Dear টেকটিউনারস প্রথমে আমার সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে আমার জীবনের প্রথম টিউন শুরু করছি।জানিনা আপনাদের হৃদয় ভালো লাগার কোঠায় একটু জায়গা হবেকি না আমার মাতো এই ক্ষুদ্র টিউনারএর।বড়ো বড়ো টিউনারএর সমাগম হয় এ খানে,লিকতে ভয় হয় তবুয়ো লিখছি ভুল হলে খমাকরে দেবেন ও কমান্ট করে ভুল দেখিয়ে কৃতার্থ করবেন।
অনেক কথা বল্লাম এবার কাজের কথায় আসি প্রথমে একটি 4GB USB drive নিন এবং Computer Port এ প্রবেশ করান তারপর Windows+R প্রেচ করে run অফশন ওপেন কোরুন তার পর নিচের কমান্ট গুলো লিখুনঃ-
প্রথমে DISKPART লিখুন এবং Enter চাপুন diskpart.exe ওপেন হবে তার পর নিচের কমান্ট গুলো একটা্র পর একটা লিখুন ও Enter baton চাপুন
list disk
select disk 1
clean
create partition primary
active
format fs=ntfs quick
assign letter=I (আপনার Usb drive কোনটা সেটা দিন)
exit
তার পরে এক্সিট দিয়ে বেরিয়ে আসুন বাস আপনার কাজ কমপ্লিট আপনার USB drive টি portable হয়ে গেল এখন Windows7 DVD ডিক্স pendrive এ কপি কোরে আনুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন Boot অফশোন এ গিয়ে Boot from USB পায়িয়ে দিন কাজ ষেশ।
তবে সাবধান এই কাজ করার সময় USB drive এ কোন গুরুত্তপুরন কিছু রাকবেন না তাহলে Formet হয়ে যাবে এবং অন্য কোনো USB drive Compuer এ প্রবেশ করাবেন না।
এই রকম টিউন হয়তো আগেও পোস্ট হয়েছে সুতোরাং মারজোনা করবেন।সবাইকে আভিনন্দন জানিয়ে ষেশ কোরছি।
আমি Shaikat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা দেখুন
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/126658