কিছুদিন আগে ইকমার্স সাইট তৈরি বিষয়ে একটি টিউন করেছিলাম, টিউনটি ছিল "ইকমার্স ওয়েরসাইট তৈরির সেরা দশটি উপায়"। তবে ইকমার্সের ক্ষেত্রে সাইট ডেভলপমেন্ট ই শেষ কথা নয়, এর সাথে আরো অনেকগুলো বিষয় সম্পর্কিত। আর এর মধ্যে সবচেয়ে গুরুপূর্ণ হচ্ছে বিজনেস মডেল তৈরি করা। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে, আমরা অন্যদের দেখাদেখি হুট করে একটা ব্যাবসায় নেমে পড়ি, কিছুদিন যেতেই প্রত্যাশিত ফলাফল না পেয়ে ধৈর্য্য হারা হয়ে হাল ছেড়ে দেই। কিন্তু একটু সময় নিয়ে ব্যাবসা শুরু পূর্বে একটি বিজনেস মডেল তৈরি করে নিলে কাঙ্খিত অনাকাঙ্খিত আনেক সমস্যায় কটিয়ে উঠে প্রত্যাশিত লক্ষ্যে পৌছানো সম্ভব। আজকের টিউনে একটি ইকমার্স ব্যাবসার বিজনেস মডেল কেমন হওয়া উচিত এবং কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলো তুলে ধরার চেষ্টা করব।
প্রতিটি ব্যাবসার প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর সেই লক্ষ্যে পৌছাতে আমরা যে পরিকল্পনা করে থাকি সেগুলোই মূলতঃ বিজনেস মডেল। আরো গুছিয়ে বলা যার যে, বিজনেস মডেল একটি ব্যাবসার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের পরিকল্পনা ও গবেষণার লিপিবদ্ধ রুপ। যেমন, মালিকানা, মূলধন, মূল-নীতি, বাজার, পণ্য ও সেবা, বাজারজাতকরণ ও বিপণন কৌশল ইত্যাদি। নিচে ইকমার্সের আলোকে বিজনেস মডেল সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হল।
প্রতিটি ব্যাবসা নিজেস্ব ধরণ ও প্রকৃতি রয়েছে, আর তার উপর নির্ভর করে উক্ত ব্যাবসার বিনিয়োগ, লাভের পরিমান ইত্যাদি। আজ আমরা জানব ই-বিজনেসের ধরণ সম্পর্কে। ই-বিসনেস প্রধানত চার ধরণের।
১। business-to-business (B2B) - সহজ ভাবে বলা যাই যে ইকমার্সের বিটুবি মডেল হচ্ছে পাইকারি ব্যাবসার মত, যেখানে ব্যাবসায়িরা অন্য ব্যাবসায়িদের নিকট পণ্য বিক্রয় করেন। alibaba.com বিটুবি মডেলের একটি অন্যতম উদাহরণ।
২। business-to-consumer (B2C) - ইকমার্সের বিটুসি মডেল হচ্ছে খুচরা ব্যাবসার মত, যেখানে ব্যাবসায়িরা সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করেন। amazaon.com বিটুসি মডেলের সবচেয়ে বড় উদাহরণ।
৩। consumer-to-consumer (C2C) - সিটুসি মডেলের ব্যাবসার ক্ষেত্রে একজন ভোক্তাকে সরাসরি অন্য ভোক্তার নিকট পণ্য বিক্রয় করতে দেখা যায়। সিটুসি মডেলের অন্যতম একটি উদাহরণ ebay.com।
৪। consumer-to-business (C2B) - সিটুবি মডেল বলা হয়, যেখানে একজন ব্যাক্তি তার পণ্য ও সেবার বিবরণ পোষ্ট করেন এবং বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান উক্ত পণ্য বা সেবার ক্রয় করে থাকেন। সিটুবি মডেল উদাহরণ হচ্ছে monster.com।
আমরা ইতিমধ্যেই জেনেছি যে, ইকমার্সের বিজনেস মডেল প্রধানত চার ধরনের। এখন আমরা দেখব একটি ইকমার্সের বিজনেস মডেলে কি কি উপাদান থাকা আবশ্যক। এক্ষেত্রে বিটুসি মডেলের উপর ভিত্তি করে একটি বিজনেস মডেলে কি কি বিষয় বা প্রসংঙ্গ তুলে ধরা উচিত সে বিষয়ে আলোচনা করা হল -
আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।