রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৬)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৫)

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৪)

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৩)

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-২)

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-১)

উইন্ডোজে রান কমান্ডের বহুবিধ ব্যবহার। রান কমান্ড নিয়ে ধারাবাহিক টিউন গুলো দেখলে যে কারও পক্ষে অনেক জটিল কাজ সহযে করা সম্ভব। আসুন আমরা রান কমান্ডের ব্যবহার জেনে নেই।

রানে যেতে হলে Start-Run অথবা Windows Key + Run

১.  winword রান কমান্ডের সাহায্য মাইক্রসফট ওয়ার্ডে ঢুকতে পারবেন।

২. mobsync রান কমান্ড দিয়ে মাইক্রসফট সিনক্রোনাইজেশন টুলে যাওয়া যাবে।

৩. main.cpl কমান্ডটির মাধ্যমে মাউস প্রোপারটিজে যাওয়া যাবে।

৪.  edit দিয়ে সরাসবি কমান্ড মুডের এডিটে যাওয়া যাবে। এখানে কোনো কিছু লিখে সেইভ দিলে উইন্ডোজ কোনো নির্দিষ্ট ফাইল টাইপ দেখাবে না।

আমি এখানে উইন্ডোজ-সেভেন দিয়ে দেখিয়েছি উইন্ডোজ এক্সপি সহ উইন্ডোজের পুর্বের যে কোনো ভার্সনের জন্য এই একই কমান্ড প্রযোজ্য। আসলে আমাদের রান কমান্ড ও কী-বোর্ডের উপর বেশী দখল থাকলে অনেক দ্রুত কাজ করা সম্ভব।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল। ধন্যবাদ।