সবাইকে "সালাম" এবং "কেমন আছেন?" প্রশ্ন করে শুরু করছি আমার এই অতি সামান্য সাধারন ( হয়তোবা ফেলে দেয়ার মতো একটি পোষ্ট !! ) টিউন !! যারা যারা আমার এই টিউনটি পড়তে চান, তাঁরা সবাই ওয়েবব্রাউজারে এসে "রুমার" এর টেকটিউনস ব্লগে টিউনিং সেট করে নিন । মজা করলাম !! চলুন, শুরু করি !!
এই টিউনটি অনেক আগে থেকেই আমার করার শখ ! সেই তখন যখন কিনা আমার সিম্ফোনির ট্র্যাক বল টিপতে টিপতে হাতের আঙ্গুল সাদা হয়ে দেবে যেত কিন্তু ট্র্যাক বলের রেসপন্স পাওয়া যেত না ! আমাদের এলাকার এক লোক ফ্লেক্সি+মোবাইল সার্ভিসিং এর দোকান চালায় ! ছোট খাটো বিপদে আপদে মোটামুটি সেই ভরসা (লোক মানুষ ভালো ) !! গেলাম, বললাম এবং শুনে বাসায় চলে এলাম !! ২৫০ টাকা চায় !! ট্র্যাক বল পরিবর্তন করতে হবে !! টাকাতো লাগবেই, তবুও আমি ছাত্র মানুষ দেখে আমাকে একটু সস্তায় বলল - এই আর কি ! কিন্তু আমার ২৫০ টাকা দিয়ে এটা সারার কোন ইচ্ছেই নাই ! এক বছরের ওয়ারেন্টি শেষ হতে ছয় মাস বাকি, এখনই ট্র্যাক প্যাড চলেনা । আর সময় তো পরেই আছে !! ভাবছেন, ওয়ারেন্টি থাকলেতো ফ্রিই সার্ভিসিং করে দেয় । কিন্তু, ওয়ারেন্টি কার্ড নিরাপদ জায়গায় রাখার মত বুদ্ধিমান লোক তো আমি নই !
ফলাফলঃ
আমিঃ "আম্মু, আমার সেটের ওয়ারেন্টি কার্ডটা কই ??"
আম্মুঃ আমি জানিনা !!
মোরালঃ ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেছে ! হয়তোবা, মোবাইল কিনে আনার পরদিন বাসার বুয়া সযত্নে খাটের নিচ থেকে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে !!
যাই হোক ! হারিইয়ে গেছে বলেই যে দেইনি তাও নয় ! ওয়ারেন্টি কার্ড থাকলেও আমি সেট দিতাম না ! কেননা, আমার স্কুল জীবনের এক বন্ধু সেইম সেট -সেইম সমস্যা নিয়ে যাওয়ার পর ৭ দিনের মাথায় তার সেট হস্তান্তর করে দিয়েছে কোম্পানি !! আমি এই সাত দিন কার সেট দিয়ে কাজ চালাতাম ?? যাই হোক ! এরপর ভাবতে থাকি ট্র্যাক প্যাড স- শালার জিনিসটা কি ? পুরোনো বল মাউসের কথা মনে এলো !! ভাবলাম, যাই হোক আগে নিজেই একটু খুলে দেখিনা ! খোলার জন্য স্ক্রু-ড্রাইভার লাগবে । এত ছোট মাথার স্ক্রু ড্রাইভার পাই কই ?? খুজতে লাগলাম ! খুজতে খুজতে মিরপুর দশের শাহ্-আলী প্লাজার দশ তলার একটা দোকানে দেখলাম মোবাইলের প্রায় যাবতীয় অনেক কিছুই পাওয়া যায় ! দেখি আমি যা খুজছি তাও আছে । দামাদামি করে ১৪০ টাকায় (ভাই, ছোটবেলা থেকে সুপার শপ গুলোয় মার্কেটিং করে করে এখন বাঁশ খাইছি ! দামাদামি করতেই পারিনা !) কিনে ফেললাম এক সেট স্ক্রু ড্রাইভারের একটি বক্স ! অনেক গুলো মাথা আছে, পরবর্তীতে কাজ লাগবে ভেবে কিনেই ফেললাম ! মনকে শান্তনা দিলাম যে এটা এক প্রকারের "ইনভেস্টমেন্ট" !! অবশ্য উদ্দেশ্যও ছিল ! পরেই বলি !
