মোবাইলের ট্র্যাক বল কাজ করছেনা ?? সার্ভিসিং খরচ চায় ১৫০ টাকা + ??

সবাইকে "সালাম" এবং "কেমন আছেন?" প্রশ্ন করে শুরু করছি আমার এই অতি সামান্য সাধারন ( হয়তোবা ফেলে দেয়ার মতো একটি পোষ্ট !! ) টিউন !! যারা যারা আমার এই টিউনটি পড়তে চান, তাঁরা সবাই ওয়েবব্রাউজারে এসে "রুমার" এর টেকটিউনস ব্লগে টিউনিং সেট করে নিন ।  মজা করলাম !! চলুন, শুরু করি !!

এই টিউনটি অনেক আগে থেকেই আমার করার শখ ! সেই তখন যখন কিনা আমার সিম্ফোনির ট্র্যাক বল টিপতে টিপতে হাতের আঙ্গুল সাদা হয়ে দেবে যেত কিন্তু ট্র্যাক বলের রেসপন্স পাওয়া যেত না ! আমাদের এলাকার এক লোক ফ্লেক্সি+মোবাইল সার্ভিসিং এর দোকান চালায় ! ছোট খাটো বিপদে আপদে মোটামুটি সেই ভরসা (লোক মানুষ ভালো ) !! গেলাম, বললাম এবং শুনে বাসায় চলে এলাম !! ২৫০ টাকা চায় !! ট্র্যাক বল পরিবর্তন করতে হবে !! টাকাতো লাগবেই, তবুও আমি ছাত্র মানুষ দেখে আমাকে একটু সস্তায় বলল - এই আর কি ! কিন্তু আমার ২৫০ টাকা দিয়ে এটা সারার কোন ইচ্ছেই নাই ! এক বছরের ওয়ারেন্টি শেষ হতে ছয় মাস বাকি, এখনই ট্র্যাক প্যাড চলেনা । আর সময় তো পরেই আছে !! ভাবছেন, ওয়ারেন্টি থাকলেতো ফ্রিই সার্ভিসিং করে দেয় । কিন্তু, ওয়ারেন্টি কার্ড নিরাপদ জায়গায় রাখার মত বুদ্ধিমান লোক তো আমি নই !

ফলাফলঃ

আমিঃ "আম্মু, আমার সেটের ওয়ারেন্টি কার্ডটা কই ??"
আম্মুঃ আমি জানিনা !!

মোরালঃ ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেছে ! হয়তোবা, মোবাইল কিনে আনার পরদিন বাসার বুয়া সযত্নে খাটের নিচ থেকে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে !!

যাই হোক ! হারিইয়ে গেছে বলেই যে দেইনি তাও নয় ! ওয়ারেন্টি কার্ড থাকলেও আমি সেট দিতাম না ! কেননা, আমার স্কুল জীবনের এক বন্ধু সেইম সেট -সেইম সমস্যা নিয়ে যাওয়ার পর ৭ দিনের মাথায় তার সেট হস্তান্তর করে দিয়েছে কোম্পানি !! আমি এই সাত দিন কার সেট দিয়ে  কাজ চালাতাম ?? যাই হোক ! এরপর ভাবতে থাকি ট্র্যাক প্যাড স- শালার জিনিসটা কি ? পুরোনো বল মাউসের কথা মনে এলো !! ভাবলাম, যাই হোক আগে নিজেই একটু খুলে দেখিনা ! খোলার জন্য স্ক্রু-ড্রাইভার  লাগবে । এত ছোট মাথার স্ক্রু ড্রাইভার পাই কই ?? খুজতে লাগলাম ! খুজতে খুজতে মিরপুর দশের শাহ্‌-আলী প্লাজার দশ তলার একটা দোকানে দেখলাম মোবাইলের প্রায় যাবতীয় অনেক কিছুই পাওয়া যায় ! দেখি আমি যা খুজছি তাও আছে । দামাদামি করে ১৪০ টাকায় (ভাই, ছোটবেলা থেকে সুপার শপ গুলোয় মার্কেটিং করে করে এখন বাঁশ খাইছি ! দামাদামি করতেই পারিনা !)  কিনে ফেললাম এক সেট স্ক্রু ড্রাইভারের একটি বক্স ! অনেক গুলো মাথা আছে, পরবর্তীতে কাজ লাগবে ভেবে কিনেই ফেললাম ! মনকে শান্তনা দিলাম যে এটা এক প্রকারের "ইনভেস্টমেন্ট" !! অবশ্য উদ্দেশ্যও ছিল ! পরেই বলি !

