খুব সহজেই পেনড্রাইভ থেকে উইন্ডোজ এক্সপি/৭/৮ ইনস্টল করুন (১০০% সফল পদ্ধতি)

১.প্রথমে সিডি/ডিভিডি রমে সিডি/ডিভিডি ডিস্কটি প্রবেশ করান ।
ডিস্কটি কপি করে যে কোনও ড্রাইভে একটি ফোল্ডারের মধ্যে পেস্ট করুন ।
এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমের iso ফাইল যদি থেকে থাকে তবে, iso ফাইল টিকে WinRAR
এর মাধ্যমে একটি নির্দিষ্ট ফোল্ডার এর মধ্যে Extract করে রাখলেও হবে ।
(বি:দ্র:মনে রাখবেন অ্যান্টিভাইরাস ইনস্টল দেয়া থাকলে, কপি করার সময় তা ডিজেবল রাখতে হবে । কারন আপনার কপি করা ফাইল সমূহ , অ্যান্টিভাইরাস নস্ট করে দিতে পারে ।)
২.এরপর WinSetupFromUSB সফটওয়্যার টি ডাউনলোড করুন,
নিচের লিংক গুলি থেকে :
লিংক ১ (লেটেস্ট ভার্সন)
ডাউনলোড করতে
Softpedia Secure Download (US) - Beta [OTHER]
অথবা
Softpedia Secure Download (UK) - Beta [OTHER]
লিংকে ক্লিক করে ডাউনলোড করুন । লিংক ২টি থেকে ডাউনলোড করলে সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি/উইন্ডোজ সেভেন/উইন্ডোজ এইটে ও কাজ করবে । (যদিও এটি বিটা ভার্সন)

SP Secure Mirror (US) - 0.2.3 Stable [EXE]
লিংকে ক্লিক করে ডাউনলোড করলে সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ এক্সপি তে কাজ করবে ।

লিংক ২

৩.পেনড্রাইভকে পিসির সাথে সংযুক্ত করুন ।পেনড্রাইভকে ফরম্যাট করে নিন এবং পিসির সাথে সংযুক্ত অবস্থাতেই রাখুন।
৪. ডাউনলোড হয়ে গেলে WinSetupFromUSB সফটওয়্যার টি চালু করুন ।

৫. WinSetupFromUSB সফটওয়্যার টি চালু হবার পর, আপনি যেই অপারেটিং সিস্টেম টি কে পেনড্রাইভে বুটেবল করতে চান, তার নামের পাশে চেক বক্সে ক্লিক করুন,

এরপর ব্রাউজ বাটনে ক্লিক করে ,যেই ফোল্ডারে সিডি/ডিভিডি ডিস্কটি কপি করে রেখেছিলেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করে OK করুন ।


৬. GO বাটনে ক্লিক করুন । বুটেবল প্রক্রিয়া শুরু হয়ে যাবে ।


৭. কিছুক্ষন অপেক্ষা করুন (৫-১০ মিনিট) ।
৮. বুটেবল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল “Job Done !’’ মেসেজ দেখাবে ।


OK করুন । এরপর EXIT বাটনে ক্লিক করুন ।
৯. পিসি রিস্টার্ট দিয়ে বুট মেনুতে প্রবেশ করে, First Boot Device হিসাবে USB Device টি সিলেক্ট করুন ।

১০.পেন ড্রাইভ থেকে বুট হবার পর পরবর্তী অপশান গুলো নিজে থেকেই কাজ করা শুরু করবে ।

পেন ড্রাইভ থেকে বুট হবার পর

Try(hd0,0) : FAT 32 :

…………………

দেখাবে,

এর কিছুক্ষন পর

» EXPER IMENTAL-Start PLoP boot manager

» Windows XP/2000/2003 Set up

অপশানগুলো আসলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে ।

এরপর আবার,

» First part of windows xp professional sp2/sp3 setup from partition 0

» Second part of 2000/xp/2003setup/Boot first internal hard disk

অপশানগুলো আসলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে ।

(উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে এরকম অপশান আসবে, উইন্ডোজ ৭/৮ এর ক্ষেত্রেও প্রায় একই অপশান আসবে এবং পেন ড্রাইভ থেকে বুট হবার পর একইভাবে প্রথমে ৮ সেকেন্ড ও এরপর আবার ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে)

এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, "পেন ড্রাইভ থেকে বুট হবার পর প্রথমে ৮ সেকেন্ড ও এরপর আবার ৮ সেকেন্ড অপেক্ষা করাই শ্রেয় ।

কারণ এখানে কোনও অপশানের সামান্যতম পরিবর্তন, উইন্ডোজ ইনস্টলেশানের ব্যাঘাত ঘটাতে পারে" । এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন ।

(বি:দ্র: প্রথমবার উইন্ডোজ সেটাপ শুরু হতে একটু দেরি হবে । )

১১.বাকী কাজগুলো, সিডি/ডিভিডি থেকে উইন্ডোজ ইনস্টল দেবার মতো করেই সম্পন্ন করুন ।

অনিচ্ছাকৃত ভূল-ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

পূর্বে আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত ।

Level 0

আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর। শেয়ার করার জন্য হাজারো ধন্যবাদ। এর আগেও আমি এটা ট্রাই করেছি। কিন্তু এত সুন্দর করে কেউ বলে দেইনি বলে কাজটি পারিনী। যা হোক এবার মনে হয় পারব।

pendrive kon pormet ae thakte hobe?

