আসসালামুআলাইকুম । টেকটিউনস পরিবারের সবাই কেমন আছেন ? নিশ্চই ভাল । আমিও আলহামদুলিল্লাহ, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ব্যস্ততা নিয়ে ভালই আছি ।
আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ফরমাল পোষাক পড়তে হয় । আর চাকুরীজীবীদের তো কথাই নেই, প্রায় প্রতিদিনই ফরমাল পোষাক-আশাক পড়তে হয় ।এই ফরমাল ড্রেসের ক্ষেত্রে অপরিহার্য যে বিষয়টি সেটি হচ্ছে টাই । অনেকে টাই পড়তে পছন্দ করেন না, আবার অনেকে ইচ্ছে করেই টাই পড়েন না । কিন্তু বিশেষ প্রয়োজনে কোন না কোন সময় টাই পড়তেই হয় ।
অবিশ্ব্যস্য হলেও সত্য যে, শিক্ষিত এমন কি চাকুরীজীবী অনেকেই টাই পড়তে জানেন না । কারো মাধ্যমে টাই বাধিয়ে রেখে দেন এবং অনেক দিন পর্যন্ত এক বাধাতেই চলে যায় (বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি)।
যাই হোক এবার কাজের কথায় আসি । আসুন দেখি কিভাবে টাই বাধতে হয় । নিচের চিত্রগুলো অনুসরন করুন কয়েক মিনিটেই শিখে ফেলবেন টাই বাধা ।
ধাপ :১-৮ ।
বি:দ্র: এডবি ফটোশপ সফটওয়ারটিতে সমস্যা থাকায় আলাদা করে ছবি এবং ব্যখ্যা দিতে পারলাম না ।
টিউনটি ভাল লাগলে এবং আমার আরো বিভিন্ন ধরনের টিউন পড়তে চাইলে আমার বল্গে ঘুরে আসতে পারেন ।
http://www.ahsharif.co.cc
আমি এমদাদুল হক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ব্রউসিং করা আমার নিত্যদিনের অভ্যাস। আর এই অভ্যাসের চর্চা করতেই ব্লগিং এর প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি । ফেইসবুকে আমি :www.facebook.com/sust.sharif
thanx