এটাই কিনেছিলাম । Bk-600B মডেল এর বক্স । আমার মোবাইলটা ছিল (আসলে এখনও আছেই ) Symphony X110 মডেল ।

স্ক্রিনে অনেক দাগ ! খুব রাফ ইউজ করতাম । আসলে সেট ব্যাবহার করার সময় কি আর এত কিছু মনে থাকে নাকি !! হেঃ হেঃ ! মোবাইলটার ব্যাক কভার খুললাম । ছবি দেখুনঃ

লক্ষ্য করুন, ৬টি স্ক্রু আছে । সবুজ চিহ্নিত স্ক্রু গুলো আপনি ব্যাক কভার খুললেই দেখতে পারবেন । আর লাল চিহ্নিত অংশ দুটির উপর রাবারের একটি ছোট আস্তরন থাকে । ইলাস্ট্রেট করার ছবি অনুযায়ী একটি সুই দিয়ে সাইড থেকে চারা দিয়ে আপনি এটি তুলে নিতে পারবেন । এই ছয়টি স্ক্রুর উপর যে কোন একটিতে স্ক্রুর উপরে সাদা কাগজ/রং থাকবে । এটা দ্বারা কাস্টোমার কেয়ার নিশ্চিত হয় যে আপনি নিজে/বাইরের দোকান থেকে খুলিয়েছিলেন কিনা । আপনি যদি স্ক্রু ড্রাইভারটি স্ক্রুর মাথায় বসান তাহলে সম্ভবত আপনার ওয়ারেন্টি নষ্ট হবে । যাই হোক, স্ক্রুর মাথা আর BK-600A এর পিছে দেয়া ড্রাইভারের ম্যানুয়াল অনুযায়ী বুঝলাম যে নিচের চিত্রের দুটির মাথা একই রকম !

আমি 1.5 দিয়েই কাজ করেছি । একটু লুস হয় কিন্তু এটা দিয়েই করেছি । 2.0 টা পারফেক্ট এই ক্ষেত্রে । এখন সুবিধার জন্য নিচের ছবির মত হ্যান্ডেলটি যুক্ত করেছি !

যাই হোক এখন আমরা স্ক্রু গুলো খুলে চারা দিয়ে সেটটি খুলে ফেলি এবং খোলার সময় নিচের চিত্র অনুযায়ী কিছু বিষয় লক্ষ্য রাখি ! ভালো করে দেখুনঃ


লাল চিহ্নিত অংশ গুলো দিয়ে বুঝিয়েছি যে ওই জায়গা গুলোতে ক্লিপ আছে এবং ওখানেই চারা দিতে হবে । সবুজ চিহ্নিত অংশটি ভালো করে লক্ষ্য করুন । যে অংশের সাথে স্ক্রিন আছে, সেখান থেকে দুটি ছোট তার আপনার ছবির ডান পাশের অংশের সবুজ চিহ্নিত স্পিকারের সাথে গিয়ে যোগ হয় এবং আপনি শুনতে পান । আমি যেভাবে নিচের তির চিহ্ন দিয়েছি সেভাবেই সেটটি খুলতে হবে । নিচের চিত্রটির সাহায্যে আপনাদের সেটটি খোলার আঙ্গেল বোঝাতে চেষ্টা করলাম ।

এখন ভালোভাবে খুলতে পারলেই হল । আমার কিন্তু খোলার সময় টান লেগেছিল এবং তার ছিঁড়ে গিয়েছিল ! ফলাফলঃ ২০ টাকা জরিমানা ! এবার আমরা কাজ করব আমাদের সেই কাংক্ষিত ট্র্যাকিং বল নিয়ে । যেটা নিচের ছবিতে হাইলাইট করা হয়েছে ।

ট্র্যাকিং বলটি হাতের মাঝে নিয়ে উলটে পালটে দেখালে কেমন হয় ?? চলুন দেখি ...

