বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
উইন্ডোজে রান কমান্ডের বহুবিধ ব্যবহার। রান কমান্ড নিয়ে ধারাবাহিক টিউন গুলো দেখলে যে কারও পক্ষে অনেক জটিল কাজ সহযে করা সম্ভব। আসুন আমরা রান কমান্ডের ব্যবহার জেনে নেই।
রানে যেতে হলে Start-Run অথবা Windows Key + R
১. sysedit রান কমান্ডটির সাহায্যে সিস্টেম কনফিগারেশন এডিটর দেখা যাবে।
২. msconfig একটি গুরুত্বপূর্ণ রান কমান্ড ।
সিস্টেম কনফিগারের স্ট্রাট আপ মেনু থেকে স্টাট আপে ভির করে থাকা অযাচিত প্রোগ্রাম সহজেই সরিয়ে দিতে পারবেন।
৩. sysdm.cpl রান কমান্ডটি দ্বারা সিস্টেম প্রোপারটিজ দেখা যাবে।
৪. taskmgr রান কমান্ডটির সাহায্যে উইন্ডোজ টাস্ক ম্যানেজার দেখা যাবে।
আমি এখানে উইন্ডোজ-সেভেন দিয়ে দেখিয়েছি উইন্ডোজ এক্সপি সহ উইন্ডোজের পুর্বের যে কোনো ভার্সনের জন্য এই একই কমান্ড প্রযোজ্য। আসলে আমাদের রান কমান্ড ও কী-বোর্ডের উপর বেশী দখল থাকলে অনেক দ্রুত কাজ করা সম্ভব।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
Bhai,
Thanks a lot for these post.Excellent go ahead!!!