খুব সুন্দর টিউন হয়েছে। অনেক ধন্যবাদ।

Level 0

ভাই কত জিবি পেনড্রাইব লাগবে , দয়া করে জানাবেন

Level 0

ভাই জান mmc তে কি কাজ হবে???
জানাবে প্লিজ।

    @ripon: ভাই আমি এ পর্যন্ত mmc কে বুটেবল করার চেষ্টা করিনি, তাই আমি সঠিকভাবে বলতে পারছি না, mmc তে কাজ হবে কি না ।
    আমার অপারগতার জন্য আন্তরিক ক্ষমা চাচ্ছি ।
    তবে আপনি 4GB or Up size এর mmc ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন ।
    সফল হলে মন্তব্য করে জানাবেন ।

আজ পর্যন্ত এই রকম অনেক টিউন পাইলাম কাজে লাগল না।

    @Emrul islam: আমার এই টিউনে কাজ হবে ইনশাআল্লাহ । আমি নিজে এই পদ্ধতিতে পেনড্রইভ থেকে উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ ইনস্টল করতে সক্ষম হয়েছি ।

৮ নিয়ে একটু ঝামেলা হয়।

    @এনামুল খান: উইন্ডোজ ৮ এ এখোনো চেষ্টা করে দেখিনি,কারন আমার কাছে উইন্ডোজ ৮ নেই।
    তবে লিংক ১ থেকে লেটেস্ট ভার্সন টি ডাউনলোড করে চেষ্টা করুন ।
    কিছু ওয়েবসাইটে দেখলাম সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন টি ব্যবহার করে উইন্ডোজ ৮ কে বুটেবল করা যাচ্ছে, কোনও সমস্যা হচ্ছে না ।
    মন্তব্যের জন্য ধন্যবাদ

ফালতু টিউন।

    @Emrul islam: ভাই আমি একজন নতুন টিউনার ।যদি আমার লেখার মধ্যে ভূল ত্রুটি থাকে তবে জানাবেন, সংশোধন করার চেষ্টা করবো ।
    আমার এই টিউন অনুযায়ী চেষ্টা করে দেখুন, অসুবিধা হলে কমেন্ট করে জানান ।

ধন্যবাদ। ভাই মনে হচ্ছে এটি ব্যবহার করতে পারব। টিউনটি খুব ভালো লেগেছে।

ধন্যবাদ ভাই…… আমার কাজ হয়েছে……… এত দিন আমি পারিনি………

আপনার টিউন ভাল হইছে এবং সফটাও কাজের আশা করছি সামনেও আরো ভাল টিউন পাব আপনার কাছ থেকে ধন্যবাদ টিউনের জন্য।

    @আতাউর রহমান: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
    আপনাদের মন্তব্য দেখে অনেক উৎসাহ পাচ্ছি ।
    ইনশাআল্লাহ সামনেও আরো ভাল টিউন উপহার দেয়ার চেষ্টা করবো ।

Level 0

ধন্যবাদ tune এর জন্য । এটা নতুন যারা তাদের অনেক কাজে দিবে ।

Level 0

এতদিন এ রকম অনেক টিউন অনুযায়ী পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্সটল করার চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। দেখি আপনার টা ট্রাই করে………………

    @Md Sahed: ভাই আমি করেছি …… আম সফল হয়েছি……… আশা করি আপনিও পারবেন………
    কিন্তু আমার কিছু file missing হয়েছে…… তবে কোন problem হয়নি……

      @ocenapakhiuk: ভাই,আপনার সিডি/ডিভিডি রমে কিংবা ডিস্কে সমস্যা থাকতে পারে, সে জন্য হয়তোবা file missing করেছে ।

    @Md Sahed: এই টিউন অনুযায়ী কাজ করলে সফল হবেন ইনশাআল্লাহ ।

ধন্যবাদ
মালটিবুটেবল পেনড্রাইভ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে একটি টিউন করুন

মালটিবুটেবল পেনড্রাইভ কিভাবে তৈরি করা নিয়ে একটি টিউন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্ ।

যখন USB drive টি portable হোল । তখন তা আবার কি ভাবে normal USB Drive এ পরিনত হবে? আমি যখন USB drive টি portable করলাম তখন windows xp sp-2 copy করে USB Drive এ আনি but copy ১০০% হচ্ছে না। যখন দেখলাম copy ১০০% হচ্ছে না। তখন USB drive টিকে format দেই। but format হচ্ছে না। এখন আমার পেন ড্রাইবে কোন কিছু write করা যায় না only read করা যায়‍‌।what can i do? my cell number is 01674044093। জানালে উপকৃত হব।