শিখে নিন, কিভাবে টাই বাধতে হয়-চিত্র সহ । (যরা জানেন তাদের জন্য নয় )

আসসালামুআলাইকুম । টেকটিউনস পরিবারের সবাই কেমন আছেন ? নিশ্চই ভাল । আমিও আলহামদুলিল্লাহ, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ব্যস্ততা নিয়ে ভালই আছি ।

আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ফরমাল পোষাক পড়তে হয় । আর চাকুরীজীবীদের তো কথাই নেই, প্রায় প্রতিদিনই ফরমাল পোষাক-আশাক পড়তে হয় ।এই ফরমাল ড্রেসের ক্ষেত্রে অপরিহার্য যে বিষয়টি সেটি হচ্ছে টাই । অনেকে টাই পড়তে পছন্দ করেন না, আবার অনেকে ইচ্ছে করেই টাই পড়েন না । কিন্তু বিশেষ প্রয়োজনে কোন না কোন সময় টাই পড়তেই হয় ।

অবিশ্ব্যস্য হলেও সত্য যে, শিক্ষিত এমন কি চাকুরীজীবী অনেকেই টাই পড়তে জানেন না । কারো মাধ্যমে টাই বাধিয়ে রেখে দেন এবং অনেক দিন পর্যন্ত এক বাধাতেই চলে যায় (বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি)।

যাই হোক এবার কাজের কথায় আসি । আসুন দেখি কিভাবে টাই বাধতে হয় । নিচের চিত্রগুলো অনুসরন করুন কয়েক মিনিটেই শিখে ফেলবেন টাই বাধা ।
ধাপ :১-৮ ।

২ য় ছবি, বুঝার সুবিধার্থে :

বি:দ্র: এডবি ফটোশপ সফটওয়ারটিতে সমস্যা থাকায় আলাদা করে ছবি এবং ব্যখ্যা দিতে পারলাম না ।
টিউনটি ভাল লাগলে এবং আমার আরো বিভিন্ন ধরনের টিউন পড়তে চাইলে আমার বল্গে ঘুরে আসতে পারেন ।
http://www.ahsharif.co.cc

Level New

আমি এমদাদুল হক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট ব্রউসিং করা আমার নিত্যদিনের অভ্যাস। আর এই অভ্যাসের চর্চা করতেই ব্লগিং এর প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি । ফেইসবুকে আমি :www.facebook.com/sust.sharif


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanx

kaj hosche na

Level New

jara pare na tader kaze debo…ami o tader modde akjon 😀 ak tai 1mas age bade akon o kaj calacce 🙁 valo dake pari kina

Destiny er kotha mone poira gelo je … 😀

youtube tha-ka video download korlam
http://www.youtube.com/watch?v=MbXzI-IAdSc

আলহামদুলিল্লাহ্‌ বলে শুরু করে কাফির মুশ্রিকদের টাই পড়া শিখাচ্ছেন । মুসলমানকে টাই পড়া শিখাচ্ছেন কিন্তু কাফিররা কি কখনো মুসলমানদেরকে পাগড়ি পড়া শিখায় । আমার মনে হয় আপনিও পাগড়ি পড়তে পারেননা । তাই পাগড়ি পড়া শিখুন । পরকালের জন্য আপনার ভালো কাজে দিবে । যাই হোক শরীফ ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় সামান্য একটা বিষয় বুঝানোর জন্য কমেন্ট করলাম। কষ্ট নিয়েন না ভাই।

    @তাজদীদ: ভাই, ধন্যবাদ আপনাকে গঠনমুলক সমালোচনার জন্য । ভাই শার্ট, প্যান্টও তো কাফির মুশরিকদের পোষাক । আমরা যারা বড় গলায় এই সব বিষয় নিয়ে কথা বলি, তারা কয় জনই বা এগুলো মেনে চলি । আর টাই পড়লে গোনাহ হয় অথবা টাই পড়া হারাম, এই হাদীস এখনও কোথাও পাই নি । আপনার যদি জানা থাকে দয়া করে জানাবেন । আর পারলে পাগড়ী পড়ার উপর একটি টিউন কইরেন । অনেকেই শিখতে পাড়বে । ধন্যবাদ ।

টাই পরার সাথে কাফির হওয়ার কোন সম্পর্ক নাই। টাই এর উদ্ভব হয়েছিল – ইউরোপে – বরফজমা প্রচণ্ড ঠাণ্ডা থেকে গলা ও বুক বাঁচানোর জন্যে। তবে বাংলাদেশে এর প্রয়োজনীয়তা বুঝি না।

পোস্টের জন্যে শুকরিয়া।

ভাল !

@ তাজদীদ you are big …ছা..ল থাক আর বল্লাম না

Level 2

টাই পরার যোগ্যতা এখনো অর্জনই করতে পারলাম নারে ভাই 🙁

nil pori apni je montobbo kresen, ta apni korte partennna jodi apni nekkar hoten. kisu mone korbenna hoyto apni bolte paren je ami kivabe bujhlam je apni nekkar non. he eta amar jonno bola shohoj. er karonta apni bujhte parben jedin apni nekkar hoben. ar emdadul vaike bolte chai je apni jodi amar montobber bishoye clearly jante chan tahole google talk e amake add korte paren. [email protected]

@mhasan31: at first apni net disconnect korun tarpor cookie gulu muche felun, pc restart korun tarpor. net conect korun. may b kaj hobe. r jodi na hoy tahole oi mail id ta te email korun. thnx.