লাল হাইলাইটেড অংশটুকু আমরা অহরহ দেখি । আর সবুজটি এর নিচের অংশ ! যাই হোক, এবার ছবিটি একটু ত্রিমাত্রিক আঙ্গেলে দেখি চলুন ।

উপরের ছবির লাল মার্ক করা অংশগুলোই আমাদের ব্লেড বা নখ দিয়ে খুলে দিতে হবে । এতে করে আমরা ট্র্যাক পাডের নিচের ছবিত মত অংশ সামনে পাবো ।

দেখলেনতো ?? এবার মার্ক করা অংশে লক্ষ্য করুন কত্ত ময়লা জমেছে !! মার্ক করা একটি না শুধু, আশে পাশের বাকি তিনটিরও একই অবস্থা !  শুধুমাত্র আমাদের বৃদ্ধাঙ্গুলই এতগুলো ময়লা সরবারহ করে !! ভালো করে নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

আঙ্গুল দিয়ে ধরে ক্লোজ আপ মোডে তুলেছি এই ছবি । দেখেছেন ময়লার অবস্থা ?? এরকম থাকলে ট্র্যাক বল কীভাবে রেসপন্স করবে ?? এবার আঙ্গুলের নখ দিয়ে ময়লা গুলো পরিষ্কার করুন । এক্ষেত্রে সুচ, কম্পাসের মাথা অথবা চোখা যে কোন কিছু দিয়ে পরিষ্কার করতে পারেন । পরিষ্কার করার পর নিচের ছবিটি দেখুনঃ

হাত কাপার কারনে ছবি এতটা বাজে এসেছে, তবে আশা করি বুঝে নিতে পারবেন । দেখলেন ? এখনও ময়লা আছে, কিন্তু আগের চেয়ে ৯৯% পরিষ্কার তো ?? এবার চারটিই পরিষ্কার করে ওদের জায়গায় প্রতিস্থাপন করুন ।

একদম ক্লিয়ার । লক্ষ্য করুন, প্রতিটি চাকার বলের শরীরের সাথে যে চাকার অংশটুকু লেগে আছে সেখানে দাগ কাটা আছে । ওই ঘরের সাথে বলের ঘর্ষনে চাকা ঘোরে । কিন্তু, যখন চাকায় ময়লা জমে তখন আর সেই চাকাটি ঘুরতে পারেনা । এজন্যই ট্র্যাক বল কাজ করেনা । যাই হোক, নিচের ছবিটি দেখুনঃ

উপরের ছবিতে ভালো করেই বোঝা যাচ্ছে পার্থক্যটি । যাই হোক ! আমাদের কাজ শেশ । এখন নিরাপদ ভাবে ট্র্যাক সেটটি যথাস্থানে রেখে সেটটি পুনরায় লাগিয়ে ফেলি । ব্যাস । ১৪০ টাকায় সারা জীবন (যতদিন ব্যাবহার করবেন) ট্র্যাক বলের চিন্তা শেষ, এটাই আমার ইনভেস্ট মেন্ট ছিল (LOL) !!

