গ্রামীণফোন পোস্টপেইেডের আনলিমিটেড P2,P3 ব্যবহার করুন আগের মত !!!

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি ভাও ভালো আছেন।

পোষ্টা লিখার সময় আমার এখানে তিনবার কারেন্ট চলে গিয়েছিল । তারপরেও  অনেক কষ্ট করে পোষ্টা আপনাদের সাথে শেয়ার করলাম । টেকটিউনসের কাছে আমার অনুরোধ দয়া করে পোষ্টা ডিলিট করবেন না ।

আমি প্রথমেই বলছি এই সুযোগটি তারাই কাজে লাগাতে পারবেন যারা এখনো গত মাসে  নেওয়া  P2,P3 পেকেজটি ডিএক্টিভেট করেননি । তার মানে হচ্ছে আপনি যদি গত মাসে  P2,P3 নিয়ে থাকেন এবং সেটা যদি এখনো ডিএক্টিভেট না করে থাকেন তাহলে আপনি এই সুযোগটি  কাজে লাগাতে পারবেন ।

আমার আগে থেকে P2 প্যাকেজ অ্যাক্টিভ করা আছে  তাই আমি সুযোগটি কাজে লাগাতে পারছি । আমি গত 30/07/তারিখে রাত ১১ টার দিকে কাস্টমার কেয়ার এ ফোন দিয়ে P2 ডিএক্টিভেট করে P3 অ্যাক্টিভ করতে চাইলে তারা আমাকে জানায় যে ,পোষ্টপেইডের উক্ত দুটি প্যাকেজে নতুন করে Up-front charging পলিসি শুরু করেছে।এই নতুন পলিসি অনুসারে আপনি আপনার চলমান ডাটার মেয়াদ শেষ না হবার আগ পর্যন্ত এই প্যাকেজ টি বাতিল করতে পারবেন না (WTF :S)।অর্থাৎ ডাটা ভলিউমের মেয়াদ শেষ হবার আগে প্যাকেজ বাতিল করতে চাইলে আপনার পুরো মাসের বিল গুনতে হবে, P3=287.50 টাকা ।

তদের এই নতু পলিসির কথা শুনে আমি তাকে আমার পূর্বের প্যাকেজ মানে P2 প্যাকেজ অ্যাক্টিভ  রেখে আমার আমার বিল চেক করতে বললাম । বিল চেক করে সে আমাকে জানায় , আমার বকেয়া বিল ২৮৫ টাকা । আমি তারপর রাত ১২.০৫ মানে পহেলা  অগাষ্ট ঐ অবস্থায় নেট চালাই তারপর সকাল ৯.০৭ আমাকে মেসেজের মাধ্যমে জানায় যে আমার বকেয়া বিল ৩১৫ টাকা । আমি সকাল ১০ টার দিকে আমার এই সিমেই আবার ৫০ টাকা ডুকাই এবং ১২১১১ কলকরে বিল চেক করে জানতে পারি আমার বকেয়া বিল ২৬৫ টাকা । আমি পুনরায় ঐ সিম দিয়ে নেট ব্যবহার শুরু করি এবং কিছুক্ষণ পর ১২১১১কলকরে আবার বিল চেক করি এবং আস্বাস্তো হই যে আমার বিল আগের আবস্থায় মানে ২৬৫ টাকাই আছে ।বিল টা দেখে একটু সাহস পেলাম এবং বুঝলাম যে আমি যতদিন  আমার পূর্বের প্যাকেজ মানে P2 প্যাকেজ ডিএক্টিভেট করবনা ততদিন আমি ৫০বা ১০০ টাকা রিচার্জ করে দিব্বি p2 প্যাকেজ ব্যবহার করতে পারবো ।

আজ সকালে বুঝলাম যে আমার ধারণা ঠিক আছে । কারণ গত দুই দিন নেট ব্যবহার করার পর আজ  সকাল ৮.০৫ আমাকে মেসেজের মাধ্যমে জানায় যে আমার বকেয়া বিল ৩0৭ টাকা ।

কিছুক্ষণ আগে  আমি আবার ৫০ টাকা  রিচার্জ  করলাম এবং  টেকটিউনসে    এসে  আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম।

আশা করি এখনো গত মাসে  নেওয়া  P2,P3 পেকেজটি ডিএক্টিভেট করেননি তারা উপরের বিষয়টি পড়ে বব্যবহার করতে পারবেন ।

আমি মানুষটা আনেক ছোট কেবল ১৬ তে পা দিয়েছি , তাই লেখায় কোন ভুল হলে ক্ষমা করবেন । আর মন্তব্যের করার সময় তুমি করে বলবেন ।

আর একটি বিষয় শেয়ার না করে পারছিনা, তা হল নতুন একটি ব্লগ , নাম  ALL BD BLOG  যেখানে চেষ্টা করেছে  টেকটিউনস, টিউনারপেজ, পিসি হেল্পলাইন্‌,টেকটুইটস ও আরো অন্যান্য ব্লগ সাইট ও আরো অনেক কিছুকে কে একত্রিত করতে, আমার অনেক ভাল লেগেছে আশা করি আপনাদের ভাল লাগবে । সাইটির লিংক ALL BD BLOG 

