প্রায় দেড় বছর হচ্ছে টিটি ভিজিট করলেও কখন টিউন করা হয়নি, আসলে অলস বলতে যা বোঝায় পুরাটাই আমি। যাই হোক সাইফুল ভাইয়ের তৈরী করা সামুর ইমো গুলো খুবই সুন্দর কিছুদিন ধরেই ভাবছিলাম বারে আনা যায় কি না, যাতে আর মনে রাখতে না হয়, আর সবগুলো মনে রেখে টাইপ করাও কঠিন তাই অনেক চেষ্টা করে greasemonkey এর জন্য একটা স্ক্রীপ্ট তৈরী করছি যা দিয়ে ক্লিক করেই ইমোগুলো ব্যাবহার করা যাবে।
এর জন্য ফায়রফক্সে আপনাকে প্রথমে greasemonkey ইনস্টল করা থাকতে হবে, না থাকলে এখান থেকে করে নিন, আর ক্রোম ব্যবাহার কারীরা Tampermonkey ইনস্টল করুন এখান থেকে যদি না থাকে। তারপর স্ক্রীপ্টটা নিচের লিংক থেকে ইনস্টল করে নিন। তারপর ফেবু রিলোড অথবা নতুন করে ওপেন করুন।
কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ, আর আরো কষ্ট করে সামুর ইমো গুলো ফেবুতে আনার জন্য সাইফুল ভাইকে স্পেশাল ধন্যবাদ।
কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন অথবা ফেবুতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি মুহিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার কাজ করেছেন। কদিন ধরে ভাবছিলাম সামুর ইমগুলা ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার তৈরী করবো। আপনি আরো সুন্দরভাবে কাজটি করেছেন। প্রিয়তে নিলাম। ধন্যবাদ।