এটাই কিনেছিলাম । Bk-600B মডেল এর বক্স । আমার মোবাইলটা ছিল (আসলে এখনও আছেই ) Symphony X110 মডেল ।
স্ক্রিনে অনেক দাগ ! খুব রাফ ইউজ করতাম । আসলে সেট ব্যাবহার করার সময় কি আর এত কিছু মনে থাকে নাকি !! হেঃ হেঃ ! মোবাইলটার ব্যাক কভার খুললাম । ছবি দেখুনঃ
লক্ষ্য করুন, ৬টি স্ক্রু আছে । সবুজ চিহ্নিত স্ক্রু গুলো আপনি ব্যাক কভার খুললেই দেখতে পারবেন । আর লাল চিহ্নিত অংশ দুটির উপর রাবারের একটি ছোট আস্তরন থাকে । ইলাস্ট্রেট করার ছবি অনুযায়ী একটি সুই দিয়ে সাইড থেকে চারা দিয়ে আপনি এটি তুলে নিতে পারবেন । এই ছয়টি স্ক্রুর উপর যে কোন একটিতে স্ক্রুর উপরে সাদা কাগজ/রং থাকবে । এটা দ্বারা কাস্টোমার কেয়ার নিশ্চিত হয় যে আপনি নিজে/বাইরের দোকান থেকে খুলিয়েছিলেন কিনা । আপনি যদি স্ক্রু ড্রাইভারটি স্ক্রুর মাথায় বসান তাহলে সম্ভবত আপনার ওয়ারেন্টি নষ্ট হবে । যাই হোক, স্ক্রুর মাথা আর BK-600A এর পিছে দেয়া ড্রাইভারের ম্যানুয়াল অনুযায়ী বুঝলাম যে নিচের চিত্রের দুটির মাথা একই রকম !
আমি 1.5 দিয়েই কাজ করেছি । একটু লুস হয় কিন্তু এটা দিয়েই করেছি । 2.0 টা পারফেক্ট এই ক্ষেত্রে । এখন সুবিধার জন্য নিচের ছবির মত হ্যান্ডেলটি যুক্ত করেছি !
যাই হোক এখন আমরা স্ক্রু গুলো খুলে চারা দিয়ে সেটটি খুলে ফেলি এবং খোলার সময় নিচের চিত্র অনুযায়ী কিছু বিষয় লক্ষ্য রাখি ! ভালো করে দেখুনঃ
লাল চিহ্নিত অংশ গুলো দিয়ে বুঝিয়েছি যে ওই জায়গা গুলোতে ক্লিপ আছে এবং ওখানেই চারা দিতে হবে । সবুজ চিহ্নিত অংশটি ভালো করে লক্ষ্য করুন । যে অংশের সাথে স্ক্রিন আছে, সেখান থেকে দুটি ছোট তার আপনার ছবির ডান পাশের অংশের সবুজ চিহ্নিত স্পিকারের সাথে গিয়ে যোগ হয় এবং আপনি শুনতে পান । আমি যেভাবে নিচের তির চিহ্ন দিয়েছি সেভাবেই সেটটি খুলতে হবে । নিচের চিত্রটির সাহায্যে আপনাদের সেটটি খোলার আঙ্গেল বোঝাতে চেষ্টা করলাম ।
এখন ভালোভাবে খুলতে পারলেই হল । আমার কিন্তু খোলার সময় টান লেগেছিল এবং তার ছিঁড়ে গিয়েছিল ! ফলাফলঃ ২০ টাকা জরিমানা ! এবার আমরা কাজ করব আমাদের সেই কাংক্ষিত ট্র্যাকিং বল নিয়ে । যেটা নিচের ছবিতে হাইলাইট করা হয়েছে ।
ট্র্যাকিং বলটি হাতের মাঝে নিয়ে উলটে পালটে দেখালে কেমন হয় ?? চলুন দেখি ...
