মাউস ধরা ছাড়াই মাইক্রোসফট ওয়ার্ড এ বাংলা-ইংরেজি একসাথে টাইপ করুন ।

আসসালামু আলাইকুম ।  সবাই কেমন আছেন ?  আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন  ।  এই রমজানে আরো বেশি বেশি ভালো থাকেন  এটাই আশা করি ।  আজ আমি আপনাদের একটি টিপস দিব যেটির মাধ্যমে আপনাদের অনেক মূল্যবান সময় বেচে যাবে একটু বেশি  সময়ের কাজ নির্ধারিত সময়ের আগেই সারতে পারবেন ।  চলুন শুরু করি  ।  আমরা অনেকে ডকুমেন্ট কিংবা  আর্টিকেল লেখার জন্য ইংরেজি অথবা বাংলা আলাদা আলাদা ফন্ট সিলেক্ট করে কাজ করে থাকি ।  বারবার ফন্ট পাল্টানো  বিরক্তিকর  ।  কিন্তু বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ  করতে পারলে বারবার মাউস ধরতে হয়না, কাজ ও করা যায় দ্রুত গতিতে ।  আসুন চেষ্টা করে দেখি এটা কিভাবে করা যায় 

প্রথমে এম এস ওয়ার্ড ওপেন করুন

    

তারপর Tools অপশন এ গিয়ে customize এ ক্লিক করুন

    

customize ডায়লগ বক্স আসবে এখানে keyboard অপশন এ  ক্লিক করুন

    

তারপর customize keyboard ডায়লগ বক্স আসবে  এখানে specify a command অপশন এ categories লিস্ট এ Fonts সিলেক্ট করুন এবং Fonts লিস্ট থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুন  ।  ধরুন আমরা SutonnyMJ সিলেক্ট করব সেক্ষেত্রে ফন্ট টি সিলেক্ট করুন  ।  তারপর Press  new  shortcut key অপশন এ Alt +Z  দিন এবং নিচে Assign এ ক্লিক করুন  একইভাবে ইংরেজির জন্য  Times New Roman সিলেক্ট করে Alt + X দিন  Assign এ ক্লিক করুন,  বেস হয়ে গেল আপনার শর্টকাট ।  

    

এখন আর বারবার মাউস ধরে বাংলা কিংবা ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবেনা  ।  কিবোর্ড দিয়ে Alt +Z এবং Alt + X প্রেস করে দেখুন একবার বাংলা ফন্ট একবার ইংরেজি ফন্ট পরিবর্তন হচ্চ্ছে 

খেয়াল রাখবেন বাংলা লেখার আগে কিবোর্ড দিয়ে Alt +Z প্রেস করে  আবার Alt + Clrl + B  প্রেস করতে  হবে,  তাহলে বিজয় সক্রিয় হবে এবং আপনি বাংলা টাইপ করতে পারবেন ।   টাস্ক বার এ বিজয় এর আইকন দেখে বুঝতে পারবেন

    

একইভাবে ইংরেজি টাইপ এর ক্ষেত্রে কিবোর্ড দিয়ে Alt + X প্রেস করে  আবার Alt + Clrl + B  প্রেস করতে  হবে তাহলে বিজয় নিস্ক্রিয় হবে এবং আপনি ইংরেজি  টাইপ করতে পারবেন  ।   টাস্ক বার এ বিজয় এর আইকন দেখে বুঝতে পারবেন

  

এভাবে আপনি মাউস  ধরা ছাড়াই বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করতে পারবেন  শুধু  কিবোর্ড দিয়ে আপনার নির্ধারিত কমান্ড প্রেস করলেই হলো ।   উল্লেক্ষ,  অফিস ২০০৭ এর আগের ভার্সন এর জন্য এ নিয়ম,  অফিস ২০০৭ এর ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড এর হোম অপশন থেকে কাজটি করতে হবে  ।  সবাই ভালো থাকবেন  ।   আরো  এক্সক্লুসিভ  টিপস সম্পর্কে জানতে আমার ব্লগ   থেকে ঘুরে আসতে পারেন  ।  ধন্যবাদ 

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Techtunes Community মস্তফা কাগুর বিজয় ইউস করে না!!! 😡 😡 😡

Level 0

Can you help me this system for win7?

Level 0

Office 7?

আগেই জানা ছিল। সবার জানা দরকার, যারা টাইপিং এর কাজ করে। ধন্যবাদ।

ভাই অফিস ২০১৩ ব্যবহার করছি এখানে কিভাবে করবো তা যদি একটু বলে দিতেন

ধন্নবাদ জানা ছিলনা …

Amar e tips Micrsoft Word Er jonno. E community mostofa jabbar er bijoy use korena eta sobar jana. @Niaz Mehedi Khan. Office 2003 er porer version er jonno Home theke word option e jaben. Ekhane Customize theke kajti korte parben… Thnx sobaike.

MS Word এ অভ্র দিয়ে আরো ভালোভাবে কাজ করা যায়।

জানি তারপরেও ধন্যবাদ