রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-৩)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-২)

রান কমান্ডের সাহায্যে দ্রুত কাজ করুন :: (পর্ব-১)

উইন্ডোজে রান কমান্ডের বহুবিধ ব্যবহার। রান কমান্ড নিয়ে ধারাবাহিক টিউন গুলো দেখলে যে কারও পক্ষে অনেক জটিল কাজ সহযে করা সম্ভব। আসুন আমরা রান কমান্ডের ব্যবহার জেনে নেই।

রানে যেতে হলে Start-Run অথবা Windows Key + Run

১. dfrg.msc লিখে সহজেই ডিক্স  ডিফ্রাগমেন্টে প্রবেশ করা যাবে। নিয়মিত ডিক্স ডিফ্রাগমেন্ট করলে হার্ডডিস্ক ভালো থাকবে এবং আপনার পিসি দ্রুত কাজ করবে।

২. desk.cpl রান কমান্ডটির সাহায্যে সহযেই ডিসপ্লে প্রোপারটিজে ঢুকতে পারবেন।

৩.  eventvwr রান কমান্ডটির সাহায্যে খুব সহজে ইভেন্ট ভিউয়ারে যেতে পারবেন।

৪. firefox কমান্ডটির মাধ্যমে ফায়ারফক্স-মজিলা ওপেন করতে পারবেন। তবে ফায়ারফক্স-মজিলা ইন্সস্টল করা থাকতে হবে।

৫.  fonts কমান্ডটির মাধ্যমে  ফন্ট ফোল্ডারটি ওপেন করা যাবে। কম্পিউটারে নতুন কোনো ফন্ট যুক্ত করতে চাইলে ফন্টটি ফন্ট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে।

আমি এখানে উইন্ডোজ-সেভেন দিয়ে দেখিয়েছি উইন্ডোজ এক্সপি সহ উইন্ডোজের পুর্বের যে কোনো ভার্সনের জন্য এই একই কমান্ড প্রযোজ্য। আসলে আমাদের রান কমান্ড ও কী-বোর্ডের উপর বেশী দখল থাকলে অনেক দ্রুত কাজ করা সম্ভব।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কি আজকেই সব দিয়ে দিবেন নাকি!! এত রাত জেগে আমাদের জন্য কষ্ট করে টিউন লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    @dolar: আপনার জন্য শুভকামনা। আমার কষ্ট তখনই ধন্য হবে যখন এই টিউনটি কারো কাজে আসবে। ধন্যবাদ!!!

এই কমান্ড গুলো নিয়ে অনেকেই post করেছে। কিন্তু আপনারটা Different
কারণ, সবাই কপি পেস্ট করে কমান্ড গুলো লাইন টু লাইন দিয়ে গেছে কিন্তু আপনি সস্ক্রিন শট সহ বুঝিয়েছেন
দারুণ!…………………….Awsaaaaaaaaam

Thanks for tune

asif vaia onkk comt jani r jegula janina aj e practse korboo…Tomar ai tune gulor madhome notun onk comt sikte parla….tankuuu asif vaia….