Command prompt দিয়ে USB Pendrive কে সহো্যে Boot able তৈরি করুন ও কম্পিউটারএ Windows7 install করুন USB drive দিয়ে।

Dear টেকটিউনারস প্রথমে আমার সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে আমার জীবনের প্রথম টিউন  শুরু করছি।জানিনা আপনাদের হৃদয় ভালো লাগার কোঠায় একটু জায়গা হবেকি না আমার মাতো এই ক্ষুদ্র টিউনারএর।বড়ো বড়ো টিউনারএর সমাগম হয় এ খানে,লিকতে ভয় হয় তবুয়ো লিখছি ভুল হলে খমাকরে দেবেন ও কমান্ট করে ভুল দেখিয়ে কৃতার্থ করবেন।

অনেক কথা বল্লাম এবার কাজের কথায় আসি প্রথমে একটি 4GB USB drive নিন এবং Computer Port এ প্রবেশ করান তারপর Windows+R প্রেচ করে run অফশন ওপেন কোরুন তার পর নিচের কমান্ট গুলো লিখুনঃ-

প্রথমে DISKPART লিখুন এবং Enter চাপুন diskpart.exe ওপেন হবে তার পর নিচের কমান্ট গুলো একটা্র পর একটা লিখুন ও Enter baton চাপুন

list disk

select disk 1

clean

create partition primary

active

format fs=ntfs quick

assign letter=I (আপনার Usb drive কোনটা সেটা দিন)

exit

তার পরে এক্সিট দিয়ে বেরিয়ে আসুন বাস আপনার কাজ কমপ্লিট আপনার USB drive টি portable হয়ে গেল এখন Windows7 DVD ডিক্স pendrive এ কপি কোরে আনুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন Boot  অফশোন এ গিয়ে Boot from USB পায়িয়ে দিন কাজ ষেশ।

তবে সাবধান এই কাজ করার সময় USB drive এ কোন গুরুত্তপুরন কিছু রাকবেন না তাহলে Formet হয়ে যাবে এবং অন্য কোনো USB drive Compuer এ প্রবেশ করাবেন না।

এই রকম টিউন হয়তো আগেও পোস্ট হয়েছে সুতোরাং মারজোনা করবেন।সবাইকে আভিনন্দন জানিয়ে ষেশ কোরছি।

Level 0

আমি Shaikat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

8GB deye ke hobena???

Level 0

4GB এর উপরে জেকোনটা দিয়ে হবে

    হেল ভাই যান শুনতে পারছেন। দেখুন তো আমার টা কেমন কাজ করে। NTFS এর জন্য কেনই বা কমান্ড প্রম্পট ব্যবহার করব। Go to Computer/My computer Icon > Mouse right button click > Manage > Device Manager (From left side) > (after that) click on disk drive (From inside/right side) > Select your usb pendrive and then click on the policies tab then click On OPTIMIZE FOR PERFORMANCE. You are done. Now whenever you go to format, you can see the ntfs with fat/fat32 format. হাহ! হাহ! হাহ! কিছু বলেন। নিচে এর চেয়েও সহজ বুদ্ধি দিলাম।

পেন ড্রাইভ এন টি এফ এস এ ফরমাট করতেঃ
১. Open my computer/Computer

২. Select your USB PEN DRIVE

৩. Propertise (কিভাবে?- কীবোর্ড থেকে Alt চেপে Enter দিন)

৪. এবার Hardware ট্যাব এ গিয়ে নিচ থেকে Propertise এ যান।

৫. এখন এর Policies ট্যাব এ গিয়ে OPTIMIZE FOR PERFORMANCE নির্বাচন করে ওকে দিন।

৬. এবার আপনার ইউ এস বি পেন ড্রাইভ কে ফরমাট করার সময় File System এ দেখবেন NTFS যুক্ত হয়েছে।

৭. এখন আর কিছু বলা লাগবে না। (আপনি এখন সব জান্তা)

when USB drive টি portable হোল । তা আবার কি ভাবে normal USB Drive এ পরিনত হবে? আমি when USB drive টি portable করলাম তখন windows xp sp-2 copy করে USB Drive এ আনি but copy হচ্ছে না। তারপর format দিয়েছি। but format হচ্ছে না। what can i do? my cell number is 01674044093। জানালে উপকৃত হব।

যখন USB drive টি portable হোল । তখন তা আবার কি ভাবে normal USB Drive এ পরিনত হবে? আমি যখন USB drive টি portable করলাম তখন windows xp sp-2 copy করে USB Drive এ আনি but copy ১০০% হচ্ছে না। যখন দেখলাম copy ১০০% হচ্ছে না। তখন USB drive টিকে format দেই। but format হচ্ছে না। what can i do? my cell number is 01674044093। জানালে উপকৃত হব।

Level 2

Thank you so much. It’s works very well.