জানিনা, পোষ্টটি কারও উপকারে লাগবে কিনা । আসলে একটা জিনিস করেছিলাম দেখে শেয়ার করলাম । কেননা, ম্যাক্সিমাস, মাইক্রোম্যাক্স, সিম্ফোনি এবং প্রায় চিনা সেট গুলোর যন্তর-মন্তর ( হার্ডওয়্যার-সফটওয়্যার) সব একই হয় । আর, এগুলোই আমি এবং আমাদের মত সাধারন মানুষ ব্যাবহার করে থাকি । আর, সিম্ফোনি সিরিজের প্রথম আমি এই সেটটিই ব্যাবহার করি এবং আমি সিম্ফোনির একজন ফ্যান । যাই হোক, আপনাদের উপকারে লাগলে আমার ভালো লাগবে - এবং এটুকুই সার্থকতা ।

যান্তিক সহায়তায়ঃ

প্রচারেঃ

Level 0

আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

😀 সুন্দর হয়েছে

চমৎকার । আমিও আমার মোবাইল সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স জিনিস নিজেই ঠিক করি । টাকা কোনো সমস্যা না । কিন্তু নিজে ঠিক করার ভিতর আলাদা একটা মজা আছে ।
আপনি থিনার ব্যাবহার করলে আরো ভালো হতো ।

    @সৌ্রভ: ঠিক বলেছেন । নিজে নিজে একটা সমস্যা সলভ করলে, সেটা যত ছোটই হোক জটিল মজা লাগে !

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

মারাত্মক!!!

Level 0

ভাই আমিও ঠিক আপনার মতই। ঠিক করতে গিয়ে কত জিনিস নষ্ট করেছি তার ঠিক নাই। তবে ভালউ করেচি।

Level 0

ভালো হইছে

দারুন হয়েছে 😀

Level 0

Nice post

Level 0

Good>>>Better>>Best

😐 >> 🙂 >> 😀

Vai Blackberry ki ei therapy te kaj dibe…Amar ekkhan try dite hobe taile…

    @রিয়াদ: আমি আমার কোন ফ্রেন্ড/নেটের মাধ্যমেই জেনেছিলাম যে ব্ল্যাকবেরি সেটের ট্র্যাক বলে ময়লা জমলে তা খুলে পরিষ্কার করা যায় । এবং সে ধারনা থেকেই মূলত আমার এই কাজ করার আগ্রহ জন্মে 🙂 । আমার মতে, আপনি চেষ্টা করে দেখুন ।

    আপনার জন্য শুভ কামনা রইল ।

tai to boli dirt kothai jome!!!…nice tune..thank you for sharing

ভাইয়া আপনার পোস্টের বুদ্ধিটা বেশ ভালো,তবে এর বাইরে ছোট্ট একটা কথা বলছি আশা করি কিছু মনে করবেন না।আপনার পোস্ট পরে মনে হল অবশেষে শেষ হল।পোস্টের অপ্রয়োজনীয় কথা যদি আরেকটু কম বলেন তাহলে ভালো হয়।তবে এটা আমার একান্তই নিজস্ব মত।আমি কোন লেখক বা টিউনার না তবে মনে হল তাই বললাম,আপনার জন্য শুভকামনা থাকল

    @Ochena Balok: 🙂 🙂 আপনার নিজস্ব মত থাকলে আপনি অবশ্যই শেয়ার করবেন । এতে কিছু মনে করার আসলে কিছুই নেই 😀 ! আপনার কথা ঠিক আছে, আপনি বলেছেন “অপ্রয়োজনীয় কথা” … এটা একদিক দিয়ে ঠিক, অন্য দিক দিয়ে পুরোটাই ভূল ! আমি ব্যাখ্যা করে দিচ্ছি …

