সামুর ইমোগুলো এখন আর কষ্ট করে মনে রাখতে হবে না, চ্যাট বারেই নিয়ে নিন

প্রায় দেড় বছর হচ্ছে টিটি ভিজিট করলেও কখন টিউন করা হয়নি, আসলে অলস বলতে যা বোঝায় পুরাটাই আমি। যাই হোক সাইফুল ভাইয়ের তৈরী করা সামুর ইমো গুলো খুবই সুন্দর কিছুদিন ধরেই ভাবছিলাম বারে আনা যায় কি না, যাতে আর মনে রাখতে না হয়, আর সবগুলো মনে রেখে টাইপ করাও কঠিন তাই অনেক চেষ্টা করে greasemonkey এর জন্য একটা স্ক্রীপ্ট তৈরী করছি যা দিয়ে ক্লিক করেই ইমোগুলো ব্যাবহার করা যাবে।

এর জন্য  ফায়রফক্সে আপনাকে প্রথমে greasemonkey ইনস্টল করা থাকতে হবে, না থাকলে এখান থেকে করে নিন, আর ক্রোম ব্যবাহার কারীরা Tampermonkey ইনস্টল করুন এখান থেকে যদি না থাকে। তারপর স্ক্রীপ্টটা নিচের লিংক থেকে ইনস্টল করে নিন। তারপর ফেবু রিলোড অথবা নতুন করে ওপেন করুন।

কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ, আর আরো কষ্ট করে সামুর ইমো গুলো ফেবুতে আনার জন্য সাইফুল ভাইকে স্পেশাল ধন্যবাদ।

কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন অথবা ফেবুতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Level 0

আমি মুহিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার কাজ করেছেন। কদিন ধরে ভাবছিলাম সামুর ইম‌গুলা ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার তৈরী করবো। আপনি আরো সুন্দরভাবে কাজটি করেছেন। প্রিয়তে নিলাম। ধন্যবাদ।

টেস্ট করলাম। পোস্ট স্টিকি করার আবেদন করি।

অনেক দিন পর একটা কামের মত টিউন পড়লাম। অনেক ধন্যবাদ। সামুতে শেয়ার করেছেন?

মুহিব ভাই দারুন একটি কাজ করেছেন, প্রিয়তে রাখলাম, অনেক অনেক ধন্যবাদ

অবশ্যই কাজ করেছে। বহুদিন পর কোয়ালিটি টিউন পেলাম। ফেসবুকে শেয়ার দিয়েছি। 🙄

Kaj hoi na too… Khali greasemonkey er default emo gulo dekhai. Samur gulo to pai na. Script install korar way ke?

Kajj to korcha naa ??

    @জয়: ভাই আপনি কি সব ঠিক মত করেছেন ? সবারই করছে, আপনারো করবে। কমেন্টে দেখুন মিনহাজুল হক শাওন ভাই এরও করেছে।

    @জয়: এ্যাডঅনস থেকে User Scrips এ যেয়ে দেখেন তো Samu emo ইন্সটল করা আছে কি না ?

@জহিরুল ইসলাম: greasemonkey এর তো কোন ডিফল্ট ইমো নেই, আপনি এই http://userscripts.org/scripts/show/139629 লিংক থেকে কি স্ক্রীপ্ট টা ইন্সটল করেছেন ?? এ্যাডঅনস থেকে User Scrips এ যেয়ে দেখেন তো Samu emo ইন্সটল করা আছে কি না ?

@মুহিব Na, user scripr install kora nai. tai to jigailam apnar script ta install kormu kemne?

যাদের সমস্যা হয়েছে তারা দরকার হলে js ফাইলটি ডাউনলোড করে নিন এবং গ্রিজমাংকি এডঅনটিএখান থেকে নামিয়ে নিন। তারপর Ctrl+O চেপে ফাইলটি দেখিয়ে দিলেই চলবে। 🙂

অস্থির জিনিস! এগুলারে কয় মৌলিক টিউন! 🙂 কয় টেরাক ধইন্ন্যা লাগব খালি বলেন অখনি পাঠাইতাছি 😀 :mrgreen:
মডারেটরদের কাছে টিউনটি স্টিকি করার আবেদন জানাই।

মুহিব ভাই, আপনি যদি চান সামুতে কেউ এটা শেয়ার দিক। তাহলে আমি আপনার হয়ে শেয়ার করতে পারি। 😀
ধন্যবাদ 🙂

হে হে হে ইমো মিসটেক ! কিছু মনে লইয়েন না আবার। 🙂

ব্যাফক হইসে,এইটাই দরকার সিল,পিলাচ লন এক বস্তা।পুস্ট প্রথম পাতায় লটকানো হোক(মানে স্টিখি করা হোক) 😛

    @Ochena Balok: নিলাম এক বস্তা, সেইখান থেকে আপনারেও দিলাম। 🙂

একটু ভুল আছে!
TyperMonkey না!!! Tampermonkey!!! 😆
যাই হোক ভাল কাজ করেছেন! 😀

একদম শেষের আগের ইমো টা তে ২ বার ক্লিক করলে সমস্যা হয়!
অন্য গুলি যেমন যতবার ক্লিক তত বার আসে! কিন্তু অইটা তে ২ ক্লিক করলে একটু সমস্যা হয়। ওইটা তে ২ ক্লিক করলে ওইটার যে কোড [[ghumpaise]] এইটার ব্র্যাকেট এর ভিতর ই Next Time কোড টা আসে।

মানে ইমো টা তে ক্লিক করার পরও কোড টা সিলেক্ট হইয়া থাকে!

Amar crome a click korla emo gula asa naa but dakha jai prob ki ?

    @জয়: এই সমস্যা টা আমারো হয়ছিল, আমি ক্রোম আনইন্সটল করে নতুন ভার্সন দিয়ে তারপর ঠিক হয়েছে। আপনিও করে দেখতে পারেন।

Level 0

এটি তো এতো দিন খুজতে ছিলাম হে হ হে।।অনেক ধন্যবাদ টিউনারকে।

Level 0

হাই হাই install করলাম, গ্রেস বানরে শো কর্‌ কিন্তু চ্যাট বারে শো করে না! এখন কি করবো? ভাইজান?

Amar crome new verson 21.0.1180.60 m kajj hoi naa

    @জয়: আপনি ক্রোমটা ফুললি আনইনস্টল দেন, তারপর ইনস্টল দিয়ে আগে Tampermonkey টা দিবেন, তারপর স্ক্রীপ্ট টা আশা করি কাজ হবে, আমি সহ আরো ৩-৪ জায়গায় এই ভাবে ঠিক করছি। ধন্যবাদ।

বেয়াফুক কাম করলেন ভাইসাব

প্লাসে প্লাসে প্লাসান্বিত

😛 😀 🙂 😉 কাজ হয়েছে অনেক অনেক ধন্যবাদ। মুহিব ভাই টিটিতে ইমো ব্যবহার আরেকটু সহজ করা যায়না?

এত্ত খামের তিউন
খমেন্ত না খরি তাকতে ফারলাম না

Level 0

sper like, bro…
কোন university এর CSE তে আছেন?

    @najarine: না রে ভাই, কেবল আ্যডমিশন দিব। CSE তে বড়ই ইচ্ছা আছে, দেখা যাক কি হয়।