স্বয়ংক্রিয়ভাবে windows এ লগইন করা ( ভিস্তা )

আপনি চাচ্ছেন আপনার উইনডোস চালু হওয়ার সময় যেন আর বিরক্তীকর লগইন বক্স টা না আসুক।

আসুন এটা কিভাবে করে তা জেনে নিই

  • ১। রান মেনু চালু করুন বা windows key + R চাপুন। এবার টাইপ করুন control userpasswords2 এবং এন্টার চাপুন, এতে করে User Accounts window টি পাওয়া যাবে। ( ভিস্তায় )।
  • ২। এবার Users must enter a user name and password to use this computer চেক বক্স টি কে আনচেক করে apply বাটনে ক্লিক করুন, এখন আপনার কাছ হতে ইউজার নেইম এবং পাসওয়ার্ড চাইবে অটোলগইন হওয়ার জন্য, আপনি আপনার ইউজার নেইস এবং পাসওয়ার্ড দিন।
  • ৪। এবার ok ক্লিক করে কম্পিউটার রিস্টাস করে দেখুন। কোন প্রকার লগইন এর ঝামেলা করা ছাড়াই আপনার ভিস্তা চালু হবে।

টিকা: পুনরায় লগইন ডায়ালগ বক্স ফিরিয়ে আনতে চাইলে ( পাসওয়ার্ড ব্যবহার করার জন্য) Users must enter a user name and password to use this computer চেক বক্স টি কে চেকমাকর্স করে OK বাটনে ক্লিক করুন।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব কাজের একটা টিপস। ধন্যবাদ।
আর এটা windows xp তে ও কাজ করে।

Level 0

Eitay hoy to ato din khujte silam………