    আমি মূলত টেকটিউনসের একজন নিয়মিত পাঠক …। টিউন প্রায় করিনা বললেই চলে । আমি আগে আমার ব্লগে টুকটাক লেখালেখি করতাম । আরও কিছু ব্লগেও আমি লেখা লেখি করতাম । তো, সেখানে সিনিয়রদের কাছ থেকে লেখার উপমার ধারনা পেয়েছিলাম ! আমার অপ্রয়োজনীয় কথাগুলো কিন্তু সবটাই টপিকের সাথে রিলেটেড ! আর সেই অপ্রয়োজনীয় কথাটুকু দিয়েই আমি নির্দেশ করছি যে আমি কেন, কীভাবে, কি করে এই কাজটি করলাম । আর আমার মতে লেখালেখির ব্যাপারে স্ট্রিক্ট না হওয়াই ভালো । কেননা, আপনি যে বিষয়েই লেখেন না কেন, সেখানে আপনার আন্তরিকতাও প্রকাশ পাওয়াটা জরুরী ! এখন আমি একটি পোষ্ট যদি দেই, ” সিম্ফোনি মোবাইল আমাদের সবার আছে । কিছু কিছু সিম্ফোনিতে ট্র্যাক বল আছে । সেগুলো নষ্ট হয় । নষ্ট হলে বাইরে টাকা খরচ করে সারতে হয় । এতে টাকা লাগে । আমরা বাসায় বসেই এই কাজটি করতে পারি । ধরুন, এই নিন প্রক্রিয়া !” আপনার মতে টিউনটি তো শেষ হল ! কিন্তু, এই লেখাটির মান( আমি বলছিনা এই লেখার মান ভালো ) আমার মতে কমে যাবে । কারন এতে আপনি একটি টিউন করলেন ঠিকই, কিন্তু দায়সারা ভাবে …! এটা পড়ে আমার মনে হবে, “আমার টিউন করার ইচ্ছে হইছিল, আমি করছি !!” … কিন্তু আমিতো শুধু টিউন করতে চাইনাই, আমি একটু ফানও করতে চেয়েছি (জানিনা, পেরেছি কিনা ) / এই তো !! যাই হোক, ভালো থাকবেন ।

      @রুমার: আমি তর্কে বিশ্বাসী না আর প্রথমেই বলেছি এটা আমার ব্যক্তিগত অভিমত।আর আসলেই এটাও সত্যি যে লেখালেখি একটা শিল্পের মত তাই এর কোন নির্দিষ্ট রাস্তা নেই।একই লেখা অনেকে অনেক ভাবে লিখবেন এবং তার সবগুলই ভালোও হতে পারে।যাই হোক চালিয়ে যান 🙂 😀

        @Ochena Balok: তর্কেরতো কোন প্রশ্নই উঠছেনা ভাই …। যাই হোক 🙂 ভালো থাকবেন …

ভাল লিখেছেন। 🙂

অস্থির হয়েছে। খুব দরকার ছিল ।:) আমার ট্রাক বল কাজ করছে না বলে SYMPHONY X110 টা প্রায় ২ মাস ফেলে রেখেছি। আমারও ওরেন্টি কার্ড হারিয়ে গেছে। দেখি এভাবে সমাধান হয় কিনা। তবে আমার সেটে আরেকটা প্রব্লেম আছে automatic plug in,out হয়। হেড ফোন connect না করলে কথা বলা যায় না। এজন্য কোন সমাধান দিতে পারবেন?

    @আরিফ: আমারও সেইম প্রোবলেম । সহজ একটা সল্যুশন আছে, কিন্তু আমিই অ্যাপ্লাই করিনাই । কেননা ওটা রিস্কি …। আমি খুঁজে পেলে অবশ্যই আপনাকে জানাবো ।

    তবে, আপনি এক কাজ করবেন । আপনার কল রিসিভ হলে বা আপনি কারও ফোন রিসিভ করলে লাউডস্পিকার অন করে ভলিউম একবারে লো করে দেবেন । এতে করে আপনার কথা অন্যরা শুনতে পাবেনা এবং আপনিও স্পষ্ট শব্দ পাবেন ।

    আমি দেখি কি করা যায় … এছাড়াও আপনার প্রশ্ন এতক্ষনে হয়ত বড় বড় সব টিউনার দেখে ফেলেছেন … so, খুব বেশি দেরী হবেনা বস … 😉

বেশ কষ্ট করেছেন টিউনের জন্য !
খুব ভাল হয়েছে 🙂
ভাগ্যিস আমি ট্র্যাক বল ওয়ালা মোবাইল ব্যবহার করিনা 😛

Level 2

চড়ম …………… টিউন … চালাইয়া যান বস

Level 0

খুব ভাল হয়েছে। অনেক ভাল করে গুছিয়ে লিখেছেন এবং উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

Sundor bekkha diyechen. Volo hoyeche.