লাল হাইলাইটেড অংশটুকু আমরা অহরহ দেখি । আর সবুজটি এর নিচের অংশ ! যাই হোক, এবার ছবিটি একটু ত্রিমাত্রিক আঙ্গেলে দেখি চলুন ।
উপরের ছবির লাল মার্ক করা অংশগুলোই আমাদের ব্লেড বা নখ দিয়ে খুলে দিতে হবে । এতে করে আমরা ট্র্যাক পাডের নিচের ছবিত মত অংশ সামনে পাবো ।
দেখলেনতো ?? এবার মার্ক করা অংশে লক্ষ্য করুন কত্ত ময়লা জমেছে !! মার্ক করা একটি না শুধু, আশে পাশের বাকি তিনটিরও একই অবস্থা ! শুধুমাত্র আমাদের বৃদ্ধাঙ্গুলই এতগুলো ময়লা সরবারহ করে !! ভালো করে নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
আঙ্গুল দিয়ে ধরে ক্লোজ আপ মোডে তুলেছি এই ছবি । দেখেছেন ময়লার অবস্থা ?? এরকম থাকলে ট্র্যাক বল কীভাবে রেসপন্স করবে ?? এবার আঙ্গুলের নখ দিয়ে ময়লা গুলো পরিষ্কার করুন । এক্ষেত্রে সুচ, কম্পাসের মাথা অথবা চোখা যে কোন কিছু দিয়ে পরিষ্কার করতে পারেন । পরিষ্কার করার পর নিচের ছবিটি দেখুনঃ
হাত কাপার কারনে ছবি এতটা বাজে এসেছে, তবে আশা করি বুঝে নিতে পারবেন । দেখলেন ? এখনও ময়লা আছে, কিন্তু আগের চেয়ে ৯৯% পরিষ্কার তো ?? এবার চারটিই পরিষ্কার করে ওদের জায়গায় প্রতিস্থাপন করুন ।
একদম ক্লিয়ার । লক্ষ্য করুন, প্রতিটি চাকার বলের শরীরের সাথে যে চাকার অংশটুকু লেগে আছে সেখানে দাগ কাটা আছে । ওই ঘরের সাথে বলের ঘর্ষনে চাকা ঘোরে । কিন্তু, যখন চাকায় ময়লা জমে তখন আর সেই চাকাটি ঘুরতে পারেনা । এজন্যই ট্র্যাক বল কাজ করেনা । যাই হোক, নিচের ছবিটি দেখুনঃ
উপরের ছবিতে ভালো করেই বোঝা যাচ্ছে পার্থক্যটি । যাই হোক ! আমাদের কাজ শেশ । এখন নিরাপদ ভাবে ট্র্যাক সেটটি যথাস্থানে রেখে সেটটি পুনরায় লাগিয়ে ফেলি । ব্যাস । ১৪০ টাকায় সারা জীবন (যতদিন ব্যাবহার করবেন) ট্র্যাক বলের চিন্তা শেষ, এটাই আমার ইনভেস্ট মেন্ট ছিল (LOL) !!
জানিনা, পোষ্টটি কারও উপকারে লাগবে কিনা । আসলে একটা জিনিস করেছিলাম দেখে শেয়ার করলাম । কেননা, ম্যাক্সিমাস, মাইক্রোম্যাক্স, সিম্ফোনি এবং প্রায় চিনা সেট গুলোর যন্তর-মন্তর ( হার্ডওয়্যার-সফটওয়্যার) সব একই হয় । আর, এগুলোই আমি এবং আমাদের মত সাধারন মানুষ ব্যাবহার করে থাকি । আর, সিম্ফোনি সিরিজের প্রথম আমি এই সেটটিই ব্যাবহার করি এবং আমি সিম্ফোনির একজন ফ্যান । যাই হোক, আপনাদের উপকারে লাগলে আমার ভালো লাগবে - এবং এটুকুই সার্থকতা ।
যান্তিক সহায়তায়ঃ
প্রচারেঃ
আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)
😀 সুন্দর হয়েছে