বিল ৩১৫ টাকা । আমি সকাল ১০ টার দিকে আমার এই সিমেই আবার ৫০ টাকা ডুকাই এবং ১২১১১ কলকরে বিল চেক করে জানতে পারি আমার বকেয়া বিল ২৬৫ টাকা । আমি পুনরায় ঐ সিম দিয়ে নেট ব্যবহার শুরু করি এবং কিছুক্ষণ পর ১২১১১কলকরে আবার বিল চেক করি এবং আস্বাস্তো হই যে আমার বিল আগের আবস্থায় মানে ২৬৫ টাকাই আছে ।বিল টা দেখে একটু সাহস পেলাম এবং বুঝলাম যে আমি যতদিন আমার পূর্বের প্যাকেজ মানে P2 প্যাকেজ ডিএক্টিভেট করবনা ততদিন আমি ৫০বা ১০০ টাকা রিচার্জ করে দিব্বি p2 প্যাকেজ ব্যবহার করতে পারবো ।
আজ সকালে বুঝলাম যে আমার ধারণা ঠিক আছে । কারণ গত দুই দিন নেট ব্যবহার করার পর আজ সকাল ৮.০৫ আমাকে মেসেজের মাধ্যমে জানায় যে আমার বকেয়া বিল ৩0৭ টাকা ।
কিছুক্ষণ আগে আমি আবার ৫০ টাকা রিচার্জ করলাম এবং টেকটিউনসে এসে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম।
আশা করি এখনো গত মাসে নেওয়া P2,P3 পেকেজটি ডিএক্টিভেট করেননি তারা উপরের বিষয়টি পড়ে বব্যবহার করতে পারবেন ।
আমি মানুষটা আনেক ছোট কেবল ১৬ তে পা দিয়েছি , তাই লেখায় কোন ভুল হলে ক্ষমা করবেন । আর মন্তব্যের করার সময় তুমি করে বলবেন ।
আর একটি বিষয় শেয়ার না করে পারছিনা, তা হল নতুন একটি ব্লগ , নাম ALL BD BLOG যেখানে চেষ্টা করেছে টেকটিউনস, টিউনারপেজ, পিসি হেল্পলাইন্,টেকটুইটস ও আরো অন্যান্য ব্লগ সাইট ও আরো অনেক কিছুকে কে একত্রিত করতে, আমার অনেক ভাল লেগেছে আশা করি আপনাদের ভাল লাগবে । সাইটির লিংক ALL BD BLOG
আমি Rejaul islam Reja। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এভাবে তো আগে থেকেই ব্যবহার করা যায় এবং ভবিষ্যতেও যাবে। দিনের টাকা এখনো দিনেই কাটে। শুধু প্যাকেজ ডিএক্টিভেট করলে এক মাসের টাকা একবারে কেটে নিবে। কিন্তু সমস্যা হল ৫গিগার লিমিটের কি হবে?? ওটাই তো আসল প্রবলেম 🙁