সবাইকে সালাম দিয়ে শুরু করছি আজকের টিউন। টাকা বা অন্য যে কারনেই হোক আমরা অনেকেই পিসিতে বেশি ram ব্যবহার করতে পারিনা। Ram এর পরিমান কম হবার কারনে অনেক সময় পিসি স্লও হয়ে যায়। আর গেম খেলতে গেলে হেং করে। আজ আপনাদের এমন একটি সফটওয়্যার এর কথা বলব যা অনেকেই জানেন। সফটওয়্যারটির নাম হল eBooster. এই সফটওয়্যার দিয়ে মেমোরি অথবা pendrive কে Ram হিসেবে ব্যবহার করা যায়।
Download Link
প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
ধাপ ১: Continue এ Click করি।
আর হ্যাঁ সবার আগে অবশ্যই মেমোরি/Pendrive পিসিতে সংযোগ করতে হবে।
সবশেষে আমরা যারা কুরআন শরীফ তেলায়াত করতে জানি তারা যেন এই রমজান মাসে কুরআন শরীফ খতম করার চেষ্টা করি।
আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
soft ta ki pen drive a install thakbe sobsomoy, ja kina pen drive pc te join korle so somoy ram booster hisebe kaj korbe?