অনেক দিন পর টিউন করতে বসলাম।সকলকে রমজানের শুভেচ্ছা।যারা কম্পিউটার এ বিভিন্ন ধরনের অফিসিয়াল এবং ফিনান্সিয়াল কাজ করেন তাদের জন্য একটি ক্ষতিকর জিনিস হল একটি কীলগার যার মাদ্ধমে আপনার টাইপ করা সব কিছু চলে যাবে একজন হ্যাকার এর কাছে । এই কীলগার থেকে বাচার জন্য অনেক সফটওয়্যার অনলাইনে পাওয়া যায় যা ফ্রিতে ডাউনলোডও করা যায় । বেশীর ভাগ সময়ই এই সফটওয়্যার গুলো Unditectable ট্রোজান বহন করে । যা আরও বেশী ক্ষতি করতে পারে । তাই এই সব সফটওয়্যার ব্যাবহার না করাই ভাল । আজকের পোস্ট এ আপনাদেরকে আমি কিছু পদ্ধতি শেখাব যা ব্যাবহার করে আপনারা সহজেই একজন হ্যাকারকে বোকা বানাতে পারবেন। তার আগে কিছু প্রয়োজনীয় জিনিস ও আপনাদের জানাব । আসুন দেখা যাক ।
সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হল আপনার কম্পিউটার এর বিল্ট ইন ফায়ারওয়াল এনাবেল করতে হবে আর সম্ভব হলে বাক্তিগত ফায়ারওয়াল তৈরি করতে হবে ।
সবাই যে কথাটিতে জোর বেশি দেন তা হল ভাল এন্টিভাইরাস ব্যাবহার করা । তাই সবসময় আপডেটেড এন্টিভাইরাস ব্যাবহার করুন । আমার মনে হয় বাংলাদেশে প্রায় ৯০%+ মানুষ(যারা কম্পিউটার ব্যাবহার করে) কোন সফটওয়্যার ব্যাবহার করতে গেলে সেই সফটওয়্যারটি একটিভেট করতে crack ব্যাবহার করেন । আমিও করতাম । এখন আর করি না কেননা হ্যাকাররা এই crack অংশটিকে হ্যাকিং এর একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছে । তারা এই crack এর সাথে বিভিন্ন ট্রোজান , ম্যালওয়্যার আর কীলগার কম্বাইন করে দেয় । আপনি ঐ crack ওপেন করলেই এই কীলগার একটিভেট হয়ে যায় । তাই crack ব্যাবহার থেকে বিরত থাকুন ।
এতক্ষন পর্যন্ত আপনাদের সাধারন ধারনা দিয়েছি । এবার আসুন দেখি প্রথম দুটি পদ্ধতি অবলম্বন করার পরও যদি আপনার কম্পিউটার কীলগার এ আক্রান্ত হয় তাহলে কি করবেন । যদি আপনার কাছে মনে হয় আপনার কম্পিউটার এ কীলগার আছে তাহলে অনলাইনে কোন জায়গায় আপনার ইউজার নেম দেয়ার সময় আপনার কীবোর্ড ব্যাবহার না করে On Screen key Board ব্যাবহার করুন । এই অন স্ক্রিন কিবোর্ড ব্যাবহারের জন্য স্টার্ট মেন্যুতে সার্চ বক্স এ osk লিখুন অথবা Start>run অথবা Win+R চেপে ধরুন আর রান এ osk.exe লিখে এন্টার চাপুন ।
আপনার ইউজারনেম এর পর পাসওয়ার্ড দেয়ার সময় প্রথমে পাসওয়ার্ড এর বক্স এ উল্টাপাল্টা কিছু লিখুন তারপর আপনার মাউস ব্যাবহার করে পাসওয়ার্ড বক্স এর সব লেখা সিলেক্ট করুন । তারপর আপনার আসল পাসওয়ার্ড লিখুন । ব্যাস হ্যাকার এর কাছে ভুল পাসওয়ার্ড চলে যাবে । এখানে আপনি On Screen key Board ও ব্যাবহার করতে পারেন।
আর তারপরও যদি মনে হয় আপনি হ্যাকিং এর শিকার বা আপনার কম্পিউটারে করু ক্ষতিকারক সফটওয়্যার আছে তাহলে আপনার টাস্ক ম্যানেজারে ঢুকে Processes ট্যাবে ক্লিক করে দেখুন নিচে দেয়া লিস্টের মত কোন প্রসেস আছে কিনা থাকলে তা End করে দিন।
adaware.exe, alevir.exe, arr.exe, ascv.exe, backWeb.exe bargains.exe, blss.exe, bootconf.exe, bpc.exe, brasil.exe, bundle.exe, bvt.exe, cfd.exe
cmd32.exe, cmesys.exe, datemanager.exe, dcomx.exe, divx.exe, dllreg.exe, dpps2.exe, dssagent.exe, emsw.exe, explore.exe, fsg_4104.exe, gator.exe, gmt.exe, hbinst.exe, hbsrv.exe, hxdl.exe, hxiul.exe, iedll.exe,iedriver.exe, iexplorer.exe, image.dll, infus.exe, infwin.exe, intdel.exe, isass.exe, istsvc.exe, jdbgmgr.exe, kazza.exe, keenvalue.exe, kernel32.exe, launcher.exe, loader.exe, mapisvc32.exe
mfin32.exe, mmod.exe, mostat.exe, msapp.exe, msbb.exe, msblast.exe, mscache.exe, msccn32.exe, mscman.exe, msdm.exe, msiexec16.exe
mslagent.exe, mslaugh.exe, msmgt.exe, msmsgri32.exe, msrexe.exe, mssys.exe, msvxd.exe, netd32.exe, nssys32.exe, nstask32.exe
nsupdate.exe, onsrvr.exe, optimize.exe, patch.exe, pgmonitr.exe
powerscan.exe, prizesurfer.exe, prmt.exe, prmvr.exe, ray.exe, rb32.exe
rcsync.exe, run32dll.exe, rundll.exe, rundll16.exe, ruxdll32.exe, sahagent.exe, save.exe, savenow.exe, sc.exe, scam32.exe, scrsvr.exe,, scvhost.exe, service.exe, showbehind.exe, skynetave.exe, soap.exe
spoler.exe, srng.exe, start.exe, stcloader.exe, support.exe, svc.exe, svchosts.exe, svshost.exe, system.exe, system32.exe, teekids.exe
trickler.exe, tsadbot.exe, tvmd.exe, tvtmd.exe, webdav.exe, win32.exe, win32us.exe, winactive.exe, win-bugsfix.exe, windows.exe, wininetd.exe, wininit.exe, winlogin.exe, winmain.exe, winnet.exe, winppr32.exe, winservn.exe, winssk32.exe, winstart.exe, winstart001.exe, wintsk32.exe
winupdate.exe, wnad.exe, wuamgrd.exe, wupdt.exe
আশা করি টিপস গুলো আপনাদের কাজে আসবে । টিউনটি পরার জন্য ধন্যবাদ ।
আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........
আমার winlogon .exe এবং csrss .exe আছে . এই দুইটা end process হচ্ছে না .আমি AVG internet security 2012 ব্যবহার করি এবং microsoft essencial 2012 এবং malwarebytes pro ব্যবহার করি