মোবাইলটা কি খুলুম 🙂 টিউনটা পড়ে বুকের ভিতর ১ কেজি সাহস পেলাম, ভাল লাগলো আপনার কাজ আর সাহস দেখে

    @অর্জন: খুলে ফেলুন বস …। আমি আমার জীবনের প্রথমে মোবাইল ব্যাবহার শুরু করেছিলাম Nokia 6600 দিয়ে । ওটাও খুলেছিলাম, খুলে ভাইব্রেটরের প্রবলেম ঠিক করেছিলাম । সিম্ফোনিও খুললাম । সেট খোলার মত সহজ কাজ আর নাই !! :D:D কিন্তু, একটা আইমোবাইল খুলতে পারিনাই !! 😀 😀 দের না কইরা খুইলা ফালান … 🙂

Level 0

রুমার, অনেক সুন্দর হয়েছে আপনার পোষ্টটি । পরিশ্রম করেছেন টিটির ভিজিটরদের কাজে লাগবে । চালিয়ে যান ।

খুবই মানসম্পন্ন একটি টিউন। আর কিছু বলার নেই।

খুবই সুন্দর হয়েছে, চালিয়ে যান।

Level 0

tanx,go ahead

সুন্দর হয়েছে। আমার আম্মুর একটি এই রকম ফোন আছে যার ট্রাকবলটি মাঝে প্রেস করলে কাজ করে না আগে করতো। যেমন : ক্যামেরা ব্যবহার করতে বা গান প্লে করতে এটা লাগে। এখন কি হবে বুঝতাছি না। সার্ভিসিং সেন্টারে দিয়েছিলাম সেখানে ঠিক করে দিল কিন্তু ওটা ঠিক হই নাই। আগে ট্রাকবল মোটেও কাজ করতো না, এখন করে কিন্তু প্রেস করলে কাজ করে না।

    @এলিন: যদি এই মোবাইলটিই হয় তাহলেতো আপনি টিউটোরিয়াল দেখেই করে নিতে পারবেন । আর অন্য কোন সেট হলেও আসলে ঘটনা একই …। চেষ্টা করে দেখুন …।

অস্থির টিউন! পাঙ্ক্ষা!! 😀
প্রিয়তে লইলাম। 🙂

Level 0

খুব সুন্দর হয়েছে, এবং screw driver এর বক্স টা দারুন, দেখি ইন্ডিয়া তে পাই কিনা।
এই ভাবে আমাদের নিজেদের দ্বারা সমাধান হওয়া সমস্যা গুলো যদি ব্লগে তুলে ধরি তবে অনেকের উপকার হবে।
চালিয়ে যান , সাথে আছি 🙂 🙂 🙂

    @bisukgp: আমি যে দোকান থেকে কিনেছিলাম, ওখানে আরও মাথা ওয়ালা ছিল কিন্তু পিছনের ম্যাগনেট কাজ করছিল না ( ম্যাগনেটের সাহায্যে হোল্ডারের সাথে আটকে থাকে ) । আশা করি ইন্ডিয়াতে আরও ভালো ভালো পাওয়া যাবে ।

vala khub vala hoisa bohut moja pailam. carry on,man.

টাচস্ক্রিনের জন্য কোন সলিউশন আছে ?????

    @Zannat Khan: আপনি কি টাচস্ক্রিনের সেন্সিটিভিটি কমে যাওয়ার কথা বুঝাচ্ছেন ?? যদি তাই হয় তবে অবশ্যই আছে কিন্তু এক্ষেত্রে আমি বিষয়টা জানিনা । আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

Level 0

thank u bro.i need this information for my mobile….