বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ। উপমহাদেশের বিখ্যাত সুরস্রোষ্টা। একবার তার একটি গানের অনুষ্ঠান হচ্ছে। সারা রাত ধরে রাগ সংগীত চললো। ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ চোখ বন্ধ করে সারারাত ধরে রাগ ঠুমরী গাইলেন। চোখ খুলে দেখেন একজন মাত্র দর্শক বসে আছে। ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ বেশ খুশি হলেন এই ভেবে যে একজন প্রকৃত সংগীত অনুরাগী পাওয়া গেলো। ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ তাকে বললেন, "ভাই আপনি সারারাত ধরে গান শুনলেন? আপনি আসলেই সংগীত অনুরাগী"। লোকটি উত্তর দিলেন. "আমি আপনার গান শোনার জন্য বসি নি। আপনি যে মাদুরের উপর বসে আছেন ওটা আমার।"
[এই কৌতুকটি পেপার পত্রিকা সহ বিভিন্ন কৌতুকের বইয়ে পেয়েছি। কিন্তু "ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ" এর জীবনী গ্রন্হে পাই নি। তাই কতোটা বিশ্বাস যোগ্য আমার জানা নেই।]
যাই হোক, আমার কম পঠিত টিউন গুলোর মধ্যে রান কমান্ড শীর্ষে। তারপরও আমি দিয়ে যাচ্ছি। এখন চিন্তা করেছি রান কমান্ড সর্ম্পকিত টিউন আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখবো। তারপর রান কমান্ড সংক্রান্ত এডভান্স লেভেলের কিছু কাজ নিয়ে আসবো।
উইন্ডোজে রান কমান্ডের বহুবিধ ব্যবহার। রান কমান্ড নিয়ে ধারাবাহিক টিউন গুলো দেখলে যে কারও পক্ষে অনেক জটিল কাজ সহযে করা সম্ভব। আসুন আমরা রান কমান্ডের ব্যবহার জেনে নেই।
রানে যেতে হলে Start-Run অথবা Windows Key + R
১. utilman রান কমান্ডটি দ্বারা "ইউটিলিটি ম্যানেজারে" যাওয়া যাবে।
২. label রান কমান্ডটির সাহায্যে সি ড্রাইভের ভলিয়ম সিরিয়াল নম্বর দেখা যাবে।
৩. wab রান কমান্ডটি ব্যবহার করে উইন্ডোজ এড্রেস বুকে যাওয়া যাবে।
৪. wabmig রান কমান্ডটির সাহায্যে উইন্ডোজ ইমপোর্ট ইউটিলিটিতে যাওয়া যাবে।
আমি এখানে উইন্ডোজ-সেভেন দিয়ে দেখিয়েছি উইন্ডোজ এক্সপি সহ উইন্ডোজের পুর্বের যে কোনো ভার্সনের জন্য এই একই কমান্ড প্রযোজ্য। আসলে আমাদের রান কমান্ড ও কী-বোর্ডের উপর বেশী দখল থাকলে অনেক দ্রুত কাজ করা সম্ভব।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ধন্যবাদ…।কয়েকদিন পর আবার আপনার টিউন পেলাম।