Level 0

আমি Rejaul islam Reja। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে তো আগে থেকেই ব্যবহার করা যায় এবং ভবিষ্যতেও যাবে। দিনের টাকা এখনো দিনেই কাটে। শুধু প্যাকেজ ডিএক্টিভেট করলে এক মাসের টাকা একবারে কেটে নিবে। কিন্তু সমস্যা হল ৫গিগার লিমিটের কি হবে?? ওটাই তো আসল প্রবলেম 🙁

    @হিমু: এভাবে তো আগে থেকেই ব্যবহার করা যায় ঠিক আছে , আপনি হয়তবা বিষয়টি জানেন , কিন্তু পোষ্টপেইডের উক্ত দুটি প্যাকেজে নতুন করে Up-front charging পলিসি শুরু করার পর থেকে আনেকেই বিষয়টা জানেনা যে P2,P3 পেকেজটি ডিএক্টিভেট না করে আগের মত ব্যবহার করা যায় ।

Level 0

active e prroblem nai just deactive problem. Deactive korte gelei full pement korte hobe. Amr 2ta sim so 10gb pamu.er majhe wimax asle gp er gusti kilamu

গ্রামীন বহু জালাইছে। প্রায় এক বছর ধরে দেশী জিনিস বিটিসিএল ব্রডব্যান্ড ব্যাবহার করি। মাঝখানে মোবাইলে ১ জিবি প্যাকেজ ব্যবহার করতাম জিপির। কিন্তু পরে সেটাও করতে পারলাম না।দিনদিন জিপির খারাপ নেটওয়াকের জন্য গত মাসে ফাইনালী গ্রামীনকে বিদায় জানাইছি। এখন মোবাইলে বাংলালিংক ১ জিবি প্যাকেজ ব্যবহার করি, খুব শান্তিতে আছি….

Bye GP,

Go to HELL GP……………

আমার ৪০০/- টাকা ১২১ এ কল করেই খাইয়া ফালাইছে। আমার লাইন চালু হয় নাই। গুষ্টিমারি P2 লাইন এর। চোর না ডাকাত এই গ্রামীন ফোন। ৪০০/- খোয়া গেছে কোন দিন ভুলবো না এই কুকুরদের।

    @Santahar007: ভাই শুধু কুকুর না সাথে চোর বাটপার বললেও কম হয়ে যাবে ।

Level 0

রেজা আপনার টিউনের কিছু অংশ আমার টিউন থেতে কপি করা কেনো????কপি করা বাদ দেন

    @khapate: Sorry ভাইয়া আপনার টিউন থেকে দুই লাইন কপি করার জন্য । সেদিন কাস্টমার কেয়ার এ ফোন করার পর সে আমাকে হুবহু আপনার টিউনেন ঐ দুই লাইনের মত করেই বলেছে । আমি প্রথমেই বলেছি যে,টিউন লিখার সময় আমার এখানে তিনবার কারেন্ট চলে গিয়েছিল । তারপরেও অনেক কষ্ট করে টিউনটি আপনাদের সাথে শেয়ার করেছি ।
    আর শুক্রবার হওয়ার কারনে জুমার নামায পরতে মসজিদে যেতে হয়েছিল । আর সময় মত মসজিদে যেতে না পারার কারণে, আম্মুর বকুনিও শুনতে হয়েছে ।
    পম্পূর্ণ টিউনটি কষ্ট করে লিখতে পারি ঐ দুই লাইন যে লিখতে পারতাম না এমনটি নয় ।

Level 0

কিন্তু ৫ জিবি শেষ হলে তার পর কি করে নরমাল স্পীড পাবো??

Level 0

আচ্ছা সুমির ভাই বাংলালিঙ্ক এর স্পীড কেমন ? আর আপনে কোথায় ব্যবহার করেন ?

    @meem:
    আসলে আমি বাংলালিংক ব্যবহার করি, প্রয়োজনীয় কিছু কাজ করার জন্য। আমি শেরপুর জেলায় থাকি। আমার এখানে ডাউনলোড স্পীড ২০ থেকে ৩৫ কেবি। আপনি বাংলালিংকের পি৪ প্যাকেজটা টেস্ট করে দেখতে পারেন।

অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় । ভাই আমি মাত্র দুই সপ্তাহ আগে এক্সপ্লোর সিম কিনেছিলাম ঐ সুবিধার জন্য । কারণ আমার ৫জিবি ১৫ দিনেই শেষ হয়ে যায় । এখন আমার কি হবে । আপনারই বলুন ।

    @ABU TASNEEM: একটা কাজ করতে পারেন ভাইয়া, তা হল পোষ্টপেইডের উক্ত দুটি প্যাকেজে নতুন করে Up-front charging পলিসি শুরু করার পর থেকে আনেকেই হয়তবা তাদের পোষ্টপেইড সিম ফেলে রাখবে বা চালাবে না , ঐ সিম গুলো থেকে এখনো গত মাসে নেওয়া P2,P3 পেকেজটি ডিএক্টিভেট করেননি সেগুলো থেকে একটি সিম নিন । তাহলে আপনার সিম সহ দুইটি সিম হবে আর P2 পেকেজটির এক মাসের টাকায় আপনি ১০ জিবি চালাতে পারবেন । মানে এটা ১৫ দিন ওটা ১৫ দিন ।

ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য, এই মাত্র আপনার ব্লগটি দেখে আসলাম, অনেক সুন্দর হয়েছে, এবং আমার ব্লগটিও এখানে এ্যাড করার জন্য অনুরোধ রাইল http://www.pchelpcenterbd.com/

I can finish 5